![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এক নদীর পাশের পার্কের রাস্তা ধরে ভোরে দৌড়াচ্ছিলাম। ভোর বলতে সুবেহ সাদিকের সময়ে। হঠাৎ পেছন থেকে ঠকঠক এক অস্বাভাবিক শব্দে পেছনে ফিরে তাকালাম। অবাক বিস্ময়ে দেখলাম এক তরুন, যার একটি পা কাঠের, দৌড়াচ্ছে এবং আমি তাকিয়ে থাকতে থাকতে আমাকে অতিক্রম করে চলে গেলো। সেদিন আমি অত্যন্ত দৃঢ়ভাবে জানলাম মানুষের জন্য কোন কিছুই অসম্ভব নয়।
মাশরাফি- সাত সাতটিবার চিকিৎসকের কাঁচির নীচে যাকে শুতে হয়েছে, এখনো যাকে সকালে হাঁটু ভাঁজ করতে পরিশ্রম করতে হয়, এখনো যে নিজে সিরিন্জ্ঞ দিয়ে নিজের হাঁটুতে জমে থাকা পানি বের করে, সে এখনো লড়াই ছেড়ে দেয়নি। হাসপাতালে শুয়ে থাকা ছোট্ট ছেলেটির মুখ তাকে যুদ্ধক্ষেত্রে বিচলিত করতে পারে নি। খুঁড়িয়ে খুঁড়িয়ে দল পরিচালনা করেছে, তবুও বোলিং এ কোন ছাড় দেয়নি।
এই দূর্ধর্ষ যোদ্ধা যদি অসাধারন একটা জয়কে মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গ না করে তাহলে কে করবে?
সৌম্য আর শক্তির এক অসাধারন প্রতীক আমাদের মাশরাফি।
০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৪
ইসপাত কঠিন বলেছেন: We are proud of our captain.
২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৩
নেবুলাস বলেছেন: মাশরাফি! একজন যোগ্য অধিনায়ক এবং লড়াকু যোদ্ধা। মাশরাফি তোমায় হাজার সালাম। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৬
ইসপাত কঠিন বলেছেন: একজন যোগ্য অধিনায়ক এবং লড়াকু যোদ্ধা।
৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬
হাসান মাহবুব বলেছেন: হ্যাটস অফ টু মাশরাফি।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৭
ইসপাত কঠিন বলেছেন: হ্যাটস অফ টু মাশরাফি।
৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
মাথায় জাতীয়পতাকা বাধা উজ্জীবিত ক্যাপ্টেন মাশরাফির কথাগুলো খুব ভাল লেগেছে।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৭
ইসপাত কঠিন বলেছেন: হুম।
৫| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯
কালো গুপ্তচর বলেছেন: really proud of this guy....!!
hats off...!!
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২
ইসপাত কঠিন বলেছেন: হ্যাটস অফ।
৬| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৮
আল-শাহ্রিয়ার বলেছেন: love, like and respect all are for you mr Norail Express.
৭| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১:১৬
রুবন্স বলেছেন: মাশরাফি এমন একজন মানুষ যে বাংলাদেশের ক্রিকেটকে নেতৃত্ব দিতে সামনে থেকে নেতৃত্ব দেয়। তাকে আমরা সারাজীবন আন্তরিকতা আর সম্মানের সাথে মনে রাখবো। নতুন ও তরুন প্রজন্মের বাংলাদেশীদের অনুপ্রেরনার মানুষ মাশরাফি-বিন-মোর্তুজা। আমরা তার এই যোগ্য নেতৃত্বের জন্য আজ গর্বিত।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১:২৪
ইসপাত কঠিন বলেছেন: যথার্থ বলেছেন।
৮| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪২
আরণ্যক রাখাল বলেছেন: যোগ্য অধিনায়ক বাংলাদেশের
১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩০
ইসপাত কঠিন বলেছেন: এমন অধিনায়ক আর কখনো আসবে কি না জানি না। হয়ত একসময় বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে। সেই সময়ের অধিনায়কও মাশরাফির সমকক্ষখবে কি না জানি না।
৯| ১০ ই মার্চ, ২০১৫ ভোর ৫:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: ইনজুরিতে ক্ষত বিক্ষত ক্যারিয়ার, তবুও একটুকু দমে যায়নি। এমন যোগ্যতা আর দৃঢ়তা কয়জন নেতার আছে? হ্যাটস অফ নড়াইল এক্সপ্রেস!
১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩১
ইসপাত কঠিন বলেছেন: সত্যিই তাই।
১০| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০২
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: নেতৃত্বের সবটুকু গুণই বিদ্যমান তাঁর ভিতর, সবচেয়ে বেশি ত্যাগী।
১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩১
ইসপাত কঠিন বলেছেন: সঠিক বলেছেন।
১১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি তিনি অনুপ্রেণার উৎস । এই শারীরীক অবস্থায় যিনি নিজেকে উজাড় করে দেন বাকীদের জন্য তা টনিক হিসেবে কাজ করে নিশ্চয়ই ।
১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩২
ইসপাত কঠিন বলেছেন: সত্যি তিনি অনুপ্রেণার উৎস ।
১২| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: একজন পেসারের জন্য অতীব গুরুত্বপূর্ণ হলো শক্তিশালী পা তিনি দুই হাটুতে সমস্যা থাকা সত্ত্বেও যেভাবে খেলছেন সত্যি অসাম ।
১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩
ইসপাত কঠিন বলেছেন: ঐ যে বলেছিলাম, মানুষের জন্য অসম্ভব কিছুই নেই। মাশরাফি তা প্রমান করতে পেরেছে। অল্প কিছু মানুষ তা পারে।
১৩| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৩
হাইপারসনিক বলেছেন: এই জন্যেই আমারা পৃথিবীর বুকে আজ গর্বিত..
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
ইসপাত কঠিন বলেছেন: হুম।
১৪| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হাসান মাহবুব বলেছেন: হ্যাটস অফ টু মাশরাফি।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯
ইসপাত কঠিন বলেছেন: হ্যাটস অফ টু মাশরাফি।
১৫| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বলেছেন ।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০
ইসপাত কঠিন বলেছেন: কলমের কালি শেষ হবার পরেও অবিশ্বাস্যভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১
তানভীরএফওয়ান বলেছেন: we should proud for our captain