![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবাদ সংগ্রহ আপনাদের কাজ। আপনারা সংবাদের জন্য যে কোন জায়গায় যাবেন। এটাই স্বাভাবিক। তবে কিছু বিষয় দয়া করে মনে রাখুন। এসব বিষয়ে আপনারা এ পর্যন্ত যথেষ্ট অসচেতনতার পরিচয় দিয়েছেন।
যখন কোন দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান, সবসময় মনে রাখবেন এবং চেষ্টা করবেন যাতে আপনাদের সংবাদ সংগ্রহ যাতে উদ্ধারকর্মীদের কাজে বিঘ্ন না ঘটায়। আমার আজো মনে পড়ে আমি উদ্ধারকারী দলের ১ম ব্যাক্তি হিসেবে বহাদ্দারহাট ফ্লাইওভার এলাকায় যাচাই করি এখানে কি কি উদ্ধারকারী যান ও সরন্জাম ঢুকবে। তারপর পেছনে এসে ট্রাফিক সার্কিট স্থাপন করে সেগুলোকে ঘটনাস্থলে ঢুকানোর ব্যাবস্থা করতে পারছিলাম না কারন আপনারা আমার ইন্টারভিউ চাচ্ছিলেন। ঐ সময় ইন্টারভিউ এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল উদ্ধার কাজ শুরু করা। এর ফলে উদ্ধারকাজ শুরু হতে অন্তত: ২ মিনিট দেরী হয় যেখানে every second counts.
দুর্ঘটনাস্থলে সাথে সাথেই কি কারনে দুর্ঘটনা হয়েছে তা জানার চেষ্টা করবেন না। ঐ মুহুর্তে আসলে সত্যি কারন জানা যায় না এবং ঐ মুহুর্তে দুর্ঘটনার কারন নির্নয়ের চাইতে উদ্ধারকাজ শুরু করা গুরুত্বপূর্ণ।
দুর্ঘটনাস্থলে ভিভিআইপি আসলে তার বক্তব্য নিতে পাগল হবেন না। কারন ঐ জায়গা টায় উদ্ধারকাজ চালাতে সমস্যা হয়।
দুর্ঘটনাস্থলে এমন জায়গায় দাড়াবেন না যেখানে এ্যাম্বুলেন্স ও অন্যান্য উদ্ধারকারী যানবাহনের চলাচল বিঘ্নিত হয়।
অযাচিত প্রশ্ন করবেন না। মনে আছে আপনারা পিলখানা থেকে মুক্তিপ্রাপ্ত নারীদের কি ধরনের প্রশ্ন করেছিলেন? এটা কি ধরনের সাংবাদিকতা? কোথায় শেখানো হয়েছে?
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮
বাউন্ডুলের গল্প বলেছেন: সহমত। খুবই সত্য বলেছেন ভাই। এক লেডিকে তো দেখলাম গর্তের মধ্যে ঢুকছে মাইক্রোফোন নিয়ে। এদের জ্ঞান কান্ড হবে না। শিখবেও না কিছু। ওরা উদ্ধারকর্মীদের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
পাইলট ভয়েচ বলেছেন: এদের নিয়ে বলছেন এই জন্য ধন্যবাদ!!!
আমি বল্লাম না!!