| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ আজ রক্তিম বর্ণ লালন করছে তার শরীরে । প্রতিক্ষা জাগ্রত এই রক্তিমতার কান্নার লোভে ছুটে আশা তুমিআমি কে উকি দিয়ে দেখতে । লাল আভার কান্না তোমার যে খুব ভাল লাগতো তা কিন্তু ভোলা হয়নি । অজস্র মিথ্যার মাঝে এও এক সত্য । চল ছুয়ে আসি । কিন্তু একটা সত্য হল আমি মেঘ চাই প্রশান্তির জন্যে।
উল্লাসিত আশা করার উপায় থাকলেও ইচ্ছা আমার কাছে নেই । প্রয়োজনে অপ্রাপ্তি বোধগম্য কিন্তু ইচ্ছায় অপ্রাপ্যতা নিশ্চুপ করা আগামীর অনলের বহিঃপ্রকাশ ।

©somewhere in net ltd.