নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষনীয় গল্প (সংগৃহীত)

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৬

এক গ্রামে অনেক বানর ছিল। একবার এক লোক ঘোষনা দিল, সে বানর কিনতে চায় এবং একটি বানর এর জন্য ১০ টাকা করে দিতে রাজী। গ্রাম বাসীরাও দেখল চারিদিকে অনেক বানর আছে, সুতরাং অফার টা খারাপ না। তারা জঙ্গলে ঢুকে বানর ধরা শুরু করল......

লোকটি গ্রাম বাসীর কাছ থেকে ১০ টাকা মুল্যে ১০০০ বানর কিনল।

এরপর সে আবার ঘোষনা দিল, এখন প্রত্যেকটি বানর এর জন্য ২০ টাকা করে দেয়া হবে।

গ্রামের লোকজন এই ঘোষনা শুনে পুনরায় বানর ধরার জন্য বেরিয়ে পরলো। খুব শিজ্ঞিরি এলাকায় বানরের সংখ্যা কমে আসলো। মানুষজন ও যার যার বাসায় ফিরে যেতে লাগলো।

লোকটি এবার বানরের দাম ২৫ টাকা করে দিতে লাগলো।

বানরের সংখ্যা এবার এতই কমে গেল যে এলাকায় বানরের দেখা পাওয়াই কষ্টকর হয়ে গেল। এবার লোকটি তার অফার বারিয়ে ৫০ টাকা করে দিলো।

এই অফার দিয়ে লোকটি তার ব্যবসার কাজে শহরে গেল।

তার সহকারী কে তার অনুপস্থিতি তে বানর কেনার কাজ দিয়ে গেল। এবার তার সহকারী গ্রামবাসী কে বানর ভর্তী বিশাল খাচা দেখিয়ে বললো, গ্রামে জংগলে যেহেতু আর কোনো বানর নেই, আমার কাছ থেকে তোমরা ৩৫ টাকা করে একটি বানর কিনতে পারো। স্যার শহর থেকে ফিরে আসলে তোমরা ৫০ টাকা দিয়ে বিক্রী করতে পারবে। গ্রামবাসীরা লোভনীয় এই অফার লুফে নিলো। সবাই টাকা পয়সা তুলে তারা সব গুলো বানর কিনে ফেললো।





এরপর দিন সেই সহকারী ও হাওয়া হয়ে গেলো।

আর কোনদিন সেই গ্রামে ঐ দুজন কে দেখা যায়নি।



Moral of the story : Welcome to the Stock Market !!

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

খেয়া ঘাট বলেছেন: এটা অনেক আগে একবার পড়েছিলাম । বেশ ইন্টারেস্টিং।

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

ইসপাত কঠিন বলেছেন: হুম। আমি কাল এই গল্পটা পড়েছি। মজা লেগেছে তাই শেয়ার করলাম।

২| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৬

রবিউল ফকির বলেছেন: আপনি কি শেয়ার বাজারে বিনিয়ো করছেন নাকি। ভাই এই গল্পটা এই সরকারের আমলে তাদের যোগসাজসে গোটা কয়েক জন শেয়ারবাজার বিশেষজ্ঞ (যাদেরকে আমরা দরবেশ বলে জানি) মিলে আপনার গল্পের মতো সমস্ত বানর কিনে শেষে সেই বানরগুলি সবার হাতে ধরিয়ে দিয়ে উদায় হয়েগেছে। শুধু পার্থক্য আপনার গল্পের বানরের মালিক উদাও হয়ে গেছে। শেয়ার বাজার লোটেরা গায়েহাওয়া লাগিয়ে যার যার ব্যবসায় মগ্ন হয়ে আছেন ভাবখানা এমন যে, তারা কিছু্ই জানেন না।

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

ইসপাত কঠিন বলেছেন: বিনিয়োগ??? ভাত খাওয়ার টাকা নিয়ে টানাটানি বিনিয়োগের টাকা কোথায় পাবো?

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

ফয়সল নোই বলেছেন: সুন্দর গল্প। পড়ে সচেতন হয়ে গেলাম ।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.