![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কখনো পাপ করলেও ভন্ডামি কখনোই করিনা তাই আমি ঈমানদার পাপী . . . .
দুইদিন আগের ঘটনা :
ভাতের থালা সামনে নিয়ে টিভি'তে খবর শুনছি, দেখছি। মুখ কিছুটা গুমরা করে পাশেই বসা নাযিফ, ওর কার্টুন চ্যানেল বদল করেছি বলে।
সংবাদ পাঠিকা সিইসি শব্দটা উচ্চারণ করা মাত্রই নাযিফের প্রশ্ন -
"বাবা সিসি মানে কি?"
"ওই শব্দটা সিসি না, সিইসি। " -কিছুটা বিরক্তি নিয়েই বললাম।
"সিইসি? বুঝছি, মানে কি বাবা? "
"মানে তুমি বুঝবানা। "
"বুঝমু, তুমি আগে বলো। "
সিইসি এ্যালোবোরেট করলে যা হয় তা বললে ও কিছুই বুঝবেনা। ভাবছি কি বলবো! হঠাৎ আপনাআপনি মুখ দিয়ে বের হলো :
বর্তমান
The CEC of Bangladesh is -
By the Awami League.
Of the Awami League.
For the Awami League.
"এখন বুঝছো বাবা সিইসি মানে কি? "
"হুম বুঝছি, শেখ হাসিনা। " - ওর মুখে বিজয়ের হাসি।
প্রতি উত্তরে বলার মতো কিছুই মাথায় আসলো না। অগত্যা টিভি বন্ধ করে ওকে খাওয়াতে শুরু করলাম আবার........
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
ফ্রম_দা_জিরো বলেছেন: াহাহাহা
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
শফিক১৯৪৮ বলেছেন: হা হা হা এবসলিউটলি রাইট!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালতো ভাল না।
এরচে ভাল মানে আর হয় না