নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

যে মন্তব্যগুলোর জন্য ব্লক খেলাম

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০১

২য় কোন ব্লগারের কাছে ব্লক খেলাম। এবারের ব্লগার কুকরা। তো কেন ব্লক খেলাম। ২টো সাম্প্রতিক ঘটনা নিয়ে উনি কিছু গল্প বানাচ্ছিলেন। তাই লোভ সামলাতে পারলাম না, মন্তব্য করেই ফেললাম। ব্যাস, আর যাই কোথায়। শুভ ব্লক মোবারক। কি সেই মন্তব্যগুলো যার জন্য ব্লক খেলাম।



উনি " যে বাহিনীর সদস্যরা শহীদ সহযোদ্ধার দেহটাকেও অবহেলা করে, তাদের দ্বারা নিরস্ত্র মাদ্রাসা ছাত্র হত্যা করাই সম্ভব; সীমান্ত রক্ষা করা এইসব কাপুরুষদের কাজ না। " নামে একটি লেখা লিখলেন যার মূল বক্তব্য ছিলো বিজিবি'র সদস্যরা তাদের শহীদ সহকর্মীর লাশ পঁচে দুর্গন্ধ হয়ে যাওয়ায় অবহেলা করে লাশ কাঁধে নেয়নি। সেখানে আমার মন্তব্য ছিলো:







"আপনি বলেছেন সহকর্মীর লাশ বহন করেনি বিজিবি সদস্যরা কেননা তার লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। জনাব, পুরো ঘটনাটা একটু চোখ বন্ধ করে চিন্তা করুন। ২৯ তারিখে নায়েক মিজানের ঘটনার পরপর তারা ক্যাম্পে জনবল বৃদ্ধি করে বের হলো। বের হওয়ার আগে একটু খেয়ে নিলো। সেই সময় থেকে সীমান্তের কাছাকাছি সতর্কাবস্থায়। খাওয়া নাই। ৩০ তারিখে লাশ আনতে গিয়ে আবার গোলাগুলি, ক্যাম্পে ফেরত গেলো না। খাবার নেই, সতর্কাবস্থায়। ৩১ তারিখে বিকালে লাশ পেয়ে রওয়ানা দিলো। নাওয়া-খাওয়া, পানি ছাড়া ক্লান্ত দেহ। তারপরও সীমান্তের ওপার থেকে জিরো পয়েন্ট পার হয়ে দুপছড়ি খাল পর্যন্ত লাশ কিন্তু নিজে হেঁটে হেঁটে আসেনি। এই ক্লান্ত, অবসন্ন বিজিবি'র মানুষগুলোই সেই লাশ বহন করে এনেছে। তারপর যখন লোকালয়ে এসেছে, তখন এলাকাবাসীর সাহায্য চেয়েছে এবং নিয়েছে।"





তারপরে তিনি " হবিগঞ্জ পুলিশের একাধিক অফিসার জানিয়েছে, সাতছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনাটি পুরোপুরি নাটক!!! " শিরোনামে একটি লেখা লিখলেন যার মূল বক্তব্য ছিলো একাধিক পুলিশ অফিসারের দেওয়া তথ্যানুসারে ঘটনাটি র‌্যাব ও সরকারের জারিজুরি এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর। সেখানে আমার জবাব ছিলো:







"বাংলাদেশের পুলিশ খুব ভালো। তারা সৎ, সত্যবাদী এবং নিরপেক্ষ। তারা দলকানা নয়। তাই তারা সরকার র‌্যাবের জারিজুরি ফাঁস করে দিচ্ছে। অনেকে বলে এদেশ নাকি পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। এরকম সৎ, সত্যবাদী এবং নিরপেক্ষ পুলিশ কিভাবে যে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করবে তা বোধগম্য নয়।



পৃথিবীতে অবৈধ অস্ত্রের কোন বাজার নেই। অবৈধ অস্ত্র কখনো স্মাগলিং হয় না। সব অস্ত্র সেনাবাহিনীর। সেনাবাহিনী শান্তিবাহিনী, ইউপিডিএফ, জেএসএস, তালেবান, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির সবাইকে অস্ত্র দেয়। কলম্বিয়ান স্মাগলার, মেক্সিকান ড্রাগ ডিলার সবাই সেনাবাহিনী থেকে অস্ত্র পায়। সিআইএ, এফএসবি, মোসাদ, র, আইএসআই কাউকে অস্ত্র দেয়না। সব সেনাবাহিনী দেয়।"



কি করবো বলেন? আমার আসলে অভ্যাস খারাপ। আমি উনাকে যেমন কমেন্ট দিয়েছি, হাসান কালবৈশাখী, হাবীব_ফরিদপুরকেও সেরকম মন্তব্য দিয়েছি। দলকানা নই তো, তাই মাঝে মাঝে যারে পাই একটু হালকা করে ধরে বসি। সরি ফর দ্যাট।



তবে উনি আমার কমেন্টে প্রত্যুত্তোর করেছেন, " পুলিশের সব লোক দলীয় ভাবে নিয়োগকৃত নাও হইতে পারে- এই বেসিক কথাটা আপনার ইস্পাত কঠিন মাথায় না আসাই স্বাভাবিক। ভূল বললাম।" বলে।



ব্লক থাকায় যা বলতে পারলাম না তা হলো " তাহলে কি নির্দলীয়ভাবে নিয়োগ পাওয়া 'একাধিক' হবিগন্জ্ঞেই গিয়ে পড়েছে? আর সেই লোকগুলো কাকে এই কথা বলেছে? আপনাকে?"

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

হেডস্যার বলেছেন:
ছাগলের বাচ্চার কথা বাদ দেন। ঐটা কমেন্টের জবাব ই দেয় না।
হাতের কাছে পাইলে এইগুলারে থাপড়ানো উচিত।
ব্লক কইরা বীরত্ব দেখায়। আবাল একটা।

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ইসপাত কঠিন বলেছেন: উনি কিন্তু এ্যাট লিস্ট গালিগালাজ করেন নি। এটা আমার ভালো লেগেছে।

২| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
কুকরা তো একজন ছাগু।

৩| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

হেডস্যার বলেছেন:
কথায় যুক্তি দেখাইয়া গালি গালাজ করলে ও আমার আপত্তি নাই।
কিন্তু তার এমন একটা পোষ্ট দেখাইতে পারবেন যেইটাতে সে কমেন্টের জবাব দিছে?

ছাগুদের প্রধান ধর্ম হইলো কথায় আর যুক্তিতে না পারলে ব্লক। :D

৪| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

পাজল্‌ড ডক বলেছেন: উনার লেখা গুলা উস্কানি মূলক,প্রি-সেট কোন চিন্তাভাবনা নিয়ে লিখে।

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ইসপাত কঠিন বলেছেন: ঠিক বলছেন। উনি প্রি-কনসিভড আইডিয়া নিয়ে লেখেন।

৫| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মামুন রশিদ বলেছেন: আমাদের বিজিবি কোন যুদ্ধে জানি ৬০০ বার্মিজ সেনাকে হত্যা করেছে ।

আমি বলেছিলাম 'যে গাঁজাখুরি লেখা শেয়ার দেয় সে ও একই দোষে দুষ্ট'! ব্যাস 'ব্লক'

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ইসপাত কঠিন বলেছেন: আপনার ভাগ্যও আমার মত।

৬| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ইসপাত কঠিন বলেছেন: প্লিজ ট্যাগ করবেন না। আমার পোস্টে কেউ কাউকে কোন প্রকারের ট্যাগ না করলে খুশী হব।

৭| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৩০

দাম বলেছেন: ভাই সিচ্যয়েশনটা নিয়ে একটু ব্রিফ করেন।

আমার যতটুকু মনে হচ্ছে যেহেতু বাংলাদেশ এখন ইন্ডিয়ার বলয়ে আছে, তাই ইন্ডিয়ার বর্তমান পরিস্হিতি কে আমলে নিয়ে চায়না মিয়ানমারকে এক্টু লাফালাফি করার স্পেস দিচ্ছে (খুটির জোরে পাঠা নাচে)।

আর একটা লক্ষনিয় বিষয় হল মোড়ল একদম চুপ!

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৩

ইসপাত কঠিন বলেছেন: মায়ানমার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে সতর্কতা ও নজরদারী অব্যাহত রয়েছে।

হবিগন্জ্ঞের অস্ত্রগুলো অনেক পূরনো বলে মনে হয়েছে। এগুলো ব্যবহার করা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অস্ত্র গোলাবারুদ খুব সংবেদনশীল সামগ্রী। এগুলোকে সঠিক তাপমাত্রা ও আর্দ্রতায় না রাখলে অব্যবহারযোগ্য হয়ে যায়।

ভূ-রাজনৈতিক কৌশলে কোন কোর্স অফ এ্যাকশন নেওয়া হচ্ছে, কে কি করছে জানি না।

৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ৩:০১

পংবাড়ী বলেছেন: আমাকে ৪ জন কমেন্ট ব্লক করেছেন; আজ দেখলাম একজনকে সামু 'নজরে' নিয়ে গেছে।

আোবশ্য সামু এক সময় আমাকেও ব্যান করে দেবে।

৯| ০৬ ই জুন, ২০১৪ রাত ৩:০৯

পংবাড়ী বলেছেন: ওহ, সেই ব্লগারের নিক 'সুমাইয়া আলো'; আমাকে কমেন্ট ব্যান করেছিলো; বেকুবের হদ্দ এখন সামুর নজরে/

১০| ০৬ ই জুন, ২০১৪ রাত ৩:৫৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.