![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞানী আইনস্টাইন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন । হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন করল-
"স্যার, আপনি কি জানেন ১ মাইলে কত কিলোমিটার ?"
আইনস্টাইন বললেন - " না, আমি জানি না ।"
সাংবাদিকটি সবিষ্ময়ে বললো - "সেকি ! আপনি এত বড় বিজ্ঞানী অথচ এটাও জানেন না??"
উত্তরে আইনস্টাইন বললেন - "যে তথ্য রেফারেন্স বই ঘেটে দুই মিনিটের মধ্যে বের করা যায় সেই তথ্য মস্তিষ্কে জমা রাখতে যাব কেন ? আমি মস্তিষ্ক ব্যবহার করি চিন্তাভাবনার জন্য, অর্থহীন জ্ঞানের গুদাম হিসেবে নয়"।
এবার আমাদের দেশের অবস্থাটা ভাবুন। সোমালিয়া মুদ্রার নাম কি কিংবা কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় এইসব মুখস্থ করে করে আমরা চাকরী লাভের জন্য নিজেদের যোগ্য করে তুলি । কিন্তু একটু ভাবুন তো, চাকরী ক্ষেত্রে সত্যিই কি সোমালিয়ার মুদ্রার নাম কোন গুরুত্ব বহন করে ?
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮
পিচ্চি হুজুর বলেছেন: চাকরীর আব্বু আম্মু, বাংলাদেশের আন্ডারগ্র্যাড এ ফর্মূলা মুখস্ত রাখার নামে যেই পরিমাণ টর্চার চলে ওইটা আগে বন্ধ হওয়া দরকার। আরে বাল ফর্মূলা মুখস্ত করতেই দিনের অর্ধেক সময় জায়গা বাল পড়ুম কখন। সবাই ত আর আইন্সটাইন হইয়া জন্মায় না। খালি ফর্মূলা মনে রাখতে পারিনা দেইখা আমি হিট ট্রান্সফার ২ তে ডি পাইছিলাম।