নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা-কালো

একই রকম ভিতর-বাহির . . . . .

ঈমানদার পাপী

কখনো কখনো পাপ করলেও ভন্ডামি কখনোই করিনা তাই আমি ঈমানদার পাপী . . . .

ঈমানদার পাপী › বিস্তারিত পোস্টঃ

শিরিনা অথবা তার অনাগত সন্তানকে হত্যা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

"ভাই, ভাইরে আমি অন্তসত্তা। আমার পেটে ছয় মাসের বাচ্চা আছে। আমাকে বাস থেকে নামতে দাও, আগুন দিলে পরে দিও"-

শিরিনার এমন করুণ আকুতি মন গলাতে পারেনি দুর্বৃত্তদের।



ওকে বহনকারী বাসে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে সীমাহীন পাশবিকতায় মেতে উঠে কতিপয় মানুষরুপী হায়েনা পাষন্ড, হয়তো মাত্র একশ টাকার বিনিময়ে অথবা হীন রাজনীতিকদের স্বার্থ চরিতার্থে।



বাকী সবাই নিরাপদে বাস থেকে নামতে পারলেও শিরিনা পারেনি, পেটে নিস্পাপ একটি ভ্রুন নিয়ে আগুনে পুড়েছে শিরিনা।



"আমি অসুস্থ, আমাকে একটু সাহায্য করেন ভাই, আমাকে আগে নামতে দিন" -

শিরিনার এমন আকুতিতে সাড়া দেয়নি অন্যরা, সবাই নিজের জীবন বাঁচিয়েছে, একটুও ভাবেনি অসহায় একজন মা'র কথা।



এটি কোন হিট চলচিত্রের কাহিনীর একাংশ নয়, গতকাল ঢাকায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য ঘটনা। চিকিৎসক বলেছেন শিরিনা এবং তার পেটের বাচ্চা দুজনের অবস্থাই আশংকাজনক।



ভাবা যায় আমরা আজ কোন কেমন সভ্য সমাজে বাস করছি! মানবতা এখানে বিপন্ন, নিরাপদে মৃত্যুর অধিকার আজ লুন্ঠিত। এভাবে আর কতকাল চলবে!



মাননীয় বিরোধীদলীয় নেত্রী যখন দেশ ও জনগনের কথা বলেন, দোহাই দেন তখন তা নির্মম পরিহাস মনে হয়।



মাননীয় প্রধানমন্ত্রী যখন গণতন্ত্রের কথা বলেন, শিশু রাসেলের নির্মম হত্যার কথা বলে ও মনে করে চোখের পানি ফেলেন তখন তা ভীষণ মেকি আর ছলনা মনে হয়।



আপনাদের সবকিছুতেই শুধু ক্ষমতার রাজনীতি কেন!!



মাননীয় বিরোধীদলীয় নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা কেন বুঝেন না যে হত্যা সবসমই হত্যা, সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হোক অথবা শিশু শেখ রাসেলকে হত্যা করা হোক অথবা শিরিনা বা তার অনাগত সন্তানকে হত্যা করা।



সব হত্যাই নির্মম আর ভয়াবহ, একেকটি হত্যা একেকটি পরিবারের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়। আপনারা কেন বুঝেন না?



আপনারা নাকি মানুষের জন্য রাজনীতি করেন! দেশের জন্য রাজনীতি করেন!! এই তার নমুনা?



ক্ষমতায় যেতে ও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে আপনারা শত শিরিনাদের নিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছেন। শত পরিবারের কোনমতে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছেন। অনাগত একটি ভ্রুণও আপনাদের অপরাজনীতির বলি হতে চলেছে আজ।



বিশ্বাস রাখেন কোন একসময় মনের জ্বালায় কুঁড়েকুঁড়ে মরবেন আপনারা, মনের দংশন বড়ই কষ্টের। আর ইতিহাস!! আপনাদের ক্ষমা করবেনা কখনোই ....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

শোয়াইব আহেমদ বলেছেন: এই বিষয়ে আসল খবর দেখুন এই খানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.