নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ: জাতিকে কলংকমুক্ত করা

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

আজকাল জাতিকে কলংকমুক্ত করা বা অভিশাপমুক্ত করা নিয়ে অনেক শ্লোগান শোনা যায়। অমুকের ফাঁসি দিতে হবে, অমুকের বিচার করতে হবে, অমুককে অপসারণ করতে হবে, দূর্নীতি দূর করতে হবে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। সবই ঠিক আছে। কিন্তু প্রথম যে কাজটা করতে হবে তা কেউ বলেনা। প্রথম যে কাজটি করতে হবে তা হলো নিজেকে কলংকমুক্ত হতে হবে। দিনের শেষে আয়নার সামনে দাড়িয়ে বলতে হবে, "হ্যাঁ, আজ আমি একটা শুদ্ধ দিন পার করেছি, আজ আমি দেশের স্বার্থকে নিজের স্বার্থের কাছে জলান্জ্ঞলি দেইনি, আজ আমি কোন অসৎ কাজ করিনি, আজ আমি কারো ক্ষতি করিনি"।

যেদিন থেকে প্রতিদিন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে এসব কথা বলতে পারবো, সেদিন আমরা জাতিকে কলংকমুক্ত করার কথা বলার অধিকার অর্জন করবো। তার আগে নয়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৬

খেলাঘর বলেছেন:

জাতি কলংকিত নয়।

১৯৭১ সালে যারা জাতির বিপক্ষে যুদ্ধ করে, মানউষ মেরেছে, নারীর উপর অতয়াচার করেছে; তাদের সঠিক বিচার হচ্ছে।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

ইসপাত কঠিন বলেছেন: আপনি বোধ হয় লেখার থিমটা বুঝতে পারেন নাই। আরেকবার ভালো করে পড়তে পারেন।

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

উপপাদ্য বলেছেন: না উনি লেখার থিম ঠিকই ধরেছেন। তবে খাসলত অনুসারে শাবাইগ্যাদের মতো ঘোঁত ঘোঁত করে যাচ্ছেন।

আপনার বক্তব্য দারুন কিন্তু ঐ যে শাবাইগ্যাদের শ্লোগানটা রিলেট করে দিয়েছেন তাই ধুতিতে আগুন লেগেছে। এই ভাবে ধুতিতে আগুন দিবেন না।
ঠিক না।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

ইসপাত কঠিন বলেছেন: আমি কোন বিশেষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে লিখিনি। ট্রাস্ট মি।

ধন্যবাদ

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

খেলাঘর বলেছেন:

আজকে আবার পড়লাম, আগের মতই মনে হচ্ছে; এবার আপনার 'থিম'টা একটু জানতে দিন!

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

ইসপাত কঠিন বলেছেন: আমার থিম সিম্পল। আগে নিজে ভালো হবো, তারপরে অন্যকে ভালো হওয়ার উপদেশ দিবো।

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

খেলাঘর বলেছেন:


আপনি তো ভালোই আছেন, আর কি ভালো হবেন?

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

ইসপাত কঠিন বলেছেন: আপনি যা ভালো মনে করেন।

৫| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কি "সিম্পল থিম" লেখা দিলেন ভাই। মন ভাল নাই নাকি?

অমুকের বিচার বা সর্বচ্চ সাজা চাইলেও শর্ত?
আগে নিজেকে কলঙ্কমুক্ত করতে হবে? !!

ছোট বড় যে কোন অপরাধ সংগঠিত হলে তার বিচার করবে রাষ্ট্র। ক্ষতিগ্রস্থ পক্ষের অভিযোগের মাধ্যমে। ক্ষতিগ্রস্থ পক্ষ বা ক্ষতিগ্রস্থ ইন্ডিভিজুয়াল কলিমুদ্দি-ছলিমুদ্দিন যেই হোক 'ক্লিন চরিত্র' হওয়ার কোন শর্ত নেই।
হত্যাকান্ডের মত বড় কোন অপরাধ সংগঠিত হলে তার বিচার করবে রাষ্ট্র, তখন আমি আপনি বা কলিমুদ্দিদের অভিযোগও দরকার নেই। তখন বাদি হবে রাষ্ট্র নিজেই।

রাষ্ট্রযন্ত্রের দুর্বল অবকাঠামোর কারনে অনেকসময় সবকিছু করা সম্ভব হয় না।
তবে এটাই নিয়ম।


"আগে নিজেদের কলংকমুক্ত হতে হবে" এধরনের অস্পষ্ট যুক্তি দিয়ে 'বিচার' থামানো যায় না, যাবে না।

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

ইসপাত কঠিন বলেছেন: আমার মন ভালো আছে। মানসিকতাও ভালো আছে। নিজেরটা নিয়ে চিন্তা করুন।

ধরুন, আপনি নিজে টেন্ডার, চাঁদাবাজী, হল দখল নিয়ে কোন সংঘর্ষে জড়িয়ে পড়েছেন প্রত্যক্ষভাবে এবং সেখানে আপনার পক্ষের হাতে আরেকজন খুন হলো। আপনি বলুন, আপনি কোন মুখে অন্যের বিচার চান?

আপনি নিজে যদি ঘুষ খেয়ে থাকেন, আপনি অন্যের দূর্নীতির বিচার চাইবেন কোন মুখে?

আপনি নিজে যদি চোর হন, আপনি অন্যের চুরির বিচার চাইবেন কোন মুখে?

আপনি নিজে যদি স্বজনপ্রীতি করে থাকেন, তাহলে অন্যের স্বজনপ্রীতির অভিযোগে অপসারণ চাইবেন কোন মুখে?



আমার লেখার সাথে আপনার মানসিকতা না মেলানোই ভালো। আমার সিম্পল কথা, আমি যদি কোন খারাপ কাজ করি, সেই একই ধরনের খারাপ কাজের জন্য অন্যের বিচার চাওয়ার অধিকার আমার নেই।

আপনি মনে হয় আমার লেখার সাথে যুদ্ধাপরাধীদের বিচার বিরোধী কিছু একটা খুজে পাচ্ছেন। এক শ্রেনীর মানুষ আছে যারা এই ইস্যুটাকেই তাদের পরম আরাধ্য করে রেখেছে। এরা আসলে বিচার চায় না, কেননা বিচার শেষ হয়ে গেলে এদের ধান্ধা শেষ হয়ে যাবে।

আমি কখনো খুন করিনি, ধর্ষণ করিনি, লুটপাট করিনি। অতএব যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার অধিকার আমার আছে এবং আমি তা চাই।

আমি অহংকার করে বলতে পারি আমি আমার জীবলে ১ পয়সাও চুরি বা দূর্নীতি করিনি। অতএব, আমি চুরি বা দূর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে।

কখনো স্বজনপ্রীতি করিনি. অতএব স্বজনপ্রীতি কেউ করলে তার অপসারণ চাওয়ার অধিকার আমার আছে।

এই কথাগুলো কি আপনি বলতে পারবেন? বলতে পারলে ভালো। আর না বলতে পারলে.. আসসালামু আলাইকুম।

৬| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার সাথে আপনার মানসিকতার মিল চাচ্ছেন না।
যুদ্ধাপরাধীদের বিচার চাওয়াটাও ধান্দাবাজি বলছেন। যদিও আমি প্রসংগটি তুলিনি।

আমার বিরুদ্ধে টেন্ডার, চাঁদাবাজী, হামলা, হল দখল নিয়ে অভিযোগ আছে। তাই কোন খুন খারাপি হলেও বিচার চাওয়া যাবে না।

মুজিবের আমলে রক্ষীবাহিনীর অত্যাচার ক্রসফায়ার হয়েছে, তাই ওসবের সুরহা না হওয়া পর্যন্ত যুদ্ধাপরাধের বিচার করা যাবে না। বিচার চাওয়াটাও ধান্দাবাজি বলে গন্য হবে।

না ভাই এভাবে ভাবলে মানসিকতার মিল কখনোই হবে না।

"আগে নিজেদের কলংকমুক্ত হতে হবে" এধরনের অস্পষ্ট যুক্তি দিয়ে 'বিচার' থামানো যায় না, যাবে না।

টেন্ডার, চাঁদাবাজী, হামলা, হল দখলের বিচার হবে,
সব খুন খারাপিরও বিচার হবে।

বিচার হচ্ছেও ... বিভিন্ন ত্রুটি, বাধা থাকলেও আমি আশাবাদি।

শত বাধা সত্তেও বিরামহীন ভাবে ইয়াবা স্মাগলারদের ধরা হচ্ছে, মাথাদের সহ।
আগে দেদাসে গোল্ড পাচার হলেও গত একবছর জাবত কোন শিথিলতা ছাড়াই ধরা হচ্ছে, মাথাদের সহ। দির্ঘদিন সাগরদিয়ে দেদাসে আদম পাচার হলেও এখন ধরা হচ্ছে।
বিচারহীনতার সংস্কৃতি থেকে মোটামোটি বেরিয়ে আসছে, ভেজাল ঔসধে শিশু হত্যার বিচার হয়েছে, শাস্তি হয়েছে ডাক্তার ও ঔসধ কম্পানির মালিকদের।
শতাধিক হত্যামামলার বিচার হয়েছে, ডজনখানিক ফাঁসিও দেয়া সম্ভব হয়েছে।

বিচারহীনতার সংস্কৃতি থেকে কিছুদিনের মধ্যেই আনেকটাই বেরিয়ে আসবে বাংলাদেশ।
সরকার পরিবর্তন হলেও এই 'ধির' অগ্রযাত্রা থামানো সম্ভব হবে না।
'ওদের' ছেড়ে দেয়াও সম্ভব হবে না।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

ইসপাত কঠিন বলেছেন: জনাব, কাউকে ছাড় দিতে আমি বলছি না। বেশী কথা বলে গুলানোর দরকার নেই।

এমন কোন ইম্প্রেশন দিবেন না যাতে মনে হয়, আপনি অপরাধের বিচার চান, দূর্নীতি উৎপাটন চান, কিন্তু নিজে অপরাধ, দূর্নীতি থেকে বেরিয়ে আসতে চান না।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

খেলাঘর বলেছেন:


অর্থহীন

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৭

ইসপাত কঠিন বলেছেন: আপনার আরেক নিক পংবাড়ী।

আপনার কাছে অর্থহীন হলে আমার কিছু যায় আসে না। আমি আমার কনসেপ্টে ক্লিয়ার। আপনার মন্তব্য আমাকে প্রভাবিত করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.