নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাফিজুল ইসলাম হাফিজ

আমি মোঃ হাফিজুল ইসলাম । আমি একজন মুসলিম। আল্লাহ যেন মুসলিম হিসাবে আমায় কবুল করে , মহান আল্লাহর কাছে এটাই আমার চাওয়া।

হাফিজুল ইসলাম হাফিজ › বিস্তারিত পোস্টঃ

২য় টেস্ট এ বাংলাদেশ এর পরাজয়ের অন্যতম কারন নির্বাচক মন্ডলীর এক ঘেয়ামি

১০ ই মে, ২০১৫ বিকাল ৪:০৬

২য় টেস্ট এর জন্য বাংলাদেশ দলের কোন পরিবর্তন না দেখে আমি অবাক হয়েছিলাম। পাকিস্তান দল দয়া না করলে বাংলাদেশ দল ফলোঅনে পরত এবং ১ইনিংস ও রান ব্যবধান এ হারত । পাকিস্তান দলকে সব খরচ দিয়ে আনার কারনে হয়ত তারা আমাদের এই সম্মান দেখিয়েছে । এ কারনে ধ্যনবাদ পাকিস্তান দলকে । তাসকিন, সাব্বির, নাসির ও মোস্তাফিজকে না খেলানোর প্রশ্ন বার বার খুঁজে ফিরি কিন্তু এর উত্তর আমি খুঁজে পাই না । বাংলাদেশ দলের ব্যবস্থাপনায় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলব বাংলাদেশ দলে অনেক ভাল খেলোয়ার আছে, যারা ম্যাচ এর ভাগ্য পরিবর্তন করতে পারে । কোন দলকে ছোট করে দেখবেন না । তাহলে আমাদের নিজেদেরই লজ্জা পেতে হবে। বাংলাদেশ দলের শুভ কামনায় আমি হাফিজ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ বিকাল ৫:২১

টি এম মাজাহর বলেছেন: দিন শেষে প্লেয়ারদের দোষ দেখা হয়, অথচ দৃঢ় ভাবেই বলা যায়, প্লেয়াররা কোনভাবেই দায়ী নয়। পৃথিবীর কোন ছাগলে চিন্তা করবে, পাকিস্তান ক্রিকেট দলকে ধরা খাওয়ানোর জন্য পেসবান্ধব, ঘাসের উইকেট তৈরী করা!!!! সেই সাথে কোথা থেকে আনফিট শাহাদাতকে এনে (আমি শাহাদাতকে ছোট করছি না, কিন্তু এখনকার দলটায় যেমন আমার মতো প্লেয়ার ঢোকা উচিত না, তেমনি শাহাদাতেরও ঢোকা উচিত না) ফর্মে থাকা কোন বোলার কে না নিয়ে একজন কাজের পেসার নিয়ে দল সাজানোটা নিশ্চয়ই কাজের কথা হয় নাই। সাত নম্বরে ইনফর্ম নাসিরের কথা ভুলে গিয়ে সবসময়ের ওপেনার সৌম্যকে জোর করে দলে ঢোকানো হলো, আবার মুশফিকের ইনজুরিতেও ফর্মে থাকা লিটনকে তারা বাজিয়ে দেখতে পারলো না!!! সত্যিই সেলুকাস!

২| ১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৯

ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার সবচাইতে করাপটেড দেশে ক্রিকেট বোর্ডটা ভাল তাকে কেমনে!

৩| ১০ ই মে, ২০১৫ রাত ৯:১৯

শাহরিয়ার খান রোজেন বলেছেন: প্রেসার আলামিনকে নেওয়ার দরকার ছিল।

৪| ১১ ই মে, ২০১৫ সকাল ১০:২৮

রাঘব বোয়াল বলেছেন: ""টি এম মাজাহর বলেছেন:পৃথিবীর কোন ছাগলে চিন্তা করবে, পাকিস্তান ক্রিকেট দলকে ধরা খাওয়ানোর জন্য পেসবান্ধব, ঘাসের উইকেট তৈরী করা!!!!"" যথার্থই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.