![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার " নারায়নগন্জ্ঞের ৭ জন অপহরন, হত্যা ও পরবর্তী ঘটনাবলী সম্পর্কিত কিছু প্রশ্ন " শীর্ষক লেখার খ, ঙ, চ ও ছ স্তবকে শহীদ চেয়ারম্যানের কথাবার্তা নিয়ে কিছু প্রশ্ন রেখেছিলাম। শহীদ চেয়ারম্যানের সাথে তার জামাতার সম্পর্ক, শহীদ চেয়ারম্যানের চারিত্রিক সততা, ৬ কোটি টাকা ঘুষের অভিযোগ ইত্যাদি ছিলো প্রশ্নের কেন্দ্রবিন্দু।
এখন দেখা যাচ্ছে উনি সব জানেন। শামীম ওসমানের বিষয়েও উনি নিশ্চিত। যেখানে তদন্তকারীরা ঘোলা জলে পড়েছে সেখানে উনি সবকিছুই বলে দিচ্ছেন। তো চলুন দেখি উনার সাম্প্রতিক বক্তব্য কি ছিলো।
সাত খুনে শামীম ওসমানের সংশ্লিষ্টতা নেই, দাবি নজরুলের শ্বশুরের
নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম দাবি করেছেন, সাত খুনের ঘটনায় শামীম ওসমানের সংশ্লিষ্টতা আছে বলে তিনি মনে করেন না। বরং একটি গোষ্ঠী শামীম ওসমানকে জড়িয়ে নোংরা রাজনীতি করছে।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম এসব দাবি করেন।
নজরুল ইসলামের শ্বশুরের দাবি, শামীম ওসমান ও নূর হোসেনের ফোনালাপের রেকর্ড যারা প্রকাশ করেছেন, তাঁরাই এই হত্যার সঙ্গে সম্পৃক্ত। তাঁরা যদি জানেন নূর হোসেন ওই সময় কোথায় কোথায় ছিলেন, তাহলে কেন গ্রেপ্তার করলেন না? এ প্রশ্নও তোলেন তিনি।
শহীদুল ইসলাম বলেন, আরও কিছু ফোনালাপ ও বক্তব্যের রেকর্ড প্রকাশ পেয়েছে। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত্ আইভীর ঘনিষ্ঠ ও ঠিকাদার আবু সুফিয়ান, ব্যবসায়ী চাঁন মিয়া, খুনি হিসেবে পরিচিত সেলিম, নূর হোসেনের বডিগার্ড হাসানের ফোনালাপও প্রকাশিত হয়েছে। কিন্তু তা নিয়ে তো কথা হচ্ছে না? তিনি প্রশ্ন তোলেন, ‘এখনো কেন আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাহলে এরাই কি ছিল মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা? তাদের কি ওই গোষ্ঠী রক্ষার চেষ্টা করছে?’
নিহত নজরুলের শ্বশুরের দাবি, গত ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নূর হোসেনের সঙ্গে অনেকবারই শামীম ওসমান কথা বলেছেন। এসব কথাবার্তায় প্রমাণ হয় না শামীম ওসমান নূর হোসেনকে পালাতে সহায়তা করেছেন। বরং প্রমাণিত হয়, যাঁরা রেকর্ডটি প্রকাশ করেছেন, তাঁরাই তাঁকে পালাতে সহায়তা করেছেন।
শহীদুল ইসলাম বলেন, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ‘যত বড় খুনিই হোক, তাঁকে গ্রেপ্তার করা হবে’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সে আস্থা আছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়া শেষে শহীদুল ইসলামকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। একপর্যায়ে তিনি সংবাদ সম্মেলন থেকে চলে যান।
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:৫৮
ইসপাত কঠিন বলেছেন: আমি জানি না। কাহিনী তো নিশ্চয়ই কিছু থাকার কথা।
২৮ শে মে, ২০১৪ সকাল ৯:০৪
ইসপাত কঠিন বলেছেন: শামীম ওসমানের পক্ষে সাফাই গেয়েই কেটে পড়লেন শহীদ চেয়ারম্যান
সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। তবে পাঁচ পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডে শামীম ওসমানের কোনো সংশ্লিষ্টতা আছে বলে তিনি মনে করেন না।
এই লিখিত বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন করা শুরু করলে শহীদ চেয়ারম্যান নিজেকে অসুস্থ দাবি করে চেয়ার থেকে উঠে পড়েন। এই অবস্থায় সাংবাদিকেরা একের পর এক প্রশ্ন করতে থাকলেও তিনি কোনো উত্তর না দিয়ে চলে যান৷
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়৷ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘নূর হোসেন-শামীম ওসমান ফোনালাপের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে’ শহীদুল ইসলাম এই সংবাদ সম্মেলন ডাকেন। তাঁর সঙ্গে উপস্থিত কয়েকজন নিজেদের নারায়ণগঞ্জের স্থানীয় আ.লীগের নেতা বলে দাবি করেন৷
লিখিত বক্তব্যে শহীদুল বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে সাংসদ শামীম ওসমানের ফোনালাপ নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। একটি গোষ্ঠী মামলা নিয়ে নোংরা রাজনীতি করতে এই ফোনালাপ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে শামীম ওসমানের কোনো সংশ্লিষ্টতা আছে বলে মনে করি না; বরং তিনি নজরুলকে দুবার বাঁচিয়েছেন। এবারও নজরুল অপহরণের পর তিনি তাঁকে রক্ষার চেষ্টা করেছেন।’
সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, পুরো বক্তব্যের বেশির ভাগজুড়েই শামীম ওসমানের পক্ষে বলা হয়েছে। তিনি শামীম ওসমানের পক্ষে সাফাই বক্তব্য দিচ্ছেন কি না? তাঁকে শামীম ওসমান সংবাদ সম্মেলন করতে পাঠিয়েছেন কি না? তিনি (শহীদ চেয়ারম্যান) একসময় তাঁর েময়ের জামাই নজরুল ইসলামের ফাঁসির দাবিতে মিছিল করেছেন, এ তথ্য সঠিক কি না? সর্বশেষ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত শনিবার নজরুল ইসলামের বাড়িতে গেলে শহীদ চেয়ারম্যানসহ তাঁর স্বজনেরা শামীম ওসমানের গ্রেপ্তার দাবি করে স্লোগান দেন, কিন্তু আজ আবার তিনি ঢাকায় সংবাদ সম্মেলন করে শামীম ওসমানের পক্ষে কথা বলছেন কেন? এমন অনেক প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। একপর্যায়ে চেয়ার ছেড়ে উঠে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি।
নজরুল ইসলামের শ্বশুরের দাবি, শামীম ওসমান ও নূর হোসেনের ফোনালাপের রেকর্ড যাঁরা প্রকাশ করেছেন, তাঁরাই এই হত্যার সঙ্গে সম্পৃক্ত। তাঁরা যদি জানেন, নূর হোসেন ওই সময় কোথায় কোথায় ছিলেন, তাহলে কেন গ্রেপ্তার করলেন না? শামীম ওসমানের মতো তিনিও এ প্রশ্ন তোলেন৷
লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, আরও কিছু ফোনালাপ ও বক্তব্যের রেকর্ড প্রকাশ পেয়েছে। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ ও ঠিকাদার আবু সুফিয়ান, ব্যবসায়ী চান মিয়া, খুনি হিসেবে পরিচিত সেলিম, নূর হোসেনের বডিগার্ড হাসানের ফোনালাপও প্রকাশিত হয়েছে। কিন্তু তা নিয়ে তো কথা হচ্ছে না৷ তিনি প্রশ্ন তোলেন, ‘এখনো কেন আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাহলে এরাই কি ছিল মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা? তাদেরকে কি ওই গোষ্ঠী রক্ষার চেষ্টা করছে?’
শহীদুল ইসলাম বলেন, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যত বড় খুনিই হোক, তাঁকে গ্রেপ্তার করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, তার প্রতি তাঁদের আস্থা আছে৷ এ ছাড়া খুনের অভিযোগে গ্রেপ্তার র্যাব-১১-এর ক্যাম্প অধিনায়ক এম এম রানার সঙ্গে ত্বকী মঞ্চের নেতা ও ত্বকীর বাবা রফিউর রাব্বির সঙ্গে সুসম্পর্ক ছিল বলেও দাবি করেন তিনি৷
জানতে চাইলে রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘ত্বকী হত্যা মামলার তদন্ত করছে র্যাব৷ মামলার বাদী আমি৷ সে জন্য মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি রবিউল ইসলাম আমার সঙ্গে যোগাযোগ করতেন৷ এম এম রানার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না৷’
২| ৩০ শে মে, ২০১৪ রাত ২:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: কে এই শহীদ চেয়ারম্যান?? সেই আইনজীবি মন্ডলের হত্যাকারী তথা কুখ্যাত বা বিখ্যাত কালা জাহাঙ্গীরের আশ্রয়দাতা বা গডফাদার??
৩০ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮
ইসপাত কঠিন বলেছেন: এটা আমার জানা নেই। তবে লোকটাকে সুবিধার মনে হয় না।
৩| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:৫৫
পংবাড়ী বলেছেন: শহীদ চেয়ারম্যানও গুম হয়ে যাবে; সে নিজেই চাঁদাবাজ
৩০ শে মে, ২০১৪ রাত ১১:২৮
ইসপাত কঠিন বলেছেন: মনে হচ্ছে সে নোংরা খেলা খেলছে।
৪| ৩০ শে মে, ২০১৪ রাত ৯:৩৬
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: সবকিছুই ধোয়াশা মনে হচ্ছে।
৩০ শে মে, ২০১৪ রাত ১১:৩০
ইসপাত কঠিন বলেছেন: হুমম।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:২৬
ঢাকাবাসী বলেছেন: পেছনের ঘটনা কি?