![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরুন আমি বিবিএ তে পড়ছি। ঢাবির আইবিএ এর এমবিএ তে এক্সাম দিতে হলে বিবিএ ফাইনাল ইয়ার এক্সাম শেষ করে দেওয়া যাবে, না বিবিএ সার্টিফিকেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে??
অফিসিয়াল জিম্যাট বুক ফর ম্যাথ ও জিআরই বিগবুক বা আইবিএ তে যে বই বেসড প্রশ্ন হয় ঐ বই গুলোর কোন লিঙ্ক/ফাইল দিলে উপকৃত হতাম।
আর কি কি বই পড়তে হবে বা আরও কোন সাজেশান থাকলে দিতে পারেন।
ধন্যবাদ।
**কি ব্যাপার ব্লগের বড় ভাই গুলো গেলো কোথায়। গতকাল ও পোস্ট করেছিলাম কিন্তু রেসপন্স পাচ্ছি না। তারা কি ব্লগিং ছেড়ে দিয়েছেন????**
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫২
ইন্টারনেট জায়ান্ট বলেছেন: প্রথমেই মন্তব্যের জন্যে ধন্যবাদ।
আসলে আমি আইবিএ সহ অন্যান্য ওয়েব সাইট ইতোমধ্যে ভিসিট করে ফেলেছি। ব্লগের একটা আইবিএ সম্পর্কিত পোষ্টে একটু কনফিউসড ছিলাম তাই এই পোস্ট। জিআরই বিগবুক সহ অন্যান্য বইগুলোও কালেক্ট করে ফেলেছি। এর পর ও চাইছিলাম ব্লগের কারো থেকে আরও সাজেশান পাওয়া যায় কি না।
জানার তো আর শেষ নেই!!
দোয়া রাইখেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০১
ভোরের সূর্য বলেছেন: জি আপনাকে বিবিএ পাশ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সেই পরীক্ষার গ্রেড আপনার এমবিএ ভর্তি পরীক্ষায় পয়েন্ট হিসেবে যুক্ত হবে। এর জন্য আইবিএর ওয়েবসাইট ঘাটলেই এই তথ্য পেয়ে যেতেন।
আইবিএ ঢাকা
আপনার আইডি যেহেতু ইন্টারনেট জায়ান্ট তাই ইন্টারনেট বিষয়ে আশা করি ভাল জ্ঞান আছে আপনার
তাই GRE বা GMAT দিয়ে গুগলে সার্চ দিন কিছু না কিছু পেয়ে যাবেন আর তা না হলে বইয়ের দোকান তো আছেই।