নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

শাহজাহানপুরে ৪০০/৬০০ ফুট গভীরে পড়ে যাওয়া বাচ্চাটিকে উদ্ধার করতে শাহজাহানপুরের ব্লগাররা আমাকে সাহায্য করুন

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

শাহজাহানপুরের কাছের ব্লগাররা পারলে ঘটনাস্থলে যান, এবং আমি যে উপায়টি বলছি তা ফায়ার সার্ভিসকে বলুন।

বাচ্চাটির জন্য বেল্টের লুপওয়ালা প্যান্ট পাঠান। একটি বেল্ট পাঠান। সে যাতে বেল্টটি ঠিক মত পরে। এরপর একটি স্ন্যাপ রিং সহ দড়ি ফেলুন। সম্ভব হলে স্ন্যাপ রিং (যা রক ক্লাইম্বিং এর জন্য পরা হয়) কিভাবে বাধবে তা ভিডিও করে একটি মোবাইল ফোন পাঠান এবং শিশুটি যাতে তা যথাযথ ভাবে অনুসরন করে। সব কাজ শেষ হলে ধীরেে ধীরে রশিটিকে টেনে বাচ্চাটিকে তুলুন।

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: ওখানে যে অবস্থা! ভীড়! তবুও স্থানীয় ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে। দড়ি দিয়ে খাবার ও অক্সিজেনের ব্যাবস্থা করা হচ্ছে দেখলাম! কিন্তু উত্তোলনের জন্য কি করা হবে কে জানে! আর পাইপের মুখ উন্মুক্ত ছিল কেন সেটাই বড় একটি প্রশ্ন! যাই হোক, আগে শিশুটি সুস্থ অবস্থায় উদ্ধার হোক এটাই কামনা ও দোয়া।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩

ইসপাত কঠিন বলেছেন: আমি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রন কক্ষকে ইতোমধ্যে জানিয়েছি। ইনশা-আল্লাহ এই উপায়ে তাকে উদ্ধার করা সম্ভব হবে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: বাচ্চাটিকে যে ভাবেই হোক বাঁচানো দরকার।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

ইসপাত কঠিন বলেছেন: আমি চট্টগ্রামে থাকি। ঢাকায় থাকলে নিজে যেয়ে এই উদ্ধারকাজে অংশ নিতাম।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩/৪ বছরের বাচ্চা এত কিছু বুঝবেনা ।
উত্তম হয় , যদি ক্ষীণ স্যাস্থের কোন সাহসী বাচ্চা বা বয়স্ক লোককে পায়ে রশি বেঁধে উল্টো করে সুরঙ্গে নামিয়ে দেয়া হয় , যে শক্ত করে ছেলেটিকে ধরবে আর আস্তে আস্তে রশি টেনে দুজনকে উঠানো হবে ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৯

ইসপাত কঠিন বলেছেন: আজকালকার ৪ বছরের বাচ্চা অনেক বুদ্ধিদীপ্ত। আর চেষ্টা করতে ক্ষতি কি?

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২১

পাগলাগরু বলেছেন: ঐ হারামজাদা এত জায়গা থাকতে পাইপের ভিতরে গেলো কেনো

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২২

ইসপাত কঠিন বলেছেন: ভালো, খুব ভালো।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

আরজু পনি বলেছেন:

বাচ্চাটির নিরাপদে ফিরে আসুক ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

ইসপাত কঠিন বলেছেন: ইনশা-আল্লাহ

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

খেলাঘর বলেছেন:



বাচ্ছার অবস্হা ভালো হলে জাপানীদের ডাকা দরকার।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬

ইসপাত কঠিন বলেছেন: জাপানী আসতেও সময় লাগবে। আমার সাজেশনটা ট্রাই করে দেখা যেতে পারে। চেষ্টা করতে ক্ষতি কি?

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

দিশেহারা আমি বলেছেন: আমার এলাকা হলেও আমি এখন দেশে নাই।

মাথা মোটা লোক গুলো ৩/৪ মিটার করে পাইপ কেটে শুধু সময়ই নষ্ট করছে।যে অংশ কাটা হচ্ছে সেই অংশে রশিটা গিট দিয়ে ওনেক খানি তুলে তারপর কাটলে সময় বাচে।আর এত সরু পাইপ কাটা না কাটা একই কথা।।সময় নষ্ট না করে বিকল্প বেবস্থা নেওয়া উচিৎ।
আর এই ক্রেন দিয়ে এই কাজের বুদ্ধি দিছে কোন সালায় ।এই কাজের জন্য অন্য ক্রেন ব্যাবহার করা হয়।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭

ইসপাত কঠিন বলেছেন: আমার সাজেশনটা একবার ট্রাই করে দেখতে পারে।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টটি আমি ফেসবুকে দিলাম। যদি কেউ কিছু করতে পারে।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৭

ইসপাত কঠিন বলেছেন: ওকে

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: বাচ্চাটিকে যে ভাবেই হোক বাঁচানো দরকার।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪

ইসপাত কঠিন বলেছেন: এই মাত্র গুরুত্বপূর্ণ একজনের সাথে আইডিয়াটি শেয়ার করলাম। তিনি এখন ফায়ার সার্ভিসের মহাপরিচালককে আইডিয়াটি জানাবেন।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬

তিথীডোর বলেছেন: May Allah return the child safely to his mom's arm!

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

ইসপাত কঠিন বলেছেন: ইনশা-আল্লাহ

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

পাগলাগরু বলেছেন: বাচ্চাটার রশি ধরে উপরে উঠার শক্তি নাই আর লেখকের আইডিয়া হইলো মোবাইলে রেকর্ড করা ভিডিও বাচ্চাকে দেখানো। শালা বোকাচোদা।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

ইসপাত কঠিন বলেছেন: মাশা-আল্লাহ। আপনার বাবা মা আপনাকে ভালোই আচার-আচরন শিক্ষা দিয়েছেন।

বাচ্চাটাকে কোনভাবেই দড়ি ধরে রাখতে বলা হয় নাই। বলা হয়েছে তাকে একটা বেল্ট লাগানো প্যান্ট পাঠাতে, যেই বেল্টে লাগানো থাকবে স্ন্যাপ রিং, এবং স্ন্যাপ রিং এর মাঝ দিয়ে রশি গলানো থাকবে। রশিটিই বাচ্চাটিকে ধরে রাখবে, বাচ্চাটি রশি ধরে থাকবে না।

আর আজকালকার বাচ্চারা অনেক স্মার্ট, অনেকেই মোবাইল ভিডিও দেখতে জানে। আমার ৪ বছরের ভাগ্নে অন্তত জানে। এটা একটা সাহায্যকারী অপশন মাত্র। অনেক ছোট ছোট বিষয়ও অনেকসময় সহায়ক হয়।

যাই হোক, আপনার বাবা-মা কে আমার সালাম দিবেন।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

বংশী নদীর পাড়ে বলেছেন: দেখুন এই মুহূর্তে কাউকে কেউ গালিগালাজ করে সময় নষ্ট করা ঠিক নয়। কেউ কোনো উপায় জানলে তাড়াতাড়ি পরামর্শ দিয়ে সহায়তা করুন। মনে-প্রাণের দোয়া করছি যাতে শিশুটি সুস্থ্য ভাবে ওঠে আসতে পারে।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

ইসপাত কঠিন বলেছেন: উনার উপর রুষ্ট হবেন না। পরিবারের এবং পরিবেশের প্রভাব মানুষের উপর কিছুটা পড়েই। উনার দোষ নাই।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মাশা-আল্লাহ। আপনার বাবা মা আপনাকে ভালোই আচার-আচরন শিক্ষা দিয়েছেন।

যাই হোক, আপনার বাবা-মা কে আমার সালাম দিবেন।

ধন্যবাদ ভাই ইসপাত কঠিন।
কিছু কিছু খারাপ লোক বোধহয় সব জায়গায়ই থাকে।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

ইসপাত কঠিন বলেছেন: বাদ দেন ভাই।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২

পাগলাগরু বলেছেন: কম্পিউটারে পর্ণ ফাকে গাজা খাইতে খাইতে আইডিয়া দিলে মানুষ ভালো হইয়া যায় না।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ। ভালো লাগলো শুনে।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: পাগলাগরু বলেছেন: কম্পিউটারে পর্ণ ফাকে গাজা খাইতে খাইতে আইডিয়া দিলে মানুষ ভালো হইয়া যায় না।

যে যেরকম সে তেমনই ভাবে। আরে ভাই মানসিকতা বদলান।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫

ইসপাত কঠিন বলেছেন: বাদ দিন।

আপনার ফেবু ফ্রেন্ড অভি মইনুদ্দিন আমার সহপাঠী।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯

নিমচাঁদ বলেছেন: ৬০০ ফিট নীচে বাচ্চাটির কি অবস্থা আল্লাহ পাক জানেন , আপনার পরামর্শটি যুক্তিযুক্ত । যথেষ্ট সময় ক্ষেপন হয়ে যাচ্ছে , নিজে সন্তানের বাবা বিধায় , কি রুদ্ধশ্বাস নিয়ে টিভি সেটের সামনে পুরো পরিবার নিয়ে বসে আছি , সেটা বুঝাতে পারবো না ।

আর পাগলাগরু ভাই , প্রথমে ভেবেছিলাম আপনার বয়স কম , পরে আপনার ব্লগে গিয়ে দেখলাম আপনি কম বয়স্ক লোক নন । যে শ্ল্যাং টি উচ্চারণ করেছেন , আশা করি সেটি আপনি নিজের বউ , ভাই কিংবা বাবা মায়ের সাথে ব্যবহার করেন না । আর করে থাকলে , কিছু বলার নেই আর ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮

ইসপাত কঠিন বলেছেন: চিকন পাইপটি তুলে ফেলা হয়েছে। কে জানে হয়ত এবার আমার আইডিয়াটা কাজে লাগানো হবে।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

নতুন বলেছেন:

এই রকমের দড়ীর প‌্যন্ট বা হাফ প‌্যান্টে ভাল করে শক্ত করে লাইনিং বানিয়ে রশির সাথে পাঠাতে হবে... তবে একবার পড়লে আর ফসকে যাবেনা...

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

ইসপাত কঠিন বলেছেন: খুবই কার্যকর। দেখা যাক কি হয়।

ধন্যবাদ।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

আহমেদ নিশো বলেছেন: একজনকে নামানো হচ্ছে, দেখা যাক কি হয়! আল্লাহ ভরসা।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

ইসপাত কঠিন বলেছেন: এটি একটি ব্লান্ডার হতে পারে। বশির আহমেদকে সোজাসুজি নামানো হলে সে বাচ্চাটিকে ধরতে পারবে না। কেন না বাচ্চাটিকে ধরতে তার শরীর ম্যানুভার করে মাথা নীচু পা উপর করার পর্যাপ্ত স্থান সেখানে নেই। আর যদি তাকে উল্টা করে অর্থাৎ মাথা নীচে পা উপরে করে ৬০০ ফুট নীচে নামানো হয়, তাহলে বশিরের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

নতুন বলেছেন: ৬০০ ফুট পাইপে আরো একজনকে নামানো এবং তিনি নিরাপত্তামুলক পোষাখ পরেনাই...

এটা খুবই বিপদজনক... আরেক জনের জীবনের ঝুকি নেওয়া হচ্ছে...

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

ইসপাত কঠিন বলেছেন: আমিও তাই মনে করি।

এটি একটি ব্লান্ডার হতে পারে। বশির আহমেদকে সোজাসুজি নামানো হলে সে বাচ্চাটিকে ধরতে পারবে না। কেন না বাচ্চাটিকে ধরতে তার শরীর ম্যানুভার করে মাথা নীচু পা উপর করার পর্যাপ্ত স্থান সেখানে নেই। আর যদি তাকে উল্টা করে অর্থাৎ মাথা নীচে পা উপরে করে ৬০০ ফুট নীচে নামানো হয়, তাহলে বশিরের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। ৬০০ ফুট নামতে যে সময় লাগবে এবং সেখান থেকে উঠতে যে সময় লাগবে, সেই সময় ধরে একটা মানুষ মাথা নীচু, পা উপরে থাকাটা কতটা ভয়ংকর হতে পারে তা চিকিৎসকরা ভালো বলতে পারবে।

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৯

মতিউর রহমান মিঠু বলেছেন: ''পাগলাগরু বলেছেন: কম্পিউটারে পর্ণ ফাকে গাজা খাইতে খাইতে আইডিয়া দিলে মানুষ ভালো হইয়া যায় না।''

এর মাথায় নিশ্চই ঝামেলা আছে। পর্ণ ফাকে গাজা তো নিজে খেয়ে আবোল-তাবোল বলছেন যা নিজেও জানেনা। আজব পাগল..........

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

ইসপাত কঠিন বলেছেন: বাদ দেন। মানুষ তার পরিবার ও পরিবেশ দ্বারা কিছুটাতো প্রভাবিত হবেই।

আশ্চর্য বিষয় হচ্ছে এখন যদি ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান নির্ণয় করা না যায়, তবে ভেতর থেকে কেই বা রেসপন্স করলো আর কেই বা জুস খেলো?

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা এমন ভূয়া খবর দিয়ে দেশটাকে
তোলপাড় করে তাদের ধিক

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

ইসপাত কঠিন বলেছেন: গতকাল গভীর রাত পর্যন্ত এতকিছুর পর এখন যখন ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তখন মেজাজটাই বিগড়ে গেলো।

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আমার পূর্বের মন্তব্যের জন্য দুঃখিত,
বিভিন্ন মিডিয়া ও সরকারী পর্যায়ের ঘোষণার
প্রেক্ষিতে উপরোক্ত মন্তব্য করেছিলা। সরকার
জিহাদকে উদ্ধার ঘোষণা পরিত্যাক্ত ঘোষণার
পরে তাকে উদ্ধার করা হয়েছে, যা সত্যিই
সরকারের ভাবমূর্তি খুন্ন করেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

ইসপাত কঠিন বলেছেন: আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এইসব?

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

খেলাঘর বলেছেন:

আপনি কি ব্লগারদের সাহায্য পেয়েছিলেন?

আমার লেখা প্রকাশইত হতে দিচ্ছে না সামু।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

ইসপাত কঠিন বলেছেন: আমি জানি না। অনেকেই আছেন যারা সাহায্য ঠিকই করেন, কিন্তু গোপনে, লোক দেখানোর অভ্যাস তাদের নেই। তাদের কেউ হয়ত চেষ্টা করেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.