নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

আর সহ্য হচ্ছে না। যদি পারতাম............

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩



হয়ত ছবিটা শুধুমাত্র একটি কাল্পনিক ছবি। হয়ত বাস্তবকে কিছুটা এডিট করা। বেশ কয়েকদিন ধরে মনে মনে বলছিলাম সৃষ্টিকর্তার অপার মহিমায় এবং বনের রহস্যময়তায় সুন্দরবন ঠিকই সব ক্ষতি সামলে নিয়ে বুক উঁচু করে দাড়িয়ে তার অন্তর্নিহিত শক্তির জানান দেবে। কিন্তু ছবিটা দেখে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে টাইম মেশিনে চড়ে ছাত্রজীবনে চলে যাই, অথবা পেশা পরিবর্তন করে নিজ উদ্যোগের ব্যাবসায়ী হয়ে যাই। তারপর ফোম বা স্পন্জ্ঞ নিয়ে গ্রামবাসীদের মত নিজ হাতেই তেল অপসারন শুরু করি। সুন্দরবনের বেঁচে থাকার সংগ্রামে নিজের পদচিহ্ন রেখে যাই।

কিন্তু আমি নিরুপায়, অক্ষম। আমাকে চাকরী করতে হয়। শত ইচ্ছা থাকা সত্বেও সুন্দরবনের বেঁচে থাকার সংগ্রামে নিজেকে সামিল করতে পারি না। এক ব্যর্থতার বোধ ধীরে ধীরে আমাকে গ্রাস করে।

আমরা কি পারি না, সরকারের আশায় বসে না থেকে ফোম অথবা স্পন্জ্ঞ নিয়ে সুন্দরবন রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

নেবুলা মোর্শেদ বলেছেন: আমরা পারি কিন্তু আমাদের হাতে সেই প্রযুক্তি নেই।শালার দেশে কিছু হলে বি এন পি জামায়াত করেছে।আরে শালারা এই তেল সরানোর ব্যাবস্থা কর।নতুবা ইতিহাস কোন একদিন এই সরকারে যারা আছে তাদের কে আদালতের সামনে হতে হবে।মাঝে মাঝে পি এমের বড় বড় বুলি শুনতে পাই।আমি পরিবেশের জন্য এই করি সেই করি।কিন্তু আজ দেশ সহ সাড়া পৃথিবী সোচ্চার কিন্তু এই কুম্ভকর্ন সরকারের ঘুম থেকে উঠাবে কে? এই বন না থাকলে বাংলাদেশের ক্ষতি হবে সবচেয়ে বেশী যা আর হয়তো পুরুন করা সম্ভব হবে না।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ইসপাত কঠিন বলেছেন: আমার দুঃখ আমি নিজে কি করতে পারলাম।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪

মুরশীদ বলেছেন: আমরা কি পারি না, সরকারের আশায় বসে না থেকে ফোম অথবা স্পন্জ্ঞ নিয়ে সুন্দরবন রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে?[/sb তাহলে সরকারের কাছে আমরা কি আশা করব? Feeling the same as you. Thanks for sharing.

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

ইসপাত কঠিন বলেছেন: আশা করা ছেড়ে দিয়েছি সেই অনেকদিন আগে।

ধন্যবাদ

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: এখানে মূল বাঘের ছবিখানা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের 'সুন্দরবন জাতীয় উদ্যান' থেকে তোলা (Sundarbans National Park, West Bengal, India)। ডান পাশের প্রচারিত ছবি নিয়ে এই একটু ঘাপলা আছে। ভুল বুঝতে পারে অনেকে। সে যাই হোক, সুন্দরবনই তো। সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে যেকোন মূল্যে। সুন্দরবনের অবস্থা যেন ডান পাশের প্রতীকী ছবির মত না হয়, সবাই এই প্রার্থনা করি। বাস্তব অবস্থাটা হয়ত এর চেয়েও ভয়ংকর।
মূল ছবির সূত্র: Neelsky/ Shutterstock।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ইসপাত কঠিন বলেছেন: সুন্দরবনের অবস্থা যেন ডান পাশের প্রতীকী ছবির মত না হয়, সবাই এই প্রার্থনা করি।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭

আলম দীপ্র বলেছেন: :( :( :( আসলেই কিছুই কি করার নেই ! আমাদের পথ দেখাবে কে !?

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

ইসপাত কঠিন বলেছেন: নিজেকেই নিজের পথ খুঁজে নেওয়া ছাড়া আর আশা দেখি না।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: সৃষ্টিকর্তা রক্ষা করুন তবে জনসচেতনতা ও উদ্যোগের প্রয়োজন আছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

ইসপাত কঠিন বলেছেন: আপনার সাথে সম্পূর্ণরূপে একমত।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সত্যিই সহ্য হচ্ছে না... নিরীহ এবং অসহায় প্রাণীর ওপর এরকম আক্রমণ সইতে পারছি না....

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

ইসপাত কঠিন বলেছেন: এই ছবিটা এডিটেড। তারপরেও যেন বিপন্ন সুন্দরবনের বিমূর্ত প্রতীক।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

মাথা ঠান্ডা বলেছেন: আমার খুব কষ্ট হচ্ছে । সাথে সাথে প্রচন্ড ঘৃণা হচেছ সরকারের উপর ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

ইসপাত কঠিন বলেছেন: আশংকায় আছি। কষ্টে আছি নিজের অক্ষমতার কারনে।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দরবন বেঁচে থাক মাথা উচু করে ------------সকল বাধা দূর হয়ে যাক, মানুষের মনে বোধের উদয় হোক, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব---- কিন্তু বিড়ালের গলায় ঘন্টি বাধবে কে !!!!!!!

জাগো বাহে , বাঁচাও সুন্দরবন

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

ইসপাত কঠিন বলেছেন: সুন্দরবন বেঁচে থাক মাথা উচু করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.