![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কখনো পাপ করলেও ভন্ডামি কখনোই করিনা তাই আমি ঈমানদার পাপী . . . .
বাংলাদেশ পূন্যভূমির দেশ। যুগে যুগে অনেক পীর আউলিয়ার চরনধুলীতে ধন্য এই দেশ। পৃথীবির সকল প্রান্ত হতে পীর আউলিয়াগণ এই দেশে আগমন করে ধর্ম প্রচার করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে আলোর দিশা দেখিয়েছেন, আর তাই বর্তমানে আমরা আলোয় আলোকিত।
পীর আউলিয়া ছাড়া আমাদের জীবন অর্থহীন। জীবনের প্রতিটি পদক্ষেপে পীর আউলিয়া ছাড়া আমাদের চলেই না। শুরুতে পীর আউলিয়া, মাঝে পীর আউলিয়া এবং শেষেও পীর আউলিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাঁদের দয়া ও দোয়া আমাদেরকে উদ্ধার করে।
পীর আউলিয়াগণ সবথেকে বড় বাবা- আমার আপনার বাবা, আমার আপনার ছেলের বাবা, আমার আপনার বাবা’র বাবা এমনকি আমার আপনার দাদারও বাবা।
আর তাই আমাদের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে বারবার পীর আউলিয়াগণের সরব উপস্থিতি। এমনকি আমাদের চলচিত্রকেও পীর আউলিয়াগণ সমৃদ্ধ করেছেন-“হুইস্কি বাবা”, “মাটি বাবা”, “শোয়া বাবা” এবং আরো অনেক “বাবা” বাংলা চলচিত্রে অমরত্ব লাভ করেছে।
যে “বাবা” দয়া ও দোয়া করার আগে হুইস্কি খান তিনি “হুইস্কি বাবা”, যে “বাবা” মাটি খেয়ে ও খাইয়ে দয়া ও দোয়া করেন তিনি “মাটি বাবা” এবং যে “বাবা” শুয়ে শুয়ে দয়া ও দোয়া করেন তিনি “শোয়া বাবা”।
সাম্প্রতীক কালে আরো এক “বাবা” আবির্ভূত হয়েছেন আমাদের জীবনে। এই “বাবা” রাজনীতিতে দয়া ও দোয়ার ভান্ডার খুলে বসেছেন। তাঁর দয়া ও দোয়া ব্যাতিত বাংলাদেশের কোন রাজনৈতিক দল’ই জাতীয়, স্থানীয় ভোটে জিততে পারেনা। তাঁর দয়া ও দোয়া ব্যাতিত দেশে কোন নির্বাচন হয় না।
তিনি “ভোট বাবা”।
অন্যান্য “বাবা”দের থেকে “ভোট বাবা” কিঞ্চিত আলাদা প্রকৃতির। “ভোট বাবা”র মেজাজ মর্জির কোন ঠিক ঠিকানা নাই- সকালে এই দলকে তো বিকালে ঔ দলকে এবং পরদিন সকালে আবার এই দলকে তিনি দয়া ও দোয়া প্রদান করেন। তাই সকল রাজনৈতিক দল “ভোট বাবা”র ভয়ে তটস্থ এবং দয়া ও দোয়া প্রাপ্তির জন্য সদা সচেষ্ট।
আমাদের জীবনে শুধু বাবা’ই বাবা। জয়তু “ভোট বাবা”
©somewhere in net ltd.