নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় যুক্তির পক্ষে

কর্পোরেট পাপী

কর্পোরেট পাপী › বিস্তারিত পোস্টঃ

এত বৈষম্য কেন মুক্তমনাদের প্রতি?

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮

দেশের রাজনৈতিক নেতারা মারা
গেলে বা খুন হলে দেশে রাজনৈতিক
দলগুলো শোক সভা,স্মরণ সভা,শোক দিবস
আয়োজন করতে ব্যস্ত হয়ে পরে.কিন্তু
একজন মুক্তমনা,মানবতা বাদী কেউ
মারা গেলে কোন রাজনৈতিক দল বা
দলের নেতারা একটি শোক বার্তাও
প্রকাশ করে না.আচ্ছা মুক্তমনারা কি
এই দেশের নাগরিক নয়?তারা কি এই
দেশের থেকে,জনগনের
থেকে,রাজনৈতিক দল বা দলের
নেতাদের কাজ থেকে কোন অধিকার
পেতে পারে না?এত বৈষম্য কেন
মুক্তমনাদের প্রতি?আমি একজন
মুক্তচিন্তার মানুষ.মুক্তমনাদ ের পাশে
জীবনের ঝুঁকি নিয়ে দাড়াই.শত হুমকি
উপেক্ষা করে লিখি মুক্তমনাদের
কথা.আজ একটি দাবি করব,না কোন টাকা
চাই না.নিজের জন্যও কিছু না.চাই
মুক্তমনা শহীদদেরকে স্মরণ করতে.চাই
শহীদি মর্যাদা দিতে.হুমায়ুন
আজাদ,শফিকুল ইসলাম।রাজিব
হায়দার,অভিজিৎ রায় এবং ওয়াসিকুর
বাবুকে জীবদ্দশায় আমরা তেমন সম্মান
করতে পারি নি.দিতে পারি নি
যথাযোগ্য মর্যাদা.এতে আমরা
লজ্জিত.তাই লজ্জা থেকে কিছুটা মুক্তি
পেতে মুক্তমনাদের স্মরণ করতে
চাই.তাই রাষ্টের কাছে আকুল
আবেদন,অন্তত মুক্তমনা শহীদের স্মরণ
করতে একটি দিন মুক্তমনা দিবস ঘোষনা
করা হোক.এতে মুক্তমনা শহীদদের আত্মা
কিছুটা হলেও শান্তি পাবে.


মুক্তচিন্তা মুক্তি পাক
মৌলবাদ নিপাত যাক

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৭

এন.এ.আনসারী বলেছেন: আচ্ছা কেউ যদি বারবার আপনার মা বোনকে অশ্লীল ভাষায় প্রতিনিয়ত গালাগাল করে, নিজের বিছানায় আপনার মা বোনকে পেতে চাই তাহলে আপনি কি করবেন?
একদিন সহ্য করবেন, দুইদিন সহ্য করবেন কিন্তু তৃতীয় দিনে আপনি তাকে মারতে অবশ্যই উদ্যোগি হবেন………..
তাহলে বলুন একজন মুসলমান কিভাবে তাদের নবীর অপমান সহ্য করবে..? যেটা বুঝাতে চাচ্ছি যে নিহত ব্লগার তার মৃত্যুর জন্য একমাত্র সে নিজেই দায়ী আরো দায়ী সেই সব কথিত মুক্তমনারা যারা মত প্রকাশের স্বাধীনতার নামে নাস্তিকতার নামে অন্যান্য ধর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইসলামকে অপমান করে যাচ্ছেন।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২২

কর্পোরেট পাপী বলেছেন: ভাই
যাদের হত্যা করা হচ্ছে তাদের
সম্পর্কে জেনে কথা বলিয়েন।
ওয়াসিকুর কিংবা অভি তাদের কেউ
শুধুমাত্র ইসলাম কে গালি দেয়
নি।তারা যুক্তির মাধ্যমে ধর্মের
ভুল গুলো দেখিয়েছে

২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১:১০

ফাইনডার বলেছেন: ভাই, আপনি একটা **** বাচ্চা, **** বাচ্চা, আপনি **** সন্তান বলে যদি কেউ গালি দেয় আপনি কি রেগে যাবেন...? আপনিও তাকে গালাগালি শুরু করবেন, নাকি তাকে মুক্তমনা বলবেন...? নাকি আপনি তাকে বাহবা দিয়ে হাসতে থাকবেন...? কারন সে তো সুন্দর সুন্দর ভাষা জানে...

বি.দ্র. ভাই আপনি যদি রাতারাতি স্টার হতে চান তাহলে ইসলাম সম্বন্ধে উলটা পালটা লিখতে থাকুন, কে জানে আপনিও একদিন হয়ে যেতে পারেন মুক্তমনা বিজ্ঞান মনষ্ক লেখক...

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৮

কর্পোরেট পাপী বলেছেন: আজ পর্যন্ত যাদের হত্যা করা
হয়েছে তাদের কে ইসলাম কে গালি
দিয়েছে তা দয়া করে বলবেন??
তারা যুক্তি দেখিয়েছে।

৩| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১:১৪

ডেসার্ট রোজ বলেছেন: ভাই, আমাকে ভুল বুঝবেন না। আমার সাধারন বুদ্ধিতে যা বুঝি তা হলো, বর্তমানে বাংলাদেশের ইসলামিক ধ্যানধারনার মধ্যে অনকে ভ্রান্ত ধারনা আছে... যেমন, মাজার পূজা, মাইজভান্ডারী, স্বপ্নে পাওয়া আকিদা নিয়ে ৩ x ৪০ দিনের জন্য ঘরবাড়ী ছেড়ে বের হয়ে যাওয়া ইত্যাদি... যা সরাসরি কুরআন এবং সহীহ্ হাদীসের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং একই সাথে চরম অবৈজ্ঞানিকও বটে... আপনারা মুক্তমনারা বা এই ভাবধারার সমর্থনকারীরা ওইসব ভুলগুলো নিয়ে কথা বলুন, জনগনকে সচেতন করুন, তাহলেই সবার বুকভরা ভালোবাসা পাবেন ; অন্যথায় কারো ধর্মের সবচাইতে সম্মানিত ব্যাক্তিটিকে, অর্বাচীনের মত অযৌক্তিক মন্তব্য করে পচানোর চেষ্টা করে , 'মুক্তমনা" শব্দটিকে দয়া করে সবার কাছে বিতর্কিত করবেন না। এতে ঘৃনা ছাড়া আর কিছুই মিলবেনা।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪

কর্পোরেট পাপী বলেছেন: ভাই নাস্তিক রা কি ধর্ম নিয়ে এইসব ফাতরামির প্রতিবাদ করে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.