নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধি দেন। কি উপায়?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

এক পার্টি বলে অমুক হলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে।



এক পার্টি বলে অমুক হলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে।



এক পার্টি বলে অমুক হলে বাংলাদেশ ভারতের অংগরাজ্য হয়ে যাবে।



আমি বোকাসোকা মানুষ। আমার একটি বাংলাদেশী পাসপোর্ট রয়েছে। আমার ঠাঁই কোথায় হবে?

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আসুন আমরা 'মানুষ' হই। মানুষ বাদে কোনো সাম্প্রদায়িক পরিচয় দরকার আছে কি?? মানুষ বাদে যারা সাম্প্রদায়িক পরিচয়ে বেঁচে থাকে তারা মানুষই নয়। আসুন আমরা মানুষ হই।
Click This Link

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

সোহেলভাই বলেছেন: কাচি অথবা বৈঠার তলে। সত্যি কথা।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

ইসপাত কঠিন বলেছেন: এরকম সত্যি কথা অনেক দিন শুনি নাই

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: গণতন্ত্র অনুযায়ী বেশির ভাগ লোক যেটা চাইবে সেটা হওয়াই ভাল. আমরা বেশিরভাগ যদি বাংলাদেশি না হয়ে ইন্ডিয়া-পাকিস্তান-আফগানিস্তানি হতে চাই, গণতন্ত্র বাঁচাতে হয়ে যাব!

কষ্টে আছি

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

ইসপাত কঠিন বলেছেন: মাশা-আল্লাহ। দেশের চেয়ে ভুল গনতন্ত্র বড়।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: টার্মিনাল মুভিটা দেখেছেন?

মনে পড়ে গেলো। লোকটা নিজ দেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়েছিল কিন্তু বিমানে থাকতে থাকতেই তার দেশের পাসপোর্ট ইনভ্যালিড হয়ে যায়............

কাহিনীটা মনে হয় এরকমই, তাই না?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

ইসপাত কঠিন বলেছেন: ক্র‌্যাকোজিয়ার অধিবাসী ভিক্টর নভোস্কি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এসে দেখে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ায় যুক্তরাষ্ট্রে তার পাসপোর্ট ইনভ্যালিড, বা অগ্রহনযোগ্য হয়ে পড়েছে। কিন্তু সাধারন মানুষরা তো নিজ দেশেই ইনভ্যালিড হয়ে যাওয়ার দশায় পড়েছে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

ফারজানা শিরিন বলেছেন: আপনি মানুষ ??? ও_ও

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬

ইসপাত কঠিন বলেছেন: মন্তব্যের অর্থ বুঝলাম না। মাথার উপর দিয়ে গেলো।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২

ফারজানা শিরিন বলেছেন: নিজেকে এখন মানুষ মনে হয়না । কারণ মানুষ হলে এই প্পরিবেশ হজম করতে পারতাম ???

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

ইসপাত কঠিন বলেছেন: ওহ, দুঃখিত। অনুভূতিটা একেবারে ভুল নয়

৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৪

বাউন্ডুলের গল্প বলেছেন: ভাই আপনার তো তাও পাসপোর্ট আসে আমার তো তাও নাই। একবার ছিনতাইকারী নিয়ে গেল। আর করা হলো না। আপনার পাসপোর্ট এ নিশ্চই বিদেশী সীল ও আছে। আমি ভাই ফ্যাকাসে মানুষ। সাদামাটাও নাই আর।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

ইসপাত কঠিন বলেছেন: তা ভাই সীল আছে। মহাশক্তিধর দেশটার সীলও আছে। এখনো ৩ বছর মেয়াদ আছে। যদিও পাসপোর্টের মেয়াদ শেষ হবার পথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.