নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ-মায়ানমার উত্তেজনা, Let’s support our troops

৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৮

আজ সারাদিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর ছিলো নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার সীমান্তে চলমান উত্তেজনা। আসুন জানি পূরো ঘটনা।



গত কিছুদিন আগে রোহিংগা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) রাখাইন প্রদেশে মায়ানমার সেনাবাহিনীর (স্থানীয়ভাবে Tatmadaw নামে পরিচিত) উপর অতর্কিত হামলা চালায় এবং এই হামলায় মায়ানমার সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়। এরপর মায়ানমার কর্তৃপক্ষ নিজেদের অক্ষমতাকে অন্যদিকে নিতে অভিযোগ করে আরএসও বাংলাদেশী ভূ-খন্ড ব্যাবহার করে এই হামলা চালিয়েছে। এরপর তারা সীমান্তে শক্তিবৃদ্ধি শুরু করে। গত ২৯শে জুন তারিখে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সীমান্ত টহল দলের উপর অতর্কিত হামলা চালায়। হামলার পর নায়েক মিজান নামক একজন বিজিবি সদস্য নিখোঁজ হয়। এরফলে উভয় পক্ষ সীমান্তে শক্তিবৃদ্ধি করে। ৩০শে জুন ২০১৪ তারিখে খবর পাওয়া যায় যে নায়েক মিজান নিহত হয়েছে এবং তার মৃতদেহ বিজিপি'র কাছে আছে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে যোগাযোগে সিদ্ধান্ত হয় ৩০শে জুন তারিখে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হবে এবং নায়েক মিজানের মৃতদেহ বিজিবি'র কাছে হস্তান্তর করবে। কথা অনুযায়ী বিজিবি'র একটি টহল দল ৫০ নং সীমান্ত পিলারের কাছে গেলে বিজিপি বিজিবি'র টহল দলকে ৫২ নং সীমান্ত পিলারের দিকে যেতে বলে। সে অনুযায়ী বিজিবি'র টহল দল ৫২ নং সীমান্ত পিলারের কাছে গেলে বিজিপি ও মায়ানমার সেনাবাহিনী বিজিবি'র টহল দলটির উপর এ্যাম্বুশ করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষন শুরু করে। দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা ১০ পর্যন্ত গোলাগুলি চলে। এরপর উভয় পক্ষ সীমান্তে আরও শক্তি বৃদ্ধি করে। মায়ানমার আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাংগুলি প্রদর্শন করে সীমান্তে সেনা মোতায়েন করেছে। পাল্টা জবাবে বাংলাদেশ কর্তৃপক্ষও সীমান্তের কাছাকাছি আন্তর্জাতিক আইন ভংগ না করে স্বল্প পরিসরে সেনা মোতায়েন করেছে। তবে আগামীকাল নাগাদ একটি পদাতিক ব্রিগেডকে মুভ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে মায়ানমার সেনাবাহিনী বেশ কিছু আর্টিলারী গান সীমান্তের দিকে মুভ করানো শুরু করেছে। আগামী কাল নাগাদ ২ পক্ষই ভালো সামরিক শক্তি নিয়ে মুখোমুখি অবস্থান নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।



আমরা যখন ব্লগ লিখছি, টিভি দেখছি, গান শুনছি, আড্ডা দিচ্ছি, তখন বাংলার মাটির কিছু সন্তান রাতের অন্ধকারে ক্রল করে শত্রুর নিকটে যাচ্ছে। হয়ত যুদ্ধ হবে না, কুটনৈতিক তৎপরতায় উত্তেজনা প্রশমিত হবে। কিন্তু Military deterrence সঠিকভাবে প্রদর্শন না করতে পারলে উত্তেজনা প্রশমিত হলেও হয়ত লজ্জাজনক কূটনৈতিক হার হবে।



আসুন প্রার্থনা করি সেনাবাহিনী ও বিজিবি'র সেই ছেলেদের জন্য যারা দেশের সম্মানজনক কূটনৈতিক জয়ের ক্ষেত্র প্রস্তুত করতে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছে। Let’s support our troops

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৮

বাংলার ঈগল বলেছেন:

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩০

ইসপাত কঠিন বলেছেন: হৃদয়ে আমার বাংলাদেশ। Let’s support our troops

২| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩০

পংবাড়ী বলেছেন: সুযোগ এসেছে, গিয়ে যু্দ্ধ করে আসেন।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৪

ইসপাত কঠিন বলেছেন: যুদ্ধ শুরু হলে বসে থাকবো না ইনশা-আল্লাহ।

৩| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৪

জহিরুলহকবাপি বলেছেন: হৃদয়ে আমার বাংলাদেশ। Let’s support our troops

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৭

ইসপাত কঠিন বলেছেন: হৃদয়ে আমার বাংলাদেশ। Let’s support our troops

৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৯

জালিস মাহমুদ বলেছেন:



বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫১

ইসপাত কঠিন বলেছেন: সময়োচিত কমেন্ট। Let’s support our troops

৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১:০১

পল্লীবালক বলেছেন: তারিখে মনে হয় একটু ভুল আছে।

৩১ শে মে, ২০১৪ রাত ১:০২

ইসপাত কঠিন বলেছেন: কোন জায়গায় ভুল আছে?

Let’s support our troops

৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৫০

আর্জেন্টিনা বলেছেন: প্রথমে গুলি করলে ইন্ডিয়া নয়তো বার্মা থেকে করে আর আমাদের বিজিবির ভাইয়েরা চুড়ি পড়ে থাকে। উপরের মহলের পারমিশন ছাড়া নাকি বাঁচার জন্যও গুলি করা যায় না। বিজিবি ভাইদের কি দোষ উনারা সুযোগ পাইলে কি করতে পারে তা কিন্তু বিলুনিয়া, লালমনির হটে দেখাইয়া দিছে!! ১৫০ মাল্লুরে সাইজ করে দিছে। হাসিনা সরকার একটু কঠোর হলেই এইসব ঘটনা হতো না। কই ইন্ডিয়াতো পাকিস্তান বর্ডারে এইসব করে না অথবা বার্মাতো অন্য কোনো দেশের সাথে এইসব করে না!! চুড়ি পড়ে থাকলে এই রকম হবেই। খাও বাঙ্গালী পোন মারা যেমন খেয়ে আসছো সেই ব্রিটিশ সরকারের আমল থেকে!

৩১ শে মে, ২০১৪ সকাল ১০:১৪

ইসপাত কঠিন বলেছেন: আত্মরক্ষার্থে গুলি করা জায়েজ আছে। এবং এখানেও তা করা হয়েছে। কিন্তু এ ঘটনার Proper Payoff যাকে বলে, সেটা করতে হলে সরকারী অনুমোদন প্রয়োজন, কেননা এতে সীমিত যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। লক্ষ্য করুন, সীমিত যুদ্ধ এখন মাত্র এক পা দূরে রয়েছে, কেননা মায়ানমার বিজিপি'র পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করেছে এবং আর্টিলারী গান ও সামনে এনেছে।

৭| ৩১ শে মে, ২০১৪ ভোর ৫:০৮

সকাল হাসান বলেছেন: ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। উড়ে এসে জুড়ে বসতে চাইলেই তো আর হয় না - প্রতিপক্ষ সম্পর্কেও জ্ঞান রাখতে হয়।

আর আমার মতে আমাদের বিজিবি আসলেই একটা শক্তিশালী প্রতিপক্ষ। সরকারের আদেশের অপেক্ষায় বসে না থেকে আমাদের বিজিবির উচিত তাদেরই কায়দায় তাদেরকে পালটা জবাব দেওয়া।

৩১ শে মে, ২০১৪ সকাল ১০:১৪

ইসপাত কঠিন বলেছেন: আত্মরক্ষার্থে গুলি করা জায়েজ আছে। এবং এখানেও তা করা হয়েছে। কিন্তু এ ঘটনার Proper Payoff যাকে বলে, সেটা করতে হলে সরকারী অনুমোদন প্রয়োজন, কেননা এতে সীমিত যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। লক্ষ্য করুন, সীমিত যুদ্ধ এখন মাত্র এক পা দূরে রয়েছে, কেননা মায়ানমার বিজিপি'র পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করেছে এবং আর্টিলারী গান ও সামনে এনেছে।

৮| ৩১ শে মে, ২০১৪ ভোর ৫:৩৫

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আমরা বিএসএফ এর কাছে এতই নতঝানু যে মায়ানমারের মতো দুর্বল দেশও আমাদের সীমান্তে রক্ত জড়ায়।যদি ফেলানী হত্যার জবাব দিতে পারতাম তাহলে পরিস্থিতি অন্যদিকে যেত।










৩১ শে মে, ২০১৪ সকাল ১০:১৫

ইসপাত কঠিন বলেছেন: সঠিক নির্দেশনা পেলে আমরাও পারবো।

৯| ৩১ শে মে, ২০১৪ সকাল ৮:৩৮

হাসিব০৭ বলেছেন: আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব কিন্তু এদেশের রাজনীতিবিদ এদেশের মানুষের জন্য লজ্জা

৩১ শে মে, ২০১৪ সকাল ১০:১৭

ইসপাত কঠিন বলেছেন: কিন্তু যুদ্ধ ঘোষনা তাদেরকেই করতে হবে। আমাদের ট্রুপস তা সেভাবে কাজ করবে।

১০| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:১৩

আছিফুর রহমান বলেছেন: রাজনীতিবিদদের জুতা পেটা করা উচিত। এই রাজনীতিবিদদের কারনে মায়ানমার ও আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আছি আমরা তোমাদের সাথে।

৩১ শে মে, ২০১৪ সকাল ১০:১৮

ইসপাত কঠিন বলেছেন: Let’s support our troops

১১| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
Let’s support our troops এ একমত

গতকাল বিকালে দ্বিতীয় দফা গুলির ঘটনা ঘটে। বিজিবি সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও তার লাশ গতকাল পর্যন্ত আনা যায়নি। এছাড়া বিজিপি যে লাশের কথা বলেছে তা মিজানুর রহমানের লাশ কিনা- তাও নিশ্চিত হওয়া যায়নি।

ওই সীমান্ত এলাকা দুর্গম, জিপ চলার বা পায়ে হাঁটার মতও কোন রাস্তা নেই। কিন্তু বার্মিজ এলাকায় আছে। তবে এ ঘটনার পর থেকে বিজিবি শক্তিবৃদ্ধি সীমান্ত টহল জোরদার করা হয়েছে। পাঁচ শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের পর বিকেল ৫টায় গুলিবর্ষন বন্ধ হয়, এরপর এখন পর্যন্ত আর গুলিবর্ষন হয়নি। এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই শান্ত।

পতাকা বৈঠকের মাধ্যমেই সমস্যা সমাধান বাঞ্ছনীয়।
পরিস্থিতি মোকাবেলায় আপাতত সুধু ভারি আর্টিলারি সজ্জিত বিজিবি মোতায়েন করা যেতে পারে। কারন সিমান্তের কাছাকাছি নিয়মিত বাহিনী মুভ করালে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে দোষি হবে বাংলাদেশ।
যেকোন যুদ্ধই বিপুল ব্যায়বহুল। বর্তমান যুগে কোন দেশ কোন দেশের অঞ্চল দখল করে নিতে পারে না।

৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৯

ইসপাত কঠিন বলেছেন: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন লংঘন করছে না। এ ধরনের পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতাকে কার্যকর করতে যে Military deterrence create করা প্রয়োজন, ঠিক সেভাবেই কাজ করছে। তবে মায়ানমার কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন লংঘন করে সীমান্তে সেনা মোতায়েন করেছে।

১২| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৪৮

ফারুক3655 বলেছেন: আসুন প্রার্থনা করি সেনাবাহিনী ও বিজিবি'র সেই ছেলেদের জন্য যারা দেশের সম্মানজনক কূটনৈতিক জয়ের ক্ষেত্র প্রস্তুত করতে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছে। Let’s support our troops

৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৯

ইসপাত কঠিন বলেছেন: Let’s support our troops

১৩| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
গত দুমাসে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফে ইয়াবা স্মাগলিং কঠোর হস্তে দমন করাতে বার্মিজ বিজিপিদের আয় হঠাৎ বন্ধ হয়ে যায়,
ওরা হঠাৎ এরকম ক্ষিপ্ত হওয়ার অন্যতম একটি কারন।

৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:৫০

ইসপাত কঠিন বলেছেন: অত্যন্ত যৌক্তিক কারন।

০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:৫৮

ইসপাত কঠিন বলেছেন: আপনার কথাটি ঠিক বলে জানা গেছে। এবং কষ্টের বিষয় হচ্ছে এই ঘটনার পেছনে স্থানীয় কিছু গ্রামবাসীর যোগসাজশ রয়েছে। মূলত ৫টি নতুন বিওপি স্থাপনের কাজ শুরু হয়েছে যা নিয়ে স্থানীয় কিছু মাদক ব্যাবসায়ী আপত্তি তুলেছিলো। তাদের বক্তব্য ছিলো বিওপি বাড়ানোর কি দরকার? গত ১৩ই মে থেকে বিজিপি বেশ কয়েকবার বিজিবি'র উপর গুলি চালিয়েছে।

কি অমানুষ আমরা! মাদক ব্যবসায় লাভের জন্য দেশের সার্বভৌমত্বকে আঘাত করার সুযোগ দেই।

১৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৭

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
বার্মিজ সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুরের লাশ ফেরত দিচ্ছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। আজ বিকেলের দিকে মিজানুরের লাশ আনা হবে বলে জানাগেছে।

৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:০৯

ইসপাত কঠিন বলেছেন: মনে হচ্ছে লাশ দেওয়া নিয়ে এখনো টাল বাহানা চলছে।

১৫| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩১

ইসপাত কঠিন বলেছেন: অবশেষে নায়েক মিজানের লাশ ফেরত দিয়েছে মায়ানমার।

১৬| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৫

ইসপাত কঠিন বলেছেন: Like father, like son. নায়েক মিজানের বাবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। বীর বাবার বীর ছেলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গ করলেন।

১৭| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: এটা আমার ফ্লিট।বিডি নেভীর জন্যে সামান্য উপহার।

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ইসপাত কঠিন বলেছেন: এরকম একটা ফ্লীট থাকলে মায়ানমার তো মায়ানমার, ভারত ও উঠতে বসতে সালাম দিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.