নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাফিজুল ইসলাম হাফিজ

আমি মোঃ হাফিজুল ইসলাম । আমি একজন মুসলিম। আল্লাহ যেন মুসলিম হিসাবে আমায় কবুল করে , মহান আল্লাহর কাছে এটাই আমার চাওয়া।

হাফিজুল ইসলাম হাফিজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বনাম পাকিস্তান ২০১৫

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১

বিশ্বকাপ এ বাংলাদেশের সাফল্য অতুলনীয় ছিল। বিশ্বকাপ সেমিফাইনাল এ না যাওয়ার দুঃখটা পাকিস্তানকে ধবল ধোলাই দিয়েই পুরন করল। সব জয়ই আনন্দের, এটা সত্যি। আমিও আনন্দিত। তবে আরও আনন্দিত হতাম এ জয়ের মধ্য যদি কলংক না থাকত। হোম গ্রাউন্ড এবং হোম আম্পায়ারদের দেয়া কিছুটা সুবিধা না পেলেও আমরা জয় পেতাম। খেলোয়ারদের মধ্য সেই আত্মবিশ্বাস, আমরা সবাই দেখেছি। যাই হোক তিনটি ওয়ান ডে এবং একটি টি 20 জয় লাভ করার পর আমাদের নির্বাচক মন্ডলীগণ টেষ্ট দল গঠনে পাকিস্তান দলকে এতটা হালকা ভাবল কেন তা আমার বোধগম্য নয়। মাশরাফির বিষয় আমরা সবাই জানি। মাশরাফিকে বাহিরে রাখলাম মেনে নেয়া যায়। কিন্তু নাসির, তাসকিন, নতুন বোলার মোস্তাফিজুর রহমান, সাব্বিরের মত অলরাউন্ডারকে কেন বাহিরে রাখা হল আমার জানা নাই । আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম টেষ্ট টা জিততে পারব না। ড্র করতে হলেও অনেক কষ্ট করতে হবে। আমি নির্বাচক মন্ডলীগণকে অনুরোধ করব কোন দলকে ইজি ভাবে নিনেব না। আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটকে অনেক অনেক ভালবাসি। একটা জয় পেলে আমরা যেমনি আনন্দে ভাসি তেমনি একটা হারেও অশ্রুশিক্ত হই । বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় আমি হাফিজ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: শুভাগত হোম কীভাবে টেস্ট দলে আসে বুঝি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.