নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসপাত কঠিন

আমি কোন দলের নই। আমি একান্তই আমার।

ইসপাত কঠিন › বিস্তারিত পোস্টঃ

হে মহান রাজনীতিবিদ, নেতা-কর্মী, চেলা-চামুন্ডা ও সমর্থকগণ

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

বাংলাদেশ। তিনপাশে ভারত, একপাশে মায়ানমার এবং দক্ষিনে বংগোপসাগর ঘেরা ছোট্ট একটি দেশ। না, এখানে যুক্তরাষ্ট্রকে আকর্ষন করার মত এমন আহামরি পরিমানের প্রাকৃতিক সম্পদ নেই যে যুক্তরাষ্ট্র ইরাক বা আফগানিস্তানে যে কারনে গনতন্ত্র এনেছে, সেই একই কারনে বাংলাদেশেও গনতন্ত্র আনবে না।



কক্সবাজার থেকে চীনের চেংদুর দুরত্ব ১৫৭৩ কিলোমিটার। টমাহক ক্রুজ মিসাইলের Block II TLAM-A সিরিজের সর্বোচ্চ দুরত্ব ২৫০০ কিলোমিটার। Block III TLAM-C এবং Block IV TLAM-E সিরিজের সর্বোচ্চ দুরত্ব ১৭০০ কিলোমিটার। জ্বী, আমি জানি আংকেল স্যাম তার দেশ থেকেই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে চীনে আঘাত হানতে পারে। সেটা তারা রাশিয়াকেও করতে পারে। তারপরেও রাশিয়ার চারপাশে ঘাঁটি গড়া থেকে তারা কিন্তু পিছপা হয়নি। তারা এটা করেছে মনস্তাত্বিক চাপ বজায় রাখার জন্য।



এই এলাকাতেও তাদের একটা ঘাঁটি হলে তাদের জন্য মন্দ হয় না। পাকিস্তান কখনোই যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে তাদের দেশের মাটি ব্যবহার করতে দেবে না। তারা আবার পারমানবিক শক্তিধর দেশ। জোর করে তাদের মাটি ব্যবহার করতে গেলে অনেক মূল্য পরিশোধ করতে হবে। আর ভারতের ক্ষেত্রেও একই বিষয়। পার্থক্য হলো ভারত জনসমর্থনের কারনে এ কাজটি হতে দেবেনা, কেননা যে সরকার যুক্তরাষ্ট্রকে ঘাঁটি গড়ার অনুমতি দেবে সেই সরকার আসলে পলিটিক্যাল সুইসাইড করবে। মায়ানমারের সাথে জোর করলেও খরচের হিসাব বেশী হতে পারে কেননা তাদের সরকার তাদের সামরিক বাহিনীর পেছনে বিশাল খরচ করে যাতে তারা কিছুটা জবাব দিতে পারে।



বাদ রইলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ আক্রমন করে বসে, তাহলে তাতে প্রকৃত বাধা দেওয়ার মত বন্ধুরাষ্ট্র কেউ কি আছে? যে কোন দেশের কথা চিন্তা করুন। অথবা যুক্তরাষ্ট্রের খরচের খাতা ভারী করার সক্ষমতা কি বাংলাদেশের আছে?



আবারো বলছি, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে যে কারনে গনতন্ত্র যে কারনে এনেছে সেই একই কারনে বাংলাদেশে গনতন্ত্র আনবে না। কিন্তু ইরাক, আফগানিস্তান ব্র‌ান্ডের গনতন্ত্র আনার ভূ-রাজনৈতিক স্বার্থ কিন্তু আংকেল স্যামদের এখানে নিহিত থাকতে পারে। আমাদের দেশে গনতন্ত্র এনে তারা ঠিকই একটি সামরিক ঘাঁটি গেড়ে বসতে পারেন।



হে মহান রাজনীতিবিদ, নেতা-কর্মী, চেলা-চামুন্ডা ও সমর্থকগণ, নিজেরা বসে ভালোভাবে সব ঠিক করে নিন। বর্তমান অবস্থাকে এখনই সামলান যাতে আমেরিকান গনতন্ত্র এদেশে হাজির না হয়ে পড়ে



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
একটু পিছু হটলেন মনে হয়।

আপনার লেখার প্রথম অংশ দেখে আমি ভাবছি অন্য কথা।
আমি নিজস্য নীতিগত ভাবে সমগ্র পৃথিবীকেই একটি দেশ, নিজের দেশ মনে করি। পুর্বাঞ্চলের রক্ষনশীল সামন্তবাদি শাষকদের কারনে এইসব অঞ্চনে সড়ক কানেক্টিভিটি নেই।
আমি চাই রেল ও রোড কানেক্সান - কুনিমং টু টেকনাফ।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

ইসপাত কঠিন বলেছেন: পিছু হটার কি দেখলেন? একটু বুঝিয়ে বললে উপকৃত হবো।

কুনমিং টু টেকনাফ রোড কানেকশন চান তা ভালো কথা এবং আমাদের দেশের প্রভূত উপকারে আসবে। তবে এর সাথে আমার লেখার সম্পর্কটাও একটু বুঝিয়ে বলবেন?

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫০

খেলাঘর বলেছেন:


মাথা যখন আছে, ভাবনা সেখানে আসবেই, দরকারী হোক বা বেদরকারী হোক।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

ইসপাত কঠিন বলেছেন: ভাবনা আসতে ক্ষতি কি? দরকারী বা বেদরকারী নির্ণয় করার যোগ্যতা আপনার কতটুকু আছে তা নিজেই যাচাই করে দয়া করে নিজের মধ্যে রাখেন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

খেলাঘর বলেছেন:

"দরকারী বা বেদরকারী নির্ণয় করার যোগ্যতা আপনার কতটুকু আছে তা নিজেই যাচাই করে দয়া করে নিজের মধ্যে রাখেন। "

-রাখছি তো নিজের মাঝে, সমস্যা হলো ব্লগ; ওখানে প্রকাশ করলে আর নিজের মাঝে থাকে না।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ সাবেক পংবাড়ী এবং বর্তমান খেলাঘর। আপনার লেখা/মন্তব্যের সাথে আমি দীর্ঘদিন পরিচিত, যা থেকে আপনার একটা সাইকোলজিক্যাল প্রোফাইলও আমি এঁকেছি। কিন্তু ব্লগ হোক আর যাই হোক, আমার ব্যাক্তিগত নীতিবোধের কারনে আমি সবকিছু সবখানে প্রকাশ করা থেকে এড়িয়ে চলি।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩১

কামের কথা কন!! বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ সাবেক পংবাড়ী এবং বর্তমান খেলাঘর। আপনার লেখা/মন্তব্যের সাথে আমি দীর্ঘদিন পরিচিত, যা থেকে আপনার একটা সাইকোলজিক্যাল প্রোফাইলও আমি এঁকেছি। কিন্তু ব্লগ হোক আর যাই হোক, আমার ব্যাক্তিগত নীতিবোধের কারনে আমি সবকিছু সবখানে প্রকাশ করা থেকে এড়িয়ে চলি।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

ইসপাত কঠিন বলেছেন: এই ভদ্রলোকের মন্তব্যগুলো পড়ে দেখবেন, অপরের প্রতি শ্রদ্ধাবোধ জিনিসটা তার শিক্ষার মধ্যে নেই। ব্লগাররা প্রতিনিয়ত তার আচরনের জন্য তাকে কটুকথা শুনিয়ে থাকে। তারপরও তিনি কোন শিক্ষাগ্রহন করেন না।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৫

কামের কথা কন!! বলেছেন: েস সাইকো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

ইসপাত কঠিন বলেছেন: গোয়েন্দারা ক্রাইম সিন দেখে মেথড অফ অপারেশন বুঝে অনেকসময় পূরনো অপরাধীকে সনাক্ত করে। একটা মানুষ যতই মুখোশ পড়ুক না কেন, তার স্বভাব দেখে তাকে সনাক্ত করা যায়। তিনি প্রথমে পংবাড়ী ছদ্মনামে ব্লগিং করতেন। পরবর্তীতে তিনি খেলাঘর ছদ্মনামে ব্লগিং শুরু করেন। কিন্তু তাঁর স্বভাব এবং আচরনজনিত কারনে বিভিন্ন ব্লগারের কাছে অপদস্ত/অপমানিত হতে থাকেন যা আগের ছদ্মনামেও হয়েছেন। ভদ্রলোক এখন আরেকটি ছদ্মনামে ব্লগিং শুরু করেছেন। তার বর্তমান ছদ্মনামটি তিনি আজ ০৬ই ফেব্রুয়ারী ২০১৫ তারিখ থেকে ২ সপ্তাহ ৫ দিন আগে খুলেছেন। কিন্তু তাঁর স্বভাবজাত কারনে এবারেও তাকে চিহ্নিত করতে খুব একটা বেগ পেতে হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.