নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অ্যামেচারের কিছু কথা...

মু.ই.মা ইমন

বাংলাদেশী হওয়ার চেষ্টায় আছি

মু.ই.মা ইমন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে Gmail এ নতুন অ্যাকাউন্ট খুলবেন + Google Drive এ ফাইল আপলোডিং

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪

[যাঁরা জানেন, তাঁরা এই ব্লগটি এড়িয়ে যান।]

স্টেপ ০১ । অ্যাড্রেস বারে টাইপ করুন "gmail.com"




স্টেপ ০২ । ছবিতে দেখানো Create Account এ ক্লিক করুন।



স্টেপ ০৩ । এবার আসবে নিচে দেখানো ফর্মটি। সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।





স্টেপ ০৪। ফর্মটি পূরণ করা হয়ে গেলে নিচের নীলাভ Next Step বাটনে ক্লিক করুন।

স্টেপ ০৫ । আপনার অ্যাকাউন্টটি সফলভাবে নির্মিত হয়েছে। নিচের ছবি অনুযায়ী Continue to Gmail এ ক্লিক করুন।




স্টেপ ০৬ । আপনি এখন আপনার মেইলে ঢুকে পড়েছেন। বাম দিকের Compose এ ক্লিক করে নতুন মেইল পাঠাতে পারেন।




জিমেইল অ্যাড্রেস খোলার অর্থ আপনার এখন গুগলে একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্ট দিয়ে আপনি Google Drive এও প্রবেশ করতে পারবেন। প্রয়োজনীয় ফাইল আপলোড করে রাখতে পারবেন এখানে।

পদ্ধতিটি দেখানো হলঃ

স্টেপ ০১ । অ্যাড্রেস বারে লিখুনঃ drive.google.com



স্টেপ ০২। আপনি gmail এ লগ ইন করা অবস্থাতে অ্যাড্রেস টাইপ করলে সরাসরি আপনার google drive এ ঢুকে পড়বেন। নাহলে মেইল আইডি আর পাসওয়ার্ড চাইবে। একটু আগে খোলা মেইল আইডি আর পাসওয়ার্ড দিন। এই পেজটি দেখতে পাবেনঃ



স্টেপ ০৩ । New এ ক্লিক করুন। নিচের ছবিটির মত অপশন খুলে যাবে-



এবার আপনি Folder এ ক্লিক করে নতুন ফোল্ডার খুলতে পারবেন।
File Upload এ ক্লিক করে কম্পিউটার থেকে যে কোন ফাইল আপলোড করতে পারবেন।

Google Drive সম্পূর্ণ ফ্রি 15GB পর্যন্ত। এর বেশি ফাইল আপলোড করতে হলে আপনাকে মেমরি কিনে নিতে হবে।

ধন্যবাদ :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:১১

প্রবাসী পাঠক বলেছেন: কাজে লাগবে।

অতনু আপার পোস্টের কথা অনেকদিন পর মনে পরে গেল।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০

মু.ই.মা ইমন বলেছেন: আব্বুর জন্য ব্লগটা লিখা। লিংক পাঠিয়ে দিয়েছি। এই জেনারেশনের ছেলেমেয়েদের কাছে এগুলো পিস অফ কেক হতে পারে, সবার জন্য তো আর তা না :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.