নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া; প্রচার; বাস্তবতা ও দীর্ঘশ্বাস

১৮ ই মে, ২০১৪ রাত ১:২১





নীচের ছবিটি দেখে কয়জন বলতে পারবেন এটি কিসের ভবন? আমি জানি অধিকাংশই পারবেন না।



না, এটা কোন পাঁচ তারকা হোটেল বা কর্পোরেট কোন কোম্পানির ভবন না। এটা একটা সরকারী হাসপাতাল। রাজধানীর বিমান বন্দরের কাছেই "কুর্মিটোলা জেনারেল হাসপাতাল"। এই হাসপাতালে মাত্র ১০ টাকায় টিকেট কেটে চিকিৎসা সেবা নিতে পারবেন। বিনা ভাড়ার বিছানায় ভর্তি হয়ে নিতে পারবেন জটিল রোগের চিকিৎসাও। সকল পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন সরকার নির্ধারিত সামান্য অর্থেই। অর্থাৎ আপাদমস্তক একটি সরকারী হাসপাতালের সকল সুযোগ, সুবিধা আপনি পাবেন এখানে।



ভাবছেন কবে এই হাসপাতাল উদ্বোধন হবে? অনেক আগেই হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই হাসপাতালটি রোগীর ওভাবে প্রায়ই খালি পড়ে থাকে। ভাবছেন রূপকথার গল্প? জি না, এটাই সত্যি। রীতিমতো হাসপাতালের সামনের সরকে বড় করে সাইনবোর্ড লাগানো আছে এটা একটি সরকারী হাসপাতাল। জনসাধারণের জন্য উন্মুক্ত। কিন্তু তাতেও তেমন একটা কাজ হচ্ছে না। এর একটি বড় কারণ কি জানেন? প্রচারণার অভাব। অর্থাৎ মানুষের কাছে এই হাসপাতালের খবর পৌঁছে নাই। আমাদের মহান মিডিয়া সারাদেশে চিকিৎসা ব্যবস্থা নিয়ে রিপোর্ট করে করে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু এই হাসপাতালটি উনাদের নজরে পড়ে না। এটার প্রচার করার কথা উনাদের মেধাবী মস্তিস্কে আসে নাই কোনদিন। এই হাসপাতাল নিয়ে মিডিয়ায় কোন রিপোর্ট হতে দেখেছেন? দেখেন নাই। আমিও দেখি নাই। অনেক আগে বাংলাদেশ প্রতিদিনে ছোট্ট একটা রিপোর্ট চোখে পড়েছিল। কিন্তু দেশের বাঘা বাঘা অন্যসব মিডিয়ার চোখে এত্তবড় একটা হাসপাতাল ধরা পড়ে নাই আজতক।



মৌমাছির কাজ হচ্ছে ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করা। আর দাঁতাল শুয়োরের কাজ হচ্ছে আগারে বাগাড়ে ঘুরে গুয়ের খোঁজ করা। মিডিয়া যদি নিজেরে শুয়োরের লেভেলে দেখতেই আনন্দ পায়, কার কি বলার আছে???



অরিজিনাল লিংক

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ রাত ২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এত সুন্দর হাসপাতালটি রোগীর অভাবে খালি পড়ে থাকাটা দুর্ভাগজনক।

১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৫

ইসপাত কঠিন বলেছেন: বিজ্ঞাপণ প্রচারে অনেক অর্থের সংশ্লেষ থাকা এবং সরকারী হাসপাতাল লাভজনক না হওয়ার কারনে সরকারী হাসপাতালগুলোর পক্ষে প্রচারনা চালানো সম্ভব হয়ে ওঠে না। সাংবাদিকরা অন্যান্য হাসপাতালে কাঁদা ছোড়াছুড়ি না করে বা কাঁদা ছোড়াছুড়ির পাশাপাশি ভালো হাসপাতালগুলোর প্রচারনা চালাতে পারে।

প্রথম আলো খুব ভালো করেই জানে তারা যা খাওয়াতে চায় আমাদের বেশীরভাগই কিছু না বুঝেই তা খেয়ে হজম করে ফেলি। তারা যদি এই হাসপাতালটির বিষয়ে একটি প্রতিবেদন লিখত, তাহলে আরো অনেকে এই হাসপাতালটির ব্যাপারে জানতে পারত। অন্যান্য সংবাদপত্রও এই কাজটি করতে পারে। কিন্তু করবে না। কারন এখানে পয়সার খেলা জমে না।

২| ১৮ ই মে, ২০১৪ রাত ২:৪৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যেকোন মিডিয়ার যেকোন খবর পড়লে আজকাল মনে হয় অপরাধকন্ঠ পড়ছি। এনসাইক্লোপেডিয়া অব অপরাধকন্ঠ !

যাই হোক, ভাল একটা খবর শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
তবে বাংলাদেশে স্বাস্থ্যখাত মনে হয় আর সরকারী থাকবেনা। খুব সম্ভব হেলথ ইন্স্যুরেন্স এর শুরু দেখতে পারব আগামী দিনগুলাতে।

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০০

ইসপাত কঠিন বলেছেন: ভুল কিছুই বলেন নি। ধন্যবাদ।

৩| ১৮ ই মে, ২০১৪ রাত ২:৫৯

াহো বলেছেন: ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

ইসপাত কঠিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২১ শে মে, ২০১৪ রাত ২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার অনেক আগের লেখা একটি ভাবনা -
পড়ে দেখবেন -
Click This Link

২১ শে মে, ২০১৪ সকাল ৯:২৪

ইসপাত কঠিন বলেছেন: পড়লাম। ছোট্ট কিন্তু শাণিত। ভালো লিখেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.