নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

কোথাকার কোন মায়ানমার, শালারা আবার ভয় দেখায়

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:১৪

কোথাকার কোন আ*ল দেশ মায়ানমার, সেই আ*ল আবার ভয় দেখায়। কয় মায়ানমারের বন্ধু ভারত আর চীন। বাংলাদেশের কি কোন বন্ধু আছে?



আরে ছাগলের ৩৬ নম্বর বাচ্চারা, তোদের মত আ*ল দেশরে শিক্ষা দিতে বন্ধুর সাহায্যের প্রয়োজন হয় না। আর চীন ব্যবসায়ী রাষ্ট্র। টাকা দিবো, জিনিস দিবে। বুঝছোস গাধার বাচ্চারা।



মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:২১

মুদ্‌দাকির বলেছেন: কিন্তু ঐ মায়ানমারি শয়তানের কাছে মাথা নিচু করা ঠিক হবে না। কমপক্ষে ৪টা বিজিপি খতম না করে ফিরে আসলে মাথা নিচু করার বরাবর

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৩৩

ইসপাত কঠিন বলেছেন: ওর কাছে মাথা নত নয়। একবার যুদ্ধ ঘোষনা করুক। আমরা শান্তিপ্রিয়। কিন্তু তার মানে এই নয় যুদ্ধের দামামা আমাদের বুকে বাজে না।

২| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওদের তো একটা লোমও ছিড়তে পারলোনা বিজিবি?

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৩৮

ইসপাত কঠিন বলেছেন: মায়ানমার একটা বদ্ধ দেশ। তার কি কি ক্ষতি হয়েছে তা আমরা সহজে খবর পাই না। তবে বিজিবি'র চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার কিন্তু কিছু হিন্টস দিয়েছেন। উনি বলেছিলেন, "আমি বলবো না, আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা খোঁজ নিয়ে দেখেন।"

৩| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন:
দেশপ্রেমিক ভাই, এই নিউজটা মাত্র দেখলাম।

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৪২

ইসপাত কঠিন বলেছেন: বলেছিলাম মায়ানমার বদ্ধ দেশ। আর এ ধরনের ঘটনা তারা স্বীকার করবে না। কিন্তু সীমান্তের ওপারে ১০০ কিমি পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা জাল বিস্তৃত। অতএব, কিছু খবর তো আসবেই।

৪| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১:৪৬

কেএসরথি বলেছেন: শালাদের ইউনিফর্মের ছিরি কি! এর চেয়ে তো ক্লাস-১ এর ছাত্রদের সুন্দর ইউনিফর্ম আছে।

০২ রা জুন, ২০১৪ দুপুর ২:০২

ইসপাত কঠিন বলেছেন: শালাদের ইউনিফরম খুলে নেওয়া হবে।

৫| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:২৬

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: আপনি ভারত প্রসঙ্গে কিছু বলেন।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

০২ রা জুন, ২০১৪ রাত ১০:৫৫

ইসপাত কঠিন বলেছেন: ভারতের সাথে যুদ্ধে পারি আর না পারি, তাদের জন্য যুদ্ধকে এত ব্যায়বহুল করে তুলবো যে তাদের কস্ট বেনিফিট রেশিও অত্যন্ত খরুচে হবে।

৬| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:১৫

টুরিস্ট আশরাফুল বলেছেন: বিডিআরদের কীর্তি শুনতাম , ভারত ১ টা গুলি করলে ওরা নাকি দশটা গুলি করতো । বড়াইবাড়ি যুদ্ধের কথা শুনতাম । এখন বিজিবির কীর্তি শুনি । কুতকুত খেলতে যায় মায়ানমারের সাথে । নিজের সহকর্মীর লাশ আনতে ৩ দিন লাগে । মায়ানমার বলে আয় লাশ নিয়া যা । এরা যায় , মায়ানমার আবার গুলি চালায়। এরা ছি বুড়ি বলে নিজের ঘরের দিকে দৌড় দেয় । অবশেষে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এর লাশ পাওয়া যায় । কিন্তু সহকর্মীরা কেউ লাশ কাধে নিতে চায়না কারন লাশ পচে গন্ধ বেরিয়েছে তাই ।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে ভুল বোঝাবুঝির অবসান হইছে । এক দেশের বর্ডার গার্ড এর পোশাক প্রতিবেশি অন্য দেশের বর্ডার গার্ডরা চিনে না । সন্ত্রাসী মনে করে নাকি গুলি চালাইছে । আপাতত লাশ ফিরে পাওয়া গেছে এটাই বিশাল পাওয়া । সামনে প্রতিবাদ করা হবে । স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন কেউ হইলে কি তিনি জানের বদলে প্রতিবাদ এর কথা বলতে পারতেন ।

আজব স্বাধীন দেশে থাকি । এই দেশের মাটি থেকে রক্তের দাগ চলে যায় মায়ানমারের সামরিক ঘাটি পর্যন্ত । যেখানে মুক্তিযোদ্ধার সন্তান এর লাশ বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুচিয়ে মৃত্যু নিশ্চিত করে মায়ানমারের হায়েনারা ।

০২ রা জুন, ২০১৪ রাত ১১:২৮

ইসপাত কঠিন বলেছেন: দুঃখিত, আপনার জানার বা বোঝার কিছু ভুল আছে। যেমন আপনি বলেছেন নিজেদের সহকর্মীর লাশ আনতে বিজিবি'র ৩ দিন লাগে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিজিবি'র মাত্র ১০ জনের একটি পেট্রোল পড়েছিল মায়ানমার সেনাবাহিনী ও বিজিপি'র সামনে যেখানে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে লাশ নিয়ে যায়। লাশটি মায়ানমারের ভেতরে নিয়ে গিয়েছিলো। এ ধরনের ঘটনা পূর্বে কখনো ঘটেনি। একটি দেশের পূরোপূরি প্রস্তুত প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে লাশ ফিরিয়ে আনতে হলে আপনাকে রীতিমত যুদ্ধের একটি মেজর অপারেশন এ্যাটাক করে আনতে হবে। সেখানে পদাতিক বাহিনী লাগবে, আর্টিলারী সহায়তা লাগবে, মাইনফিল্ড ব্রিচিং এর জন্য ইন্জ্ঞিনিয়ার্স লাগবে। বাংলাদেশ কি এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলো?

আপনি বিডিআর-বিজিবি'র পার্থক্য করছেন, আপনি কি জানেন ১৯৯১ সালে কিসের পরিপ্রেক্ষিতে যুদ্ধের দারগোড়ায় দাড়িয়ে গিয়েছিলো বাংলাদেশ ও মায়ানমার? ১৯৯১ সালে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে তৎকালীন বিডিআরের একটি বিওপিতে হামলা চালিয়ে বিডিআরের ২ জন সদস্যকে হত্যা করে এবং ক্যাম্প থেকে বিডিআরকে প্রত্যাহারে বাধ্য করে সব অস্ত্র লুট করে নিয়ে যায়। সেটাতো আরো লজ্জাজনক ছিলো। ঐ ঘটনায় মায়ানমার পুরোপুরি সারপ্রাইজ অর্জন করে এমন ভাবে তার অটোমেটিক অস্ত্র স্থাপন করে যে কেউ অস্ত্রগারের কাছে পৌছাতে পারে নি। অতএব, বিডিআর-বিজিবি'র পার্থক্য করবেন না।

সীমান্তে আমাদের বিপরীতে ভারত ও মায়ানমার উভয় দেশই ৩/৪ গুণ বেশী সীমান্তরক্ষী মোতায়েন করেছে, এবং তাদের বিওপির সংখ্যাও অনেক বেশী। আর আমাদের বিজিবি যখন মাত্র ৫টা বিওপি স্থাপন করছিলো তখন জনসাধারন ছদ্মবেশী ইয়াবা ব্যাবসায়ীদের বাধার সম্মুখীন হয়েছে। ভারত আর মায়ানমারের মাদক লোকজন কিন্তু এমনটি করে না।

আপনি বলেছেন সহকর্মীর লাশ বহন করেনি বিজিবি সদস্যরা কেননা তার লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। জনাব, পুরো ঘটনাটা একটু চোখ বন্ধ করে চিন্তা করুন। ২৯ তারিখে নায়েক মিজানের ঘটনার পরপর তারা ক্যাম্পে জনবল বৃদ্ধি করে বের হলো। বের হওয়ার আগে একটু খেয়ে নিলো। সেই সময় থেকে সীমান্তের কাছাকাছি সতর্কাবস্থায়। খাওয়া নাই। ৩০ তারিখে লাশ আনতে গিয়ে আবার গোলাগুলি, ক্যাম্পে ফেরত গেলো না। খাবার নেই, সতর্কাবস্থায়। ৩১ তারিখে বিকালে লাশ পেয়ে রওয়ানা দিলো। নাওয়া-খাওয়া, পানি ছাড়া ক্লান্ত দেহ। তারপরও সীমান্তের ওপার থেকে জিরো পয়েন্ট পার হয়ে দুপছড়ি খাল পর্যন্ত লাশ কিন্তু নিজে হেঁটে হেঁটে আসেনি। এই ক্লান্ত, অবসন্ন বিজিবি'র মানুষগুলোই সেই লাশ বহন করে এনেছে। তারপর যখন লোকালয়ে এসেছে, তখন এলাকাবাসীর সাহায্য চেয়েছে এবং নিয়েছে। আর আপনি কি কখনো মানুষের গলিত লাশের গন্ধ শুকেছেন? আমি শুকেছি। আমি জানি এ গন্ধ কি অসহ্য। অতএব, যখনই আপনি সেই লাশ নিজে বহন করবেন না, তখনই নাক চেপে ধরবেন। আর যখন বহন করবেন, তখন কিছুই করার থাকবে না, কেননা আপনার হাত ব্যস্ত।

স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অগ্রহনযোগ্য।

আহত নায়েক মিজানকে কাপুরুষের দল পয়েন্ট ব্লাংক রেন্জ্ঞে মাথায় গুলি করে হত্যা করেছে। ওদের ক্ষমা নাই।

৭| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:০২

দখিনা বাতাস বলেছেন: টেনশন নেওয়ার কিছু নাই, ওগো ৪টা রে ফালানির বিপরীতে আমাদের মাত্র ১জন ফালাইছে। মনের কস্টে একটুতো হাওকাও করবোই। না বলতে পারতাছে, না সইতে পারতাছে। একটা পদাতিক ব্রিগেড বাংলাদেশ অলরেডি মুভ করাইছে। ঐ একটা ব্রিগেডের ভয়ে এইসব আবোল তাবোল বলতাছে।

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩১

ইসপাত কঠিন বলেছেন: পুরো ব্রিগেড মুভ করায় নাই। শুধুমাত্র রেকী করেছে। আর এমন কি সবমিলিয়ে একটা ২ টা কোম্পানীর কম সেনা (৪ কোম্পানীতে ১ ব্যাটালিয়ন) সীমান্তের কাছে আন্তর্জাতিক আইন মেনে দুরত্ব রেখে মোতায়েন করানো হয়েছে। তাতেই ওদের প্যান্টের পেছন দিক হলুদ হয়ে গেছে।

৮| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

জেরিফ বলেছেন: X(( X(( X((

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩২

ইসপাত কঠিন বলেছেন: X(( X(( X((

৯| ০৩ রা জুন, ২০১৪ রাত ১:২৪

পংবাড়ী বলেছেন:


ঘটনা কি, কি কারণে গোলাগুলি হলো, জানতে পেরেছেন?

১০| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:১৯

আমার আমিত্ব বলেছেন: মাথা আমরা নত করব না।


ভাই নিউজ টা সঠিক?

১১| ০৫ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৭

ইসপাত কঠিন বলেছেন: কোন নিউজটা তা স্পেসিফিক করে বললে ভালো হয়। তবে মনে রাখতে হবে সেসময়ে বেশ ভালো রকম মনস্তাস্তিক যুদ্ধ চলছিলো যা এখনো চলছে। মনোস্তাস্তিক যুদ্ধে শত্রুকে বিভ্রান্ত করার জন্য সত্যের পাশাপাশি প্রোপাগান্ডাও চলে।

১২| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

পংবাড়ী বলেছেন:

চোরাকারবারী নিয়ে গোলাগুলি হয়, যুদ্ধ হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.