![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোজা কথায় বলি। আমি একজন মুসলিম। আপনি যে কোন ধর্মের হতে পারেন। আপনি যদি আমাকে আপনার ধর্মে দাওয়াত দিতে চান তাহলে আপনার ধর্মের গুনকীর্তনের মাধ্যমে, আপনার ধর্মের মহিমা বর্ণনা করার মাধ্যমে আমাকে দাওয়াত দিন। কি কি কারনে আপনার ধর্ম ভালো তা বলুন। কিন্তু আমার ধর্মকে দয়া করে আক্রমন করবেন না।
একইভাবে যারা মুসলিম আছেন, তারা অন্যকে ইসলাম ধর্মে দাওয়াত দিতে চাইলে ইসলামের গুনকীর্তন ও মহিমা বর্ণনার মাধ্যমে দাওয়াত দিন। অন্য ধর্মকে কটাক্ষ করে নয়।
কেউ কারো ধর্মকে কটাক্ষ করবেন না প্লিজ। কারো ধর্মীয় নবী-রাসুল, দেব-দেবীকে কটাক্ষ করবেন না প্লিজ।
আর যারা অবিশ্বাসী, তারা নিশ্চয় কিছু একটা বুঝেই অবিশ্বাসী হয়েছেন। আপনার বুঝ আপনার মাঝেই রাখুন। অন্যকে বোঝানোর চেষ্টা করবেন না। গালিগালাজ ও কটাক্ষ বন্ধ করুন।
অসাম্প্রদায়িকতা মানে সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান। অসাম্প্রদায়িকতা মানে সংখ্যাগুরু হয়ে সংখ্যালঘুকে আক্রমন বা কটাক্ষ নয়। আবার অসাম্প্রদায়িকতা মানে সংখ্যালঘু হয়ে সংখ্যাগুরুকে আক্রমন বা কটাক্ষ নয়।
নাস্তিকতা আস্তিকতা নিয়ে বেশী বাড়াবাড়ি মনে হচ্ছে। দয়া করে লিমিট ক্রস করবেন না। বেশী দেরী হয়ে যাবার আগেই আপনার লাগাম টেনে ধরুন। সুস্থ মানসিকতার পরিচয় দিন।
ধন্যবাদ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
ইসপাত কঠিন বলেছেন: নিজ সীমারেখা চেনার অক্ষমতাই আমাদেরকে প্রতিদিন পতনের দিকেই ধাবিত করছে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬
শাহীন উল্লাহ বলেছেন: ধর্ম নিরপেক্ষতা মানে শুধুমাত্র ইসলাম ধর্ম কে আক্রমণ কেনো ???
আপনার যদি ইসলাম ধর্ম ভালো না লাগে তাহলে আপনি ধর্ম পরিবর্তন করুন, এখানে কি কেউ আপনানে ধর্ম পরিবর্তন করতে বাধা দিয়েছে ???
কিন্তু বার বার আমার নবি কে আক্রমণ কেনো ???? লিখতে আমরা ও জানি কিন্তু আমরা এতা নচি না যে অন্য ধর্ম কে আক্রমণ করবো,,,
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
ইসপাত কঠিন বলেছেন: ধর্ম নিরপেক্ষতা বা মুক্তবাক এর অর্থ কোনভাবেই কোন ধর্মকে আঘাত করা হতে পারে না।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩
নিষ্কর্মা বলেছেন: আগে শুনতাম আমরা বাঙালীরা না কি উদারপন্থী। আমরা না কি অনেক বেশি সহনশীল। কিন্তু ইদানিংকার ঘটনাসমূহ পর্যবেক্ষন করে মনে হচ্ছে, আসলে আমরা খুবই চরমপন্থী, এক রোখা, ব্যক্তি-কেন্দ্রিক এবং সহানুভূতিহীন সম্পন্ন মানুষের সমষ্টিতে গড়া এক অদ্ভুত জাতি।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৪২
ইসপাত কঠিন বলেছেন: সন্দেহ নেই আমরা এক অদ্ভূতূড়ে জাতি।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮
দংশন বলেছেন: মুসলিমরা এই লিমিট অনেক আগেই অতিক্রম করেছে।
অন্য ধর্মকে এবং তাদের দেব দেবীকে নিয়ে অশ্লীল গল্প বানানো কটাক্ষ করা তাদের অধিকার মনে করে।
অভিজিত রাইকে যেকারণে কোপানো হলো দেলোয়ার হোসেন সাইদিকে হিন্দুরা হাজারবার কোপানোর অধিকার রাখে সেই একই কারণে।
বাংলাদেশের এমন কোন ওয়াজ মাহাফিল নাই যেখানে হিন্দু ধর্ম নিয়ে অশ্লীল কটাক্ষ করা হয় না।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৪৭
ইসপাত কঠিন বলেছেন: আমি ওয়াজ তেমন একটা মাহফিল শুনি না। শুধুমাত্র পাবলিক বাসে চালানো হলে বাধ্য হয়েই শুনতে হয়। হয়তবা পূরোটা শোনা হয় না বলেই বলছি যে, আপনার কথার সত্যতা আমি খুব একটা পেয়েছি বলে মনে হয় না। হয়ত পূরোটা শুনলে আপনার কথার সত্যতা পেতাম। হয়ত কেউ কেউ এমন আহাম্মকি করে। হয়ত বেশীরভাগই এই আহাম্মকি করে।
৫| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
যারা পড়ালেখা করেছেন, সবাই অংক জানেন; তবে, জানার লেভেল সমান নয়।
সবাই ধর্ম বুঝে নিজ লেভেলে; কিন্ত সবাই দাবী করে যে, সে শুধু সঠিকভাবে জানে; এটাই সমস্যা; ধর্মের ব্যাপারে এই সমস্যার সমাধান হবে না।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
ধূসরছায়া বলেছেন: মানুষ বলেই একে অপরের সাথে মত পার্থক্য থাকবে! আবার কথা হলো, মানুষ বলেই আমাদের প্রত্যেকের কিছু নির্দিষ্ট সীমারেখা বুঝে চলা উচিৎ! অথচ সেটাই আমরা মনে রাখতে চাইনা! আর চাইনা বলেই নিজেদের বড় প্রমান করতে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর কাজ করতে পিছপা হইনা!
যদু বংশ নিজদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে গেলো বলে!