নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

মেজর জিয়াকে লেখা চিঠি নিয়ে সৃষ্ট নতুন ঝড়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

ব্লগে এসে আজ মেজর জিয়াকে কর্ণেল বেগের লেখা চিঠি নিয়ে ভালোই যুদ্ধ দেখতে পেলাম। ভালো, আমাদের রাজনীতিবিদ এবং তাদের একনিষ্ঠ ভক্তদের যুক্তি-তর্ক বড়ই মনোমুগ্দ্ধকর। তাহলে চলুন দেখে ফেলি চিঠি টাতে কি লেখা আছে।



Major Zia Ur Rahman, Pak Army, Dacca



We all happy with your job. We must say good job! You will get new job soon.



DonÕt worrie about your family. Your wife and kids are fine.



You have to be more carefull about major Jalil.



Col. Baig Pak Army



May 29. 1971



Reference



কি জানি ভাই, সত্য কি মিথ্যা। তবে এই কর্ণেল বেগ বড়ই দুর্বল মানের অফিসার। কনিষ্ঠ অফিসার কে চিঠি লেখার সময় ভদ্রলোক কে আরো সচেতন হওয়া উচিৎ ছিলো।



পাকিস্তান আর বাংলাদেশ সেনাবাহিনী লেখালেখির সময় প্রায় একই Staff Duties Manual ব্যবহার করে এবং ব্যবহৃত abbreviation গুলোও প্রায় এক।



বেগ সাহেব মেজর জিয়াকে Major Zia Ur Rahman না লিখে Maj Zia/ Dear Maj Zia লিখলে ভালো করতেন। We all happy with your job না লিখে We all are happy with your job লিখলে grammatical mistake এড়াতে পারতেন। carefull বানানটা careful লেখা উচিৎ ছিলো।



ডিজুস পোলাপানের মত DonÕt না লিখে Do not/Don't লিখতে পারতেন। আর worrie না লিখে worry লিখলে বানানটা আবারো ভুল হত না।



সবার শেষে উনি Col. Baig Pak Army লিখলেন। মেজর জিয়ার পদবী আর নামের পরে Pak Army লেখার আগে উনি একটি কমা ব্যবহার করেছেন কিন্তু নিজের পদবী আর নামের শেষে তা কেন করলেন না তা বড়ই দুশ্চিন্তার বিষয়। আবার মেজর জিয়ার পদবী De-abbreviated form এ লিখলেও নিজের পদবী Colonel না লিখে Abbreviated form এ লিখলেন। আবার Abbreviated Form এ লেখার সময় পদবীর পর full stop দিয়েছেন। Staff Duties Manual অনুযায়ী পদবীর পর full stop ব্যবহার করা যায় না এটা বেগ সাহেবের মত সিনিয়র অফিসারের মনে রাখা উচিৎ ছিলো।



বেগ সাহেবের আরো মনে রাখা উচিৎ ছিলো Staff Duties Manual অনুযায়ী তারিখ May 29. 1971 না লিখে 29 May 1971 লেখাটাই সিদ্ধ।



Staff Duties Manual এ এত দুর্বল অফিসার কিভাবে কর্ণেল পদবীতে পদোন্নতি পেলেন তা বড়ই চিন্তার বিষয়। এই জন্যই তো পাকি সেনাবাহিনীর এই অবস্থা।



আজীবন পড়ে এসেছি জিয়া সাহেব ২৫ মার্চ চট্টগ্রাম থেকে শুরু করে পরে সিলেট, জামালপুর/শেরপুর এলাকায় যুদ্ধ করেছেন। মাঝখানে ২৯শে মে তে ঢকায় কখন এলেন কিছুই বুঝতে পারলাম না। মার্চ থেকে ১৬ই ডিসেম্বরের মধ্যে ঢাকায় আসার তথ্য আজ প্রথম জানলাম। কি জানি কি হলো। আমি তো যুদ্ধের ১০ বছর পরে জন্ম নিয়েছি। তাই সত্য মিথ্যা কিছুই বুঝতে পারছি না।



সবার শেষে আমার কথা। আমার লেখা আপনাদের কাউকে দুঃখ দিলে বা কাউকে অতি আনন্দিত করলেও আমাকে আপনাদের দলের বা দলের বিপক্ষের মনে করবেন না।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

জাতির বিবেক বলেছেন: We all happy with your job. We must say good job! You will get new job soon.[/si

আমার বাসার কাজের মাইয়া ও এর থেকে ভালো ইংলিশ লিখে!..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

ইসপাত কঠিন বলেছেন: যান। আজ থেকে আপনার বাসার কাজের মেয়ে পাক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

জোহার হুল বলেছেন: Matari go ki sorom ase?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

অজানাবন্ধু বলেছেন: কি যে সত্যি আর কি যে মিথ্যা ?

বঙ্গবন্ধুর নামে এমন একটা কিছু বের হলে........

আর কয়েক বছর পর দেখা যাবে গোলাম আযম আমাদের জাতীয় বীর ছিলেন!!!!

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

মেমননীয় বলেছেন: স্বাধীনতা পরবর্তী সরকার কি ভোদাই না ছিল,
এই বেটারে আবার বীরউত্তম খেতাব দিছিল।
ভোদাইয়ে দেশটা ভইরা গেল (সেই ৭১ থেকে)!

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

টুনির জামাই বলেছেন: বাল সরকার আর কতো যে সার্কাস দেখাবে খোদা মালুম =p~ =p~

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ভবঘুরে তানিম বলেছেন: টুনির জামাই বলেছেন:.........। =p~ =p~ =p~ =p~

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ইসপাত কঠিন বলেছেন: আমি কিন্তু কোন দলের ভুল ধরে ব্লগটি লিখিনি। আমি শুধু বেগ সাহেবের ভুল ধরেছি B-) B-) B-)

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

ইমুব্লগ বলেছেন: এই চিঠি হইল- আওয়ামী গোয়েবলসদের জাউড়ামী।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

আল ইফরান বলেছেন: মাইরালা আমারে মাইরালা B-) B-) B-)
এই জন্যইতো পাইক্যা আর্মির এই অবস্থা :P :P B-)) B-)) :-B :-B

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

ইসপাত কঠিন বলেছেন: সহমত রে ভাই সহমত

১০| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:১৪

মাহমুদুর রাহমান বলেছেন: জাতির বিবেক বলেছেন: আমার বাসার কাজের মাইয়া ও এর থেকে ভালো ইংলিশ লিখে!.. B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.