![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণজাগরণ চত্বর থেকে: শাহবাগের আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে উপস্থিত হলো ক্যামব্রিয়ান কলেজের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী। এর আগে শাহবাগে আসার জন্য স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের শাস্তি দিয়েছে বলে যে অভিযোগ উঠেছিল তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন কলেজটির শিক্ষক ও ছাত্ররা।
শুক্রবার দুপুর ১২টার দিকে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষকদের নেতৃত্বে ১২টি বাসে প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী শাহবাগে আসে।
কলেজের শিক্ষক লিঙ্কন বাংলানিউজকে বলেন, “প্রথম থেকেই আমরা মুক্তিযুদ্ধের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমরা আগে থেকেই শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম। কিন্তু মাঝে আমাদের স্কুলের একটা ঘটনার সঙ্গে শাহবাগের ঘটনাকে লিংক করা হয়। যা আমাদের নামে কুৎসা রটনা ছাড়া আর কিছুই না।”
তিনি দাবি করেন, “বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের ছত্রছাত্রীদের শাহবাগ আন্দোলনে আসতে না দেওয়ায় আমাদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী নির্যাতনের অভিযোগ করা হয়েছে। তবে এটা সত্য যে, আমরা স্কুলের আইন ভঙ্গ করায় এবং সাধারণ পোশাক পরে আসায় কয়েকজন ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। কিন্তু সেটা শাহবাগের সঙ্গে সম্পর্কহীন।”
তিনি আরও বলেন, “আমাদের ছাত্রদের পরীক্ষা চলায় আমরা একসাথে আসতে পারিনি। তবে অনাবাসিক ছাত্রদের এখানে আসতে কোনও বাধা দেওয়া হয়নি। বৃহস্পতিবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ায় আমরা শুক্রবার সবাই একসাথে আসতে পেরেছি।”
Click This Link
©somewhere in net ltd.