![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখে থাকার দুটি মূলমন্ত্র; প্রথমত আত্নসন্তুষ্টি। কি পেলাম না, কি হারালাম এই চিন্তা না করে প্রাপ্তি ও অর্জনের দিকে তাকানো। হতাশা তখনই কালো ছায়া হয়ে হৃদয় বিষিয়ে তোলে যখন আমরা বার বার ব্যর্থতার স্মৃতি রোমন্থন করি।
দ্বিতীয়টা হচ্ছে অন্যের কাছে কোন প্রত্যাশা না রাখা। কোন কিছুর বিনিময়ে অন্যের কাছে থেকে কিছু পাওয়ার প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানটা অন্তের গভীর পীড়া দেয় । পাওয়ার প্রত্যাশা যদি না থাকে বা খুব অল্প পরিমাণে থাকে তবে তার থেকে খানিক বেশি মাত্রায় যদি কিছু পাওয়া যায় তবে সে নির্জলা আনন্দটা ব্যক্ত করার মত নয়। কিছু না পেলেও আফসোস করার আর ইচ্ছা জাগে না
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০
আমির ফ্য়সাল বলেছেন: ধন্যযোগ
২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০
raselabe বলেছেন: কিন্তু যখন দেখবেন আপনার প্রাপ্রটুকুও অন্য কেউ ভোগ করছে তখন কিভাবে শুখে থাকবেন ভাই। তাই মনে আর কত কাল এভাবে ধোকা দিয়ে যাবে। নিজের মনের সাথে প্রতারণা আর কত কাল???
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
আমির ফ্য়সাল বলেছেন: মনকে মোটেও ধোঁকা বা প্রতারণা করছি না, বরং আরও উদার হতে বলেছি। সংকীর্ণতা থেকে যে পর্যন্ত মনটাকে মুক্ত করতে পারা যাবে না ততক্ষণ সুখ বা আত্নতৃপ্তি যাই বলুন, কোনটাই সম্ভব নয়।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২২
ক্থার্ক্থা বলেছেন: ঠিক কইছেন ।