![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনোও তো হতে পারে
বহুদিন দেখা হয়েছিলো সামনাসামনি
ব্যাস্ত বাসে পাশের সিটে,
একই ট্রেনের কামরায়।
বহু পথ এক সাথে,
কথা হয়নি কখনোই।
একই পথে রোজ হেটে যাই।
তুমি ফিরে আসো যেই পথে সন্ধ্যায়
আমি রাত নামলে সেই পথে,
খোলা আকাশের নিচে বিষন্ন হয়ে
তোমায় রোজ খুঁজতে যাই।
একই শহরে আছি দুজনই
হয়তো পাশাপাশি বাসা।
কোন এক উঁচু দেয়ালে,
তোমার আমার জানালা আলাদা।
একই উচ্চতার ছাদে,
বিকেলে ডানা মেনে আমরা
ভালোবাসার শূন্যতা গোছাই।
কোন অজানা মেঘ হয়তো আকাশটাকে
আলাদা করে রেখেছে আমাদের থেকে।
দেখো একদিন বৃষ্টি নামবেই
ভিজবো দুজনেই।
সেদিন বৃষ্টির ছোঁয়াতে
ঠিকই বুঝতে পারবে তুমি একা নও
আমি আছি তোমার পাশেই।।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
নবম অধ্যায় বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিক করুন
একই ট্রেনের কামড়ায়(কামরায়)
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
নবম অধ্যায় বলেছেন: ধন্যাবাদ ভাই
৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিছু টাইপো থাকলেও ভালো লাগল।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
নবম অধ্যায় বলেছেন: সম্রাট ভাই টাইপো ব্যাপারটা আমি বুঝি, বুঝিয়ে দিবেন প্লিজ
৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
আলমগীর কাইজার বলেছেন: বেশ ভালো লাগলো।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
নবম অধ্যায় বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: নবম অধ্যায়,
হ্যা... অমন হলেও হতে পারতো।
ভালো হয়েছে কবিতা। ভাবনাটা অন্যরকম।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
নবম অধ্যায় বলেছেন: জি। ধন্যবাদ ভ্রাতা
৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১২
জাহিদ অনিক বলেছেন: হতেও তো পারে এমন কিছু কো-ইন্সিডেন্স, কে বলবে হয়নি !
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
নবম অধ্যায় বলেছেন: হতেও পারতো..
৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: আপনি বেশ ক'দিন পর আপনার লেখা পাচ্ছি। আপনার কবিতা খুব বাল হয় তো তাই খোঁজ রাখি আপনার।
আপনার নিকটি সুন্দর, নবম অধ্যায়।
শুভকামনা রইল।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
নবম অধ্যায় বলেছেন: শুনে ভালো লাগলো। দোয়া রাখবেন যেন, আরো আলো কিছু লেখা আপনাদের দিতে পারি
৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
নবম অধ্যায় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+