![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কখনো পাপ করলেও ভন্ডামি কখনোই করিনা তাই আমি ঈমানদার পাপী . . . .
দেশপ্রেম মানে কি? আপনারা কে কি ভাবছেন তা জানতে ইচ্ছা করছে।
আমি দেশপ্রেম বলতে কি বুঝি তা এখানে তুলে ধরার চেষ্টা করলাম। যদিও আপনারা একমত হবেন না বলেই আমার অনুমান।
আমার মতে দেশপ্রেমের দুইটা দিক -
এক. ব্যাক্তি, পারিবারিক এবং কর্মজীবনে সৎ ও দায়িত্বশীল হওয়া। এটা দেশপ্রেমের প্রাথমিক শর্ত যা আমাদেরকে সাহস যোগাবে।
দুই. বৃহৎ পরিসরে দশের জন্য ভালো করা। দূর্নীতিকে প্রশ্রয় না দেওয়া, দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া।
ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় সর্বগ্রাসী দূর্নীতি আমাদের মূল সমস্যা। আর দূর্নীতির মূলে রয়েছে অপরাজনীতি যা পরিবারতান্ত্রিক রাজনীতির উর্বর ফসল বলেই আমার অভিমত।
বর্তমান প্রেক্ষাপটে পরিবারতান্ত্রিক অপরাজনীতির বিরুদ্ধে রূখে দাড়ানো আমাদের সবথেকে বড় দায়িত্ব, দেশপ্রেম।
ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য দরকার একটি নিরাপদ বাংলাদেশ। এর জন্য জনমুখি শুদ্ধ রাজনীতির বিকল্প নাই। শুরুটা করতে হবে আমাদেরকেই।
এই দেশটা আমাদের সকলের, কারো বাপ অথবা কারো স্বামীর সম্পত্তি নয়, তাই না?
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
মুহামমদ মিনহাজ বলেছেন: ভালাই কইছেন