নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইনোসেন্ট ক্রুয়েল

ইনোসেন্ট ক্রুয়েল › বিস্তারিত পোস্টঃ

তুমিআমি কে লিখা প্রথম চিঠি

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

প্রিয় তুমিআমি,
কেমন নেই সেটা বল কারন এটাই তোমার কাজল নষ্ট করার জন্য দায়ী। আমার যে টা সবচেয়ে প্রিয় সেই চারিদিক কালো হয়ে আসা মেঘ যার সদৃশ তোমার ঐ কালো কাজলের চোখ যা দূর থেকেই লক্ষিত বস্তুতে পরিণত হয় আমার। যার দেখা পেলে হাসি বাতাসে ভর করে আসে আর ঠোটের কোণে ঠিকই জায়গা করে নেয় ।তাই সেই কালো রঙ ঠিক রাখার সসীম উপায় নিশ্চয়ই আমার কাছে থাকবে এটাই স্বাভাবিক ।তোমাকে সাদা জামায় অনেক সুন্দর না লাগলেও আমার পছন্দের বিধায় আমার কাছে তো অপরুপ লাগবেই । সাদা না হয়ে যদি নীল হতো তাহলে A PAIR OF BLUE EYES
এর মতো আমরা জোড়া বাধতে পারতাম ।অবশ্য এখনো বাধা যায় A PAIR OF WHITE ICE এর মতো কী বল? নাহ আর লিখবো না যদি পড়ে তুমিও প্রেমে পড়ে যাও তাহলে আবার ডাক্তারের কাছে গিয়ে ফ্র্যাকচার ঠিক করাতে হবে...।হা হা হা ...ভালো থেকো বলবনা কারণ এটা কাওকে বলা লাগেনা । সবাই ভালই থাকতে চায় ।বলবো ভালো রেখো আমিতুমি কে.....।
ইতি
ইচ্ছের আমি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.