নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমির ফ্য়সাল

আমির ফ্য়সাল › বিস্তারিত পোস্টঃ

সরি নো ক্রিসমাস

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

সকল নবী রাসুলের উপর পূর্ণ ইমান না আনা পর্যন্ত কারো ইমান পরিপূর্ণ হবে না। হজরতে ইসা (আঃ) অন্যতম বিশিষ্ট রাসুল যাকে আল্লাহ কুমারী মা হজরতে মরিয়মের কোলে পাঠিয়েছেন। হজরতে ইসা (আঃ) আল্লাহর কাছ দোয়া করেছিলেন তিন যদি পয়গম্বরের না করে আখেরি নবীর উম্মত করে পাঠালে বেশি ভাগ্যবান মনে করতেন। আল্লাহ সব নবীর দোয়া কবুল করেন।
তাকে যখন একদল খুনি হত্যা করার জন্য ঘিরে ধরল আল্লাহ তাকে তাকে চতুর্থ আসমানে তুলে নেন। তিনি কিয়ামতের পূর্বে আবার আগমন করবেন হজরত মোহাম্মদের উম্মত হিসেবে। তিনি দাজ্জালকে সিরিয়ার এক অঞ্চল থেকে হত্যা করবেন তারপর জনসম্মুখে আসবেন এবং স্বজাতির ভুল ভাঙ্গাবেন। তিনি স্বাভাবিক মৃত্যবরন করবেন।
মেরি ক্রিসমাস উদযাপন করাটা ইমানের কতটা পরিপন্থী তা নিজেই বিচার করুন, যেহেতু এটা নিজের ধর্মের একজন নবীর জন্মদিন। পিতাকে ছোট ভাইবোনের বাবা বলে সম্বোধন না করে সবাই বাবা বলেই ডাকে।
আসসালাতু আসসালামুয়ালাকা ইয়া রাসুলিল্লাহ
আসসালাতু আসসালামুআলাইকা ইয়া ইসা মাসিউল্লাহ

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:

চিন্তার বিষয়

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

আমির ফ্য়সাল বলেছেন: গড্ডালিকায় গাঁ ভাসিয়ে দেয় সবাই। একটু চিন্তা তো অবশ্যই করা দরকার

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

অসম্ভব আলো বলেছেন: মোহাম্মদই ঈশ্বর। সকল মুসলমান তার পুজারী।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:

"আমির ফ্য়সাল বলেছেন: গড্ডালিকায় গাঁ ভাসিয়ে দেয় সবাই। "

-আপনি গড্ডালিকায় নেই?

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

কবি এবং হিমু বলেছেন: অসম্ভব আলো @আমি জানি না আপনি মুসলমান কিনা।মুসলিমরা কেবল এক আল্লাহর কাছে মাথা নত করে আর কারো পূজা ও করে না এক আল্লাহ ছাড়া।আমরা নবী করিম (সাঃ) সম্মান করি।কারন মহান আল্লাহ আদেশ দিয়েছেন তার বন্ধুকে সম্মান করার জন্য।আর তাই কোন কিছু না জেনে মন্তব্য করা থেকে বিরত থাকাটাই ভাল।কারন আপনার একটা ফাউল মার্কা মন্তব্য কোটি মুসলমানকে কষ্ট দিতে পারে।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

ডি এইচ রিমেল বলেছেন: কবি এবং হিমু সাহেব, আপনি আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করেন না কিন্তু নামাজে দাঁড়ালে অন্যের পাছাড় পিছনে ও পায়ের নিচে মাথা নত করেন। সেখানে আল্লাহ পান কোথায়?

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

ডি এইচ রিমেল বলেছেন: আর আপনাদের কবে এতটুকু বুদ্ধি আসবে যে, দেহধারী মানুষকে কখনো উপরে তুলে নেয়া হয়না। উপরে নিতে হলে দেহকে লাশ বানিয়ে আর ভিতরে আত্মাটা কে নিতে হয়, যা সবার সাথে ঘটে। আর ঈসা নবী কে ক্রসবিদ্ধ করে আহত করা হয়েছিল কিন্তু মেরে ফেলা হয়নি। উনাকে মেরে ফেলার আগেই, মাতা মেরী উনাকে রাতের অন্ধকারে অনেক পথ পাড়ি দিয়ে স্রষ্টার ইশারায় পাকিস্তানের কাশ্মীর এ নিয়ে আসেন। @ আমির ফ্য়সাল

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬

আমির ফ্য়সাল বলেছেন: @ডি এইচ রিমেল প্রথমত নামাজ কিভাবে পরতে হবে এ নিয়ে আপনার ফতোয়ার কোন প্রয়োজন নেই, আপনি নিশ্চয়ই কোন পীর আউলিয়া না। আপনি নামাজ পরতে না চাইলে না পরেন অন্যের অনুভূতিতে আঘাত দিবেন না। দ্বিতীয়ত আপনি নিজেই কি ব্যাপক বুদ্ধির পরিচয় দিলেন তা নিউটন দেখলেও হার্টফেল করত। দেহকে উপরে নিতে হলে দেহকে লাশ বানিয়ে আর ভিতরে আত্মাটা কে নিতে হয়, তা আপনার আত্না কতবার উপরে নেয়া হয়েছিল? এই বিষয়টা পুরোটাই স্পিরিচুয়াল, বিশ্বাসের ব্যাপার। আর কাশ্মীরের ঘটনা আপনার বানানো কিনা সেটাও ঠিক বোঝা যাচ্ছে না।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

আমির ফ্য়সাল বলেছেন: @চাঁদগাজী গডডালিকায় থাকায় দোষের নয়, বিচার বিবেচনা না করে সেই স্রোতে গাঁ ভাসানোটা দোষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.