![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউ আজ সকালে বললো সে নাকি আমাকে নিয়ে ইন্টারেস্টিং একটা স্বপ্ন দেখেছে। আমি তো খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম কি স্বপ্ন। সে জানালো সে স্বপনে দেখেছে আমি ঢাকায় এসেছি, অনন্ত জলিলের সাথে সিনেমা করতে। শুটিং হচ্ছে, আমার রোল পুলিশ। আমি ভিলেনকে ধাওয়া করছি, আর আমার পেছনে পেছনে অনন্ত জলিল দৌড়াচ্ছে। আমি খুব জোরে দৌড়াচ্ছি আর অনন্ত জলিল নাকি পেছনে পড়ে যাচ্ছে। পরিচালক নাকি আমাকে আস্তে দৌড়াতে বলছে আর আমি উল্টো পরিচালককে বলছি পুলিশ কি আস্তে দৌড়ায় নাকি?......।
খুব আগ্রহ নিয়ে শোনা শুরু করেছিলাম। ভেবেছিলাম কোন রোমান্টিক স্বপ্ন হবে। ও মা, কিসের রোমান্স? অনন্ত জলিলের সাথে সিনেমা ! মেজাজটাই গরম হয়ে গেল।
পূনশ্চ: বউয়ের স্বপ্নে যেহেতু আমি ভিলেনের পেছনে জোরে দৌড়াচ্ছি, সেহেতু আমি নিশ্চয়ই ভালো চরিত্র। তাই বউকে জিজ্ঞাসা করলাম তার স্বপ্নে আমি কোন নায়িকা/সাইড নায়িকার সাথে নাচ-গান করেছি কি না?
অতঃপর আবহাওয়া পূর্বাভাসে ১০ নং মহাবিপদ সংকেত জারি করা হলো।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬
ইসপাত কঠিন বলেছেন: লাস্টের কথা বলে এমনিতেই বিপদে আছি আর আপনারা মজাক করতেছেন
২| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৫০
ভুলনা আমায় বলেছেন: খুব হাসালেন হা হা হা
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:০৭
ইসপাত কঠিন বলেছেন: লাস্টের কথা বলে এমনিতেই বিপদে আছি আর আপনারা মজাক করতেছেন
৩| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন:
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:০৭
ইসপাত কঠিন বলেছেন: লাস্টের কথা বলে এমনিতেই বিপদে আছি আর আপনারা মজাক করতেছেন
৪| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:২০
আমি স্বর্নলতা বলেছেন: অতঃপর আবহাওয়া পূর্বাভাসে ১০ নং মহাবিপদ সংকেত জারি করা হলো।
মজা পেয়েছি।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫০
ইসপাত কঠিন বলেছেন: আপনি তো খুব নির্মম। অন্যের বিপদে মজা পান। উহু, নো গুড।
৫| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:২০
আহসানের ব্লগ বলেছেন: দাড়ান একটু হেসে নেই
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫১
ইসপাত কঠিন বলেছেন: ইতা একটা খতা কইলেন নি রে বা? আশু বিপদমুক্তি কামনা করেন।
৬| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৫
সুমাইয়া আলো বলেছেন: নাইস পোস্ট
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫২
ইসপাত কঠিন বলেছেন: থ্যাংকু থ্যাংকু।
৭| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৩
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: সাধু সাবধান
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৮
ইসপাত কঠিন বলেছেন: সাধু সাবধান।
৮| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:০১
কষ্টবিলাসী বলেছেন: স্বপ্নেও নায়িকা, সাইড নায়িকা খুঁজেন। বিপদ সংকেত তো হবেই। ভাল হয়ে যান
ভাবিকে সালাম দিয়েন।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৯
ইসপাত কঠিন বলেছেন: স্বপ্ন তো আমি দেখি নাই। গিন্নি দেখেছে। আমি একটু ইনকোয়ারী করলাম মাত্র
৯| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:০৭
নীল জোসনা বলেছেন: সাবধানের মার নাই ,,,,,,,,,,,,,,,,,,,,
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৯
ইসপাত কঠিন বলেছেন: সাবধানের মার নাই।
১০| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেনতো করলেন কি?
আপনার ভবিষ্যতের কি সুন্দর ইশালা ভাবী দেখল তারে মস্করা কইরা বিপদে পড়ছেন।
স্বপ্নে মানুষ অনেক ইশারা পায়। জ্ঞানীরা ধারন করে সাফল্য লাভ করে।
তাই হেসে উড়িয়ে দিতে নেই। বা মন্দ বলতে নেই। বলার পরিণামতো হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বলতে হয়- যা দেখেছো ভাল দেখেছে।
অনন্ত জলিলকে আমিও পছন্দ করিনা। কিন্তু স্বপ্নের ইন্ডকেশনটা এভাবে ভাবুনতো- খ্যাতি প্রতিষ্ঠা আর প্রতিপত্তি- তার চলতি সিম্বল হিসাবে ভাবুন!
আপনি তারচে দৃত দৌড়াচ্ছেন- ভাবুন- তারচে অগ্রগতি আপনার বেশী হয়তো বরাদ্ধ ছিল!
যাক।
গিন্নির সাতে বসে রোমিন্টক কিছু দেখলে আমিও বরি- আহা যদি নায়ক হতাম!
চোখ পাকায় শুধূ! অথবা- যাও যাও.. যেয়সেকো তেয়সে মিল-বাইগনমে শুটকি মিলে....ভরেই দু'জনে হাসাহাসি!!!!
আপনার বিপদ সংকেত কাটুক!!!দোয়া করি।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৫১
ইসপাত কঠিন বলেছেন: হুমমমমম। চিন্তার বিষয়।
বিপদ সংকেত কাটুক।
১১| ৩০ শে মে, ২০১৪ রাত ৯:২০
পংবাড়ী বলেছেন: আপনার কপালে দু:খ আছে।
৩০ শে মে, ২০১৪ রাত ১১:২৯
ইসপাত কঠিন বলেছেন: আপনিই কেবল বুঝলেন। বাকীরা মজা নিয়ে গেলো।
১২| ৩০ শে মে, ২০১৪ রাত ৯:৪৪
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: হাসলাম
৩০ শে মে, ২০১৪ রাত ১১:৩৩
ইসপাত কঠিন বলেছেন: আপনি এত নিষ্ঠুর!
১৩| ০২ রা জুন, ২০১৪ রাত ১:২৪
হেদায়েত বলেছেন: তাহলে কেঁদে ফেললাম
০২ রা জুন, ২০১৪ রাত ১:৩৮
ইসপাত কঠিন বলেছেন: এতক্ষনে একজন সুধীজন পাইলাম।
১৪| ০২ রা জুন, ২০১৪ রাত ১:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: সেহেতু আমি নিশ্চয়ই ভালো চরিত্র। মানে হিরো। আহা কি আনন্দ,আকাশে-বাতাসে। একজন হিরোর সাথে ব্লগিং করছি!!
একটা পরামর্শ দেই, আজ আপনি ঘুম থেকে উঠে বউকে বলেন ছবির নায়িকা আসলে তুমিই ছিলে।।
০২ রা জুন, ২০১৪ রাত ১:৫০
ইসপাত কঠিন বলেছেন: জটিল বুদ্ধি।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৫
নিয়ামুল ইসলাম বলেছেন: