নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা-কালো

একই রকম ভিতর-বাহির . . . . .

ঈমানদার পাপী

কখনো কখনো পাপ করলেও ভন্ডামি কখনোই করিনা তাই আমি ঈমানদার পাপী . . . .

ঈমানদার পাপী › বিস্তারিত পোস্টঃ

শরীরের কষ্ট মাটিতে মিশে যায় কিন্তু. . .!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪২

উপসংহারঃ কিছু মানুষ আছেন যারা মা-বাবা’র মুখে একটু হাসি দেখার জন্য সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত এবং এমন মানুষ দিনদিন দূর্লভ হয়ে পড়ছে।



ঘটনা-১

"কয়ডা ভাত দেও, কাল দুফুর থনে কিছুই খাই নাই। ক্ষিদায় পেট টা জ্বইলা যাইতাছে।"-

কয়েকদিন আগে সন্ধা বেলায় আম্মাকে উদ্দেশ্য করে পাশের বাড়ির সত্তরোর্ধ এক বিধবার করুন আকুতি। উনি একমাত্র ছেলের সাথে একই বাড়ীতে থাকেন কিন্তু আলাদা রান্না করে খান। কারন ছেলে তার বউ বাচ্চাকেই ঠিকমত খাওয়াতে পারে না, মা’কে খাওয়াবে কেমনে! তাছাড়া ছেলের বউ এর এত্তো ঝামেলা ভালো লাগেনা।

তারপরেও ছেলেটি বেশ দয়ালু, প্রতি মাসে বুড়িকে পাঁচ কেজি চাউল কিনে দেয় এবং বুড়ি আশপাশের বাসা-বাড়ী হতে চেয়েমেগে রান্নার অন্যান্য উপকরন জোগার করেন।



দুইদিন আগে জামাই সহ বুড়ির মেয়ে বেড়াতে এসেছিলো এবং বুড়ি তাদেরকে দুই বেলা খাইয়েছে। তাই চাউল শেষ এবং ছেলে এই মাসে আর চাউল কিনে দিতে পারবেনা।



বাড়ীর জমিটা তো আপনার নামেই, তাই না?



ভাত খেতে খেতে বূড়ি হ্যাঁ সূচক জবাব দিলেন।



এক কাজ করেন, জমিটা বিক্রি করে দেন, অনেক টাকা পাবেন। আপনার আর কষ্ট থাকবেনা।



কি যে কও বাবা! পোলাডারে খাইয়া না খাইয়া কত্ত কষ্ট করে বড় করছি। বাড়ী-ভিডা বেচলে নাতি পুতি নিয়া পোলাডা কই যাইবো! আমি আর কয়দিন বাচমু! আল্লায় দিন নিবোই।



প্রতি উত্তরে বলার মত আমি কিছু খুঁজে পেলামনা।

নচিকেতা অনেক সহজেই অকৃতজ্ঞ ছেলের প্রতি মা’র প্রতিশোধের স্বপ্ন দেখেন কিন্তু তিনি জানেন না মা’র জাত’টাই আলাদা, যেন কষ্ট পেতে এবং সহ্য করাতেই তাঁদের সুখ!



ঘটনা-২

"আব্বা খুব সাধারণ একটা চাকরি করতেন, এমনও দিন গেছে আমরা দুই দিন খেলে একদিন না খেয়ে থাকতাম। রংপুর থেকে খেলার জন্য ঢাকা আসার গাড়ি ভাড়াটাও ছিল না, চাচাদের কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় আসতাম। আমি আমার মা-বাবা’র জন্য ক্রিকেট খেলি।" – কয়েকদিন আগে ঢাকা এফ.এম-এ নাসিরের কান্নাজড়িত কন্ঠ।



আমরা অধিকাংশ ছেলেই দূর্ভাগা যে মা-বাবা’র জন্য এমন করে ভাবি না, মা-বাবা’র জন্য কিছু করিনা। রোবটিক জীবনে আমরা মা-বাবা’কে একটু স্বরন করতেও ভুলে যাই অথবা ভুলে থাকি। আমরা ভুলেই থাকি যে আমরা আকাশ থেকে টুপ করে পরি নাই, মা-বাবা’র অক্লান্ত কষ্ট আর অসীম ত্যাগে এই আমরা।



আমরা ভুলে’ই যাইঃ

এক বুক স্বপ্ন আর আশা নিয়ে মা আমাদেরকে গর্ভে ধারন করেন।



গর্ভ কালেঃ

নিজের রক্ত মাংসে তিলতিল করে মা আমাদের শরীর গড়েছেন।

আমরা হাত-পা ছোড়াছোড়ি করলে মা ব্যাথায় কুঁকিয়ে উঠেছেন।

প্রায় দশ মাস মা আমাদের ভার বহন করেছেন।



ভূমিষ্ঠ কালেঃ

মৃত্যু যন্ত্রনা সহ্য করে মা আমাদেরকে পৃথীবির আলো দেখিয়েছেন।



শিশু কালেঃ

শীতের রাতে বিছানার ভেজা অংশে শুয়ে মা-বাবা আমাদেরকে বুকের উপর নিয়ে উষ্ণ রেখেছেন।

সারা রাত জেগে মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছেন।

সদ্য গজানো দাত দিয়ে বুকে কামর দিলে ব্যাথায় মা কুঁকিয়ে উঠেছেন।

অসুস্থ হলে মা-বাবা দোয়া করেছেন তাদের জীবনের বিনিময়ে হলেও যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকি।



কৈশর কালেঃ

নিজেরা উপোস থেকে মা-বাবা আমাদেরকে ভালো খাবার খাইয়েছেন।

নিজেরা শত তালির কাপর পরিধান করে মা-বাবা আমাদেরকে ভালো জামাকাপর পরিয়েছেন।



যৌবন কালেঃ

নিজেরা খেয়ে না খেয়ে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে মা-বাবা আমাদের লেখাপড়ার ব্যবস্থা করেছেন।

এবং মা-বাবা আমাদের সুখ শান্তির জন্য, ঘর আলোকিত করার জন্য ফুটফুটে সুন্দর একটা বউ ঘরে আনেন।



অতপর, আমরা মা-বাবা’কে ভুলতে শুরু করি। দিন দিন বউ কে আপন করি এবং মা-বাবা’কে দূরে ঠেলতে থাকি। বউ যত দ্রুত আপন হয় মা-বাবা তার থেকে অনেক বেশী দ্রুত পর হয়।

বউ আর নিজের ছেলে-মেয়ের জন্য আমাদের কত্তো মায়া ভালোবাসা! আমাদের সকল কিছু আবর্তিত হয় বউ আর ছেলে-মেয়েকে কেন্দ্র করে, মা-বাবা’র কথা মনেও থাকেনা।



এমনকি শ্বশুর বাড়ীর লোকজন এবং সোসাইটি'র প্রতিও আমাদের দায়িত্ব আর ভালোবাসার অন্ত নাই। আমরা কতকিছু মেইনটেইন করি! কিন্তু বৃদ্ধ মা-বাবা!! তাঁরা তো শুধুই বুড়া-বুড়ী!

আমরা একবারও ভাবিনা প্রত্যাশা এবং প্রাপ্তির অমিলে আর আশা ভঙ্গের বেদনায় মা-বাবা’র মনে কত কষ্টের ঝড় বয়ে যায়!

আমরা একবারও ভাবিনা আমরাও মা-বাবা হবো অথবা আমরাও মা-বাবা!



আমাদের বউ’রা একবারও ভাবেন না তাদের মা-বাবাও অন্য কোন বউ এর শ্বশুর-শ্বাশুরী!

আমরা বউ বাচ্চা নিয়ে কত্তো সুখ আর শান্তিতে জীবন যাপন করি! আর বার্ধ্যক্যজনিত রোগশোকে ভূগে, পেটে ক্ষিধার তীব্র জ্বালা নিয়ে মা-বাবা তিলতিল করে অগ্রসর হয় মৃত্যুর দিকে।



আচ্ছা, মরে গেলে না হয় মা-বাবা’র শরীরের কষ্ট মাটিতে মিশে যায় কিন্তু তাঁদের মনের কষ্টের কি হয়!!

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০৪

বটের ফল বলেছেন: মা বাবার তুলনা শুধুই মা বাবা। আর কিছু না। প্রার্থনা এই যে আমার দ্বারা তাদের যেন কোনো অসন্মান না হয়।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।
+++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.