![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনগ্রেডিয়েন্টঃ একটি সাপ, পরিমানমত লবন, কলাপাতা, মাটি।
প্রস্তুত প্রনালীঃ প্রথমে সাপটি লম্বায় মেপে নিন। সাপটি যত ফুট লম্বা, তার মাথা ও লেজ থেকে তত ইন্চি কেটে ফেলে দিন। সাপটি যদি ৬ ফুট লম্বা হয়, তাহলে মাথা ও লেজের দিকে ৬ ইন্চি করে কেটে ফেলে দিন।
এবার সাপের চামড়া ঠিক খাসীর চামড়ার মত করে টেনে খুলে ফেলুন। তারপর সাপের নাড়ী-ভূড়ি ফেলে দিন এক টানে। এবার সাপটিকে ছোট ছোট করে কাটুন, কিন্তু অংশগুলো যেন পুরোপুরি বিচ্ছিন্ন না হয়।
এবার সাপের মাংসের ভেতরে শিক প্রবেশ করান এবং মাংসের উপরে পরিমানমত লবন ছিটিয়ে দিয়ে কলাপাতা দিয়ে ঢেকে দিন। তারপর মাটি ভিজিয়ে কলাপাতার উপরে মাখিয়ে তার উপরে আরেক প্রস্থ কলাপাতা দিন। এবার আগুনে ঝলসান। কিছুক্ষন পরে প্রস্তুত হয়ে যাবে সুস্বাদু স্নেক বারবিকিউ।
না, এটা কাউকে পরিবেশন করতে হবে না। আপনি যদি গহীন জংগলে হারিয়ে যান, তাহলে বেচে থাকার জন্য বিভিন্ন খাবারের একটার প্রস্তুত প্রনালী বললাম। একে বলে সারভাইভাল।
২৯ শে মে, ২০১৪ রাত ১০:২২
ইসপাত কঠিন বলেছেন: আর আমি আজ প্রথম দেখলাম
২| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৪
ব্যর্থ পাবলিক বলেছেন: হারিয়ে গেলেও শিক আর লবন নিয়ে হারাতে হবে ..
২৯ শে মে, ২০১৪ রাত ১১:১৯
ইসপাত কঠিন বলেছেন: জংগলে গেলে লবন/স্যালাইন সাথে রেখেন। আর শিকের জায়গার শক্ত ডাল ব্যবহার করতে পারেন।
৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১:৪৭
পংবাড়ী বলেছেন: গহীন জংগলে হারিয়ে গেলে, অজগর আপনাকে 'নেচারেল কাবার' বানাবে!
৩০ শে মে, ২০১৪ সকাল ১০:৫৫
ইসপাত কঠিন বলেছেন: সাবধানে থাকতে হবে।
৪| ৩০ শে মে, ২০১৪ ভোর ৬:০৩
সকাল হাসান বলেছেন: জঙলে লবন পাব কোথায়?
এইটা পেট ভরবে কিনা জানিনা - তবে খাওয়ার পর বমি করে যে পেট খালি হবে তা নিশ্চিত।
৩০ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭
ইসপাত কঠিন বলেছেন: ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায়।
৫| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:১৭
আমার আমিত্ব বলেছেন: বেশ মজার রেসিপি দিয়েছেন তো।
০৫ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৮
ইসপাত কঠিন বলেছেন: ইয়াম্মী......
৬| ০৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৭
ড. জেকিল বলেছেন: কোন সাপ খাইলে বেশি মজা পাওয়া যায় ? গোখরা? আনাকোন্ডা বারবিকিউ এর জন্য কি পরিমার কাঠের দরকার হবে? নাড়িভুড়ি খাওয়ার কোন উপায় আছে নাকি ?
০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০৩
ইসপাত কঠিন বলেছেন: গোখরার বার-বি-কিউ দেখছি। কিন্তু কোন টা মজা তা জানি না।
৭| ০৭ ই জুন, ২০১৪ ভোর ৪:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এটাতো বাংলাদেশের কমান্ডোদের কমন খাবার।
০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৮
ইসপাত কঠিন বলেছেন: কমন বলেন না। মানুষ ভাববে এরা ভাত মাছ না খেয়ে এগুলো খায়।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ রাত ১০:১৬
সচেতনহ্যাপী বলেছেন: ব্যাংককে এরকম সাপের স্যুপ বা ফ্রাই পাওয়া যায়। এ্যকুরিয়ামে থাকা সাপ বেছে দিলে আপনার অর্ডারমত সার্ভ করবে।তবে দেশের রেসিপি আজই পেলাম।।