নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

রামেক এ সাংবাদিকদের উপর চিকিৎসকদের হামলা । উভয় পক্ষের কাছে আমার প্রশ্ন

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০২

চিকিৎসকদের নিকট প্রশ্ন: আপনারা যে লেখাপড়া করে চিকিৎসক হয়েছেন এতে আপনার পেছনে কত ব্যায় হয়েছে এবং এই ব্যায়ের কতটুকু আপনি নির্বাহ করেছেন এবং আপনার পেছনে করা খরচের বাকি অংশ কোথা থেকে এসেছে এবং সেটা কার টাকা? সেই টাকা যদি জনগণের করের টাকা হয় তাহলে যে মানুষগুলোর কষ্ট করে আয় করা টাকার অংশ আপনার পেছনে ব্যায় করা হয়েছে সে কেনই বা আপনার চিকিৎসার মান নিয়ে ক্ষিপ্ত হবেন আর সে যদি ক্ষিপ্ত হয় তাহলে কেনই বা আপনি তার গায়ে হাত তুলবেন বা তার সাথে অসৌজন্যমূলক আচরন করবেন? আর সাংবাদিকরা এর খবর নিতে গেলে এবিষয়ে আপনার যুক্তি তুলে না ধরে তাদেরকেই বা কেন মারধোর করবেন? জনগণ তাদের কষ্টের ট্যাক্সের টাকা কি আপনাদের মাস্তানী করার জন্য দেয়?



মার খাওয়া সাংবাদিকদের কাছে প্রশ্ন: আপনার অনূভূতি কেমন? (ঠিক যেমনটি আপনার প্রশ্ন করেন রানা প্লাজার ধ্বংসস্তুপের নীচে আটকা পড়া মানুষটিকে বা পিলখানার বিভীষিকা থেকে সদ্যমুক্ত সদ্যবিধবা মানুষটিকে।)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২০

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

২| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা কি জংগল আইনে চালিত হচ্ছি!!!!!!!!!!!!!!!!


কারো কোন দায়বোধ নেই!
না সমাজের কাছে
না আইনের কাছে
না বিবেকের কাছে!!!!!!!!!!!!!!!!!!!!!!

সাংবাদিক নিয়ে রসিকতা নির্মম হলেও মজারু;)

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ইসপাত কঠিন বলেছেন: মজারু ;)

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ইসপাত কঠিন বলেছেন: মজারু হলেও অনেক ক্ষোভ থেকেই কথাটা বলেছি।

৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

হেডস্যার বলেছেন:
বারডেমে মাইর খাইছে, ফলাফল কর্মবিরতি
রামেক মাইর দিছে এবং মামলা খাইছে, ফলাফল কর্মবিরতি।

নিমক হারামের বাচ্চারা আবার উচা গলায় বলেঃ আপনে কয় টাকা ট্যাক্স দেন যে এত কথা বলেন?

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ইসপাত কঠিন বলেছেন: কথা ঠিক বলেছেন।

আমি হয়ত ঐ 'নিমকহারাম' এর চাইতে কম ট্যাক্স দেই কিন্তু আমার যত টাকা ট্যাক্স দেওয়ার কথা তার চাইতে এক পয়সাও কম দেইনা এবং ঐ টাকা দিতে গিয়ে আমার ২/৩ মাস টানাটানির মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু কয়েকবছর আগে একটি পত্রিকায় প্রতিবেদন লেখা হয়েছিলো চিকিৎসকরা কি পরিমানে ট্যাক্স ফাঁকি দেয় তার উপরে।

৪| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মেমননীয় বলেছেন: দেশে শুরু হইল কি?
সাংবাদিকদের মার দিয়েই যাচ্ছে।
সাংবাদিক ভাইদের কি হাত নাই, তারা মারেনা কেন?

যাই হোক, অনুভূতি কেমন ভাইয়েরা?

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

ইসপাত কঠিন বলেছেন: যাই হোক, অনুভূতি কেমন ভাইয়েরা?

৫| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মদন বলেছেন: প্রথমে রোগীর লোক ডাক্তারকে মারে, এরপরে বাকি কাহিনী...

কেউই কম না।

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ইসপাত কঠিন বলেছেন: সবার অনূভূতি কি?

৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১০

দুরন্ত পথিক০৫ বলেছেন: জনগনের করের টাকায় খালি ডাক্তাররাই পড়ে!!!!!!
পাবলিক ভার্সিটি কি শুধু মেডিকেল কলেজ???
অন্যান্য পাবলিক ভার্সিটির ছাত্র-ছাত্রীরা কার টাকায় পড়ে আপনি একটু জানাবেন। :-P

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

ইসপাত কঠিন বলেছেন: জনগণের ট্যাক্সের টাকায় বুয়েটসহ সকল পাবলিক ভার্সিটির ছাত্ররা পড়ে, পুলিশ, সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ, ওয়াসা, ফায়ার সার্ভিস, সরকারী কর্মকর্তারা চলে। জনগনের ট্যাক্সের টাকায় সরকার চলে, বিভিন্ন উন্নয়ন সাধিত হয়। এখন বলেন এদের কারা ধর্মঘট করে মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করে?

৭| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১১

দুরন্ত পথিক০৫ বলেছেন: জনগনের করের টাকায় খালি ডাক্তাররাই পড়ে!!!!!!
পাবলিক ভার্সিটি কি শুধু মেডিকেল কলেজ???
অন্যান্য পাবলিক ভার্সিটির ছাত্র-ছাত্রীরা কার টাকায় পড়ে আপনি একটু জানাবেন। :-P

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

ইসপাত কঠিন বলেছেন: জনগণের ট্যাক্সের টাকায় বুয়েটসহ সকল পাবলিক ভার্সিটির ছাত্ররা পড়ে, পুলিশ, সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ, ওয়াসা, ফায়ার সার্ভিস, সরকারী কর্মকর্তারা চলে। জনগনের ট্যাক্সের টাকায় সরকার চলে, বিভিন্ন উন্নয়ন সাধিত হয়। এখন বলেন এদের কারা ধর্মঘট করে মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করে?

৮| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: আপনার পেছনে করা খরচের বাকি অংশ কোথা থেকে এসেছে এবং সেটা কার টাকা? সেই টাকা যদি জনগণের করের টাকা হয় তাহলে যে মানুষগুলোর কষ্ট করে আয় করা টাকার অংশ আপনার পেছনে ব্যায় করা হয়েছে সে কেনই বা আপনার চিকিৎসার মান নিয়ে ক্ষিপ্ত হবেন আর সে যদি ক্ষিপ্ত হয় তাহলে কেনই বা আপনি তার গায়ে হাত তুলবেন বা তার সাথে অসৌজন্যমূলক আচরন করবেন? আপনিইতো সব বলে দিলেন। আমাদের সবার কথাই এটা।। আরেকটা কথা সমাজের সুউচ্চ আসনে আসীন ডাক্তারদের কাছে অন্ততঃ বস্তির লোকদের স্বভাব অবশ্যই আশা করি না করি সৌজন্যবোধের।।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

ইসপাত কঠিন বলেছেন: একজন চিকিৎসক অনেক কষ্ট করেন। একজন রোগী মারা গেলে রোগীর আত্মীয়-স্বজন আবেগের কারনে হয়ত ভুল অপবাদ দিয়ে বসা জিনিসটা কি একটু সহিষ্ণুতার সাথে দেখা যায় না। চিকিৎসকের সাথে অসৌজন্যমূলক আচরন করা হয়েছে বলে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তো যে রোগী মারা গেল তার আত্মীয়-স্বজন কি আবেগ্লাপুত হতে পারেন না। নিজের ব্যাপার ১৬ আনা দেখবে আর অন্যের টা অস্বীকার করবে, তা তো ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.