নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...............................................................

ইমরুল_কায়েস

মেঘে ঢাকা আকাশ কি অপরূপ, বৃষ্টি ঝরালে ভাল লাগে খুব। আড়ালে-আবডালে, যদি হয় রাতে, চাঁদ মামা ডাকে।

ইমরুল_কায়েস › বিস্তারিত পোস্টঃ

একটি বই, একটি মুভি “দি একসরসিস্ট”

২০ শে মে, ২০১৪ বিকাল ৪:১০







ভৌতিক বা অলৌকিক বিষয় কার না ভাল লাগে। ছোটবেলায় আমরা সবাই নানি-দাদিদের ব্যাতিব্যাস্ত করে রাখতাম একটা গল্প বল না, একটা গল্প বল। নানি-দাদিরাও বোধ হয় গল্প শোনাতে বেশ আনন্দ পেতেন। আমি তাদের অনেক বিরক্ত করেছি বিশেষ করে আমার নানিকে। কারন দাদির চেয়ে নানির গল্পের ঝুলিটা বড় ছিল। শোনা গল্প গুলোর মাঝে ভূতের গল্প গুলোই ছিল সবচেয়ে আকর্ষণীয়। আমিতো আমার নানির কাছ থেকে এক গল্প বহুবার শুনতাম। বারবার শোনার পরও আবার শুনতে ইচ্ছে হত, ছেলেবেলার মন তাই হয়ত। পছন্দের গল্প গুলোর নিজের বানানো শিরোনাম থাকত যেমন দুই মাথা ভূতের গল্প, তেলের পিঠা ভূতের গল্প এরকম। যখন ভালভাবে পড়তে শিখলাম এর ওর কাছ থেকে বই ধার নিয়ে গল্পের বই পড়তাম সেগুলোর বেশিরভাগই ভূতের বা রহস্য গল্প। বই পড়ার প্রচন্ড নেশা আমার ছোটবেলা থেকেই। সময় পেলেই বই নিয়ে বসে পড়তাম এখনও পড়ি, কেউ আবার ভেবে বসবেননা পাঠ্য বই। এখন আধুনিক সময় ইন্টারনেট থেকে ফ্রি পিডিএফ বই ডাউনলোড করে পড়া যায়। যদিও আমার কাছে কাগজের বই সবথেকে প্রিয় কিন্তু সব সময় কিনে পড়া যায়না। পকেটের ব্যাপারটাও দেখতে হয় :-B :-B । হুমায়ুন স্যারের বই আমার খুব ভাল লাগে আমি তার একজন পাগলা ভক্ত। ইন্টারনেট থেকে আমি তার বেশ কিছু বই ডাউনলোড করে পড়েছি তার মধ্যে স্যারের অনুবাদ করা “ দি একসরসিস্ট’’ বইটিও রয়েছে। এটি একটি পিশাচ কাহিনী হলেও ভৌতিক ব্যাপার গুলো বেশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। মূল লেখক “পিটার ব্লেটি”। ভূমিকায় হুমায়ুন স্যার বইটি অনুবাদের পেছনের পটভূমি ব্যাখ্যা করেছেন। আমার কাছে বইটি অসাধারন মনে না হলেও খারাপ নাগেনি।





কেউ চাইলে বইটি এখান থেকে ডাউনলোড করতে পারেন।



ভূতের গল্প বা বই ভাল লাগলেও ভূতের মুভি আমি খুব একটা পছন্দ করিনা। হলিউডের ভূতের মুভি দেখলে বিরক্ত লাগে। তবে একটা মুভি আমি বেশ আগ্রহ নিয়ে দেখেছি সেটি “The Exorcist”। লেখক পিটার ব্লেটি এবং পরিচালনা করেছেন উইলিয়াম ফ্রেইডকিন। মুভিটি আগ্রহ নিয়ে দেখার কারন পাঠ্য ও চাক্ষুস দেখার মিল কতটুকু তা দেখা। মিল কতটুকু আপনারা পড়ে এবং দেখেই মিলিয়ে নিবেন আমি বলে দিব না। যদিও ভয় পাওয়ার মত তেমন কোন বিষয় নেই তবুও আমার কাছে মুভিটি দারুন লেগেছে।





কারো আগ্রহ থাকলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। মুভিটি টরেন্ট দিয়ে ডাউনলোড করতে হবে, মাত্র ৯০৪ মেগাবাইট।





পরিশেষে আমি আমার দাদি ও নানির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি, তারা দুজনেই পরলোকগমন করেছেন। সৃষ্টিকর্তা যেন পরপারে তাদের পরম আনন্দে রাখেন যেমনটি আমরা ছিলাম। পৃথিবীর সকল দাদি ও নানিদের প্রতি স্রদ্ধা যারা রাত জেগে তাদের নাতি নাতনিদের গল্প বলে ঘুম পাড়ান।



বি. দ্র.- ভূতের মুভি গভীর রাতে একা লাইট বন্ধ করে দরজা জানালা খুলে না দেখলে মজা পাবেন না। আর কেমন লাগল জানাবেন দয়া করে। যারা পড়েছেন ও দেখেছেন তাদেরও অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ইসতিয়াক অয়ন বলেছেন: মুভি এবং বই দুইটিই ক্লাসিক !

২১ শে মে, ২০১৪ সকাল ১০:১৮

ইমরুল_কায়েস বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। এরকম মুভি হলে সময়টা ভালই কাটে।

২| ২০ শে মে, ২০১৪ রাত ১০:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভূত !!

২১ শে মে, ২০১৪ সকাল ১০:১৯

ইমরুল_কায়েস বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

৩| ২০ শে মে, ২০১৪ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

ম্যুভিটা ভালো লাগেনি :|

বই হয়তো ভালো লাগতেও পারে ভাবানুবাদ তো..দেখি পড়বো আশা করি ।
ধন্যবাদ শেয়ার করার জন্যে ।।

২১ শে মে, ২০১৪ সকাল ১০:২২

ইমরুল_কায়েস বলেছেন: স্বাগতম। পড়া শেষ হলে কেমন লাগল জানাবেন।

৪| ২১ শে মে, ২০১৪ রাত ২:৪৫

আছিফুর রহমান বলেছেন: লিংক কাজ করছে না :-( :-(

২১ শে মে, ২০১৪ সকাল ১০:২৫

ইমরুল_কায়েস বলেছেন: কাজ করছেতো । আবার চেষ্টা করুন

৫| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:১৯

মুদ্‌দাকির বলেছেন: বই ছবি দুইটারই এক্সপিরিয়েন্স নিতে হবে +++

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩২

ইমরুল_কায়েস বলেছেন: নিয়ে দেখুন ভাল লাগলে জানাবেন। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বইটা নেটে দেখে পড়ার চে্ষ্টা করেছিলাম, ওপেনই হল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.