নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

মিশর, সিরিয়া, অতঃপর জর্ডান: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল- দ্যা গেম ইজ অন

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩







প্রথমেই মানচিত্রটি ভালো করে পর্যবেক্ষন করুন। ইসরায়েলের ৩ দিক ঘিরে রেখেছে মিশর, জর্ডান ও সিরিয়া। ইসরায়েলের অস্তিত্ব এবং স্থায়ী নিরাপত্তার জন্য দুর্বল মিশর, দুর্বল জর্ডান ও দুর্বল সিরিয়ার চেয়ে বিকল্প 'ভালো' আর কোন পথ আছে কি? মিশর ও সিরিয়া তো আভ্যন্তরীণ কোন্দল ও গৃহযুদ্ধে বিপর্যস্ত। বিশ্লেষন হয়ত জর্ডানকেই পরবর্তী লক্ষ্যবস্তূ হিসেবেই নির্দেশ করে। ইসরায়েলের সাথে যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তেমন কোন সামর্থ ফিলিস্তিনের নেই। লেবানন এখন মিশ্র রাষ্ট্র এবং সিরিয়ার প্রভাবমুক্ত। অবশেষে বলা যায়, ইসরায়েলের স্থায়ীত্ব ও নিরাপত্তা রক্ষার আন্তর্জাতিক খেলা শুরু হয়েছে।



অনন্ত জলিল মার্কা নাম দিলে 'খেলা- দ্যা গেম' ইজ অন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬

এস এইচ খান বলেছেন: খেলাতো বহু পুরনো! শেষ গোল দিব আর কি! সে হিসেবে অনন্ত জলিলের ভাষায়: গেম ইজ প্রায় ওভার :(

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

ইসপাত কঠিন বলেছেন: এস এইচ খান বলেছেন: খেলাতো বহু পুরনো! শেষ গোল দিব আর কি! সে হিসেবে অনন্ত জলিলের ভাষায়: গেম ইজ প্রায় ওভার :(

২| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১

শাহরিয়ার খান রোজেন বলেছেন: সিরিয়াতে আগ্রাসন চালালে জর্ডান এমনিতে ভয়ে আর ইসরায়েলে বিরুদ্ধে যাবেনা।

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

নিজাম বলেছেন: ঠিক বলেছেন। আমাদের কী কিছুই করার নেই?

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

আল-মুনতাজার বলেছেন: ভাই,আসসালামু আলাইকুম।ছোট্ট অথচ সুন্দর লেখার জন্য আপনি ধন্যবাদ পাবার যোগ্য।কিন্তু আমি এই বিষয়ে একমত নই যে-
"ইসরায়েলের সাথে যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তেমন কোন সামর্থ ফিলিস্তিনের নেই। লেবানন এখন মিশ্র রাষ্ট্র এবং সিরিয়ার প্রভাবমুক্ত"।আপনি জানেন যে,২০০৭ সালে ৩৩ দিনের যুদ্বে ইস্রাইল স্ররবাত্নক পরাজয় বরন করে যুদ্ব বিরতিতে স্বাক্ষর করে এবং ইস্রাইলের যুদ্ব মন্ত্রী পদত্যাগ করে।আর গত কয়েক মাস আগে ৮ দিনের যুদ্বে ফিলিস্তিনের নিকট পরাজয় বরন করে ইস্রাইল এবং যুদ্ব বিরতিতে স্বাক্ষর করে।এর পিছনে কোন দেশ সিরিয়া ও ফিলিস্তিনকে অস্ত্র ও তথ্য দিয়ে সাহায্য করেছে বলতে পারেন?হ্যা ,আমি বর্তমান বিশ্বের একমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের কথা বলছি।১৯৫২ সাল থেকে ইস্ত্রাইল পরিকল্পনা নিয়েছিল বৃহত্তর ইস্ত্রাইলের এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে।তবে ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপল্বের কারনে ইস্ত্রাইল তার অস্তিত্ব নিয়ে সর্বাত্নক সমস্যায় পড়ছে।ইরানের সাবেক প্রেসিডেন্ট দ: আহমদিনেজাদের সুষ্পষ্ট ঘোষনা,ইস্ত্রাইল নামে বিশ্বে কোন রাষ্ট্র থাকবে না।

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যা ,আমি বর্তমান বিশ্বের একমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের কথা বলছি।১৯৫২ সাল থেকে ইস্ত্রাইল পরিকল্পনা নিয়েছিল বৃহত্তর ইস্ত্রাইলের এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে।তবে ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপল্বের কারনে ইস্ত্রাইল তার অস্তিত্ব নিয়ে সর্বাত্নক সমস্যায় পড়ছে।ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমদিনেজাদের সুষ্পষ্ট ঘোষনা,ইস্ত্রাইল নামে বিশ্বে কোন রাষ্ট্র থাকবে না।......

++

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: 'খেলা- দ্যা গেম' ইজ অন।










কিন্তু বুঝলো না কেউ?

৭| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:১৮

আমার আমিত্ব বলেছেন: বিশ্লেষন হয়ত জর্ডানকেই পরবর্তী লক্ষ্যবস্তূ হিসেবেই নির্দেশ করে।


বিশ্লেষন সঠিক বলে মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.