নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদিও আমি রসায়নের ছাত্র। সাহিত্য লিখতে ভালো লাগে তাই লিখি। লেখায় দোষ ভুল দুটোই হয় আমার। আশাকরি সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভুল শুধরে দিয়ে লেখায় উৎসাহিত করবেন।হুমায়ূন স্যার ভক্ত।।

নবম অধ্যায়

খন্ডকালিন একাংশ, আমি ইমু।।

নবম অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

১৭ পৃষ্টার উপন্যাস

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩


আমি সতেরো পৃষ্টার উপন্যাস লিখব
প্রথম পাতা খালি পরে থাকবে,
দ্বিতীয় পাতায় নিরবে পায়চারী।
তৃতীয় পাতাই সূচনা হবে
দেখা যাক শেষের পাতায় হারি নাকি জিতি।
প্রেমের পাতায় লিখব বলেই
একি কলমের কালি শেষ!
হিজিবিজিতেই কেটে গেল চতুর্থ পাতাটার রেশ।
পঞ্চম পাতায় গোলাপের পাপড়ি
ষষ্ঠ পাতায় শিহরণ।
সপ্তম পাতায় সাত সমুদ্দুর
দিয়েছিলাম তোমার জন্য পারি।
অষ্টম পাতায় চোখে চোখে দিন যে হয়ে যায় শেষ
না হয় আজ সূর্যাস্তের পরই ফিরব বাড়ি।
নবম পাতায় হাতে হাত রেখে প্রতিঙ্গা করে
দুজনেই এভাবে সারাজীবন চলতে রাজি।
দশে দশ প্রেম জমে ক্ষীর
এগারতে আবার লুকোচুরি।
বারোতে তুমি ধরা দিলে এসে
তেরোতে ঝরাঝরি
চৌদ্দতে চুমুর রেশ কেটে না উঠতেই
পনেরোতে চির আড়ি।
পনেরো পৃষ্ঠা জুরেই ছিলে একমাত্র সেই তুমি
বাকি পাতাগুলোয় পরে থাকলো শুধু
আমার কান্নার আহাজারি।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

সাাজ্জাাদ বলেছেন: বাহ

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

নবম অধ্যায় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: অসাধারণ!!

অনেক ভাল লাগল।

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

নবম অধ্যায় বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: বেশ কয়েকটা বানানে সমস্যা আছে। এডিট করে ঠিক করে নিন।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২

নবম অধ্যায় বলেছেন: ভাই আমি সাহিত্যের ছাত্র ও না বা সাহিত্যে অত একটা ভালো ও য্ব না তা বলেছি। ভুল গুলো দেখিয়ে দিলে আমার জন্য ভালো হতো, আমি পরবর্তিতে নিজেকে শুধরে নেয়ার জন্য সুবিধা হত।। ধন্যবাদ

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

মিথী_মারজান বলেছেন: দারুন লাগলো আপনার উপন্যাস কবিতা।
খুব সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

নবম অধ্যায় বলেছেন: ধন্যাবাদ মিথী মারজান

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! প্রেমের পুরোটা আখ্যান একেবারে ১৭ পাতার কাব্যোপন্যাসে শেষ !
ভালো লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫

নবম অধ্যায় বলেছেন:

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৯

আরোগ্য বলেছেন: খুব ভাল লাগলো। তবে রাজীব ভাইয়ের মতো আমিও বলবো বানানগুলো শুধরে নিন।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

নবম অধ্যায় বলেছেন: ধন্যবাদ। ভুল গুলো দেখিয়ে দিলে উপক্রিত হবো

৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

আরোগ্য বলেছেন: যেমন- ক্ষির হবে ক্ষীর, বার বারো,তের তেরো লুকুচুরি লুকোচুরি,
আজাহারি আহাজারি হবে।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

নবম অধ্যায় বলেছেন: অনেক ভালোবাসা রইল ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.