![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ বই লিখেছেন তাতে আপনার
ধর্মানুভূতি আহত হচ্ছে। আপনি সেই বই
না পড়ুন। নিজের ধর্মচর্চা নিয়ে
নিজেই থাকুন। বইটি না পড়লে তো
আপনার ধর্মের অনুভূতিতে আঘাত লাগছে
না। তাহলেই হয়ে যায়। আপনি মানুষকে
কোপাতে যাবেন কেন?
আর হ্যাঁ যদি বলেন আমি বইটি পড়ব।
তাহলে পড়ে আপনি বইটির বিরুদ্ধে
আপনার ধর্মীয় যুক্তি দিয়ে লেখালেখি
করুন। কলমের জবাব আপনি কলম দিয়েই
দিন। মানুষ খুন করে কেন? নাকি আপনার
ধর্ম এত নড়বড়ে যে কারো কলমের উত্তর
দেওয়ার মতো যুক্তি আপনার ধর্মগ্রন্থে
নেই? আল্লাহ এবং নবীর আদর্শ কি এতই
দূর্বল যে কেউ লিখলেই তা ভেঙে পড়ে?
নাকি কলমের উত্তর দেওয়ার মতো আদর্শ
আপনার নবী রেখে যান নি?
আপনাদের
এমন মানসিকতা দেখে আল্লাহ নবীর
জন্যই আমার কষ্ট হয়। কি উম্মত উনারা
তৈরি করে গেলেন! যাদের মাথায় এবং
চিন্তা ভাবনায় শুধু জবাই করা আর
মানুষ খুন করা।
আর যদি বলেন মানুষ কেন আমার ধর্ম
নিয়ে লিখবে? আমার অনুভূতিকে কেন
তারা সম্মান করবে না?-
"তাহলে আমি বলব মানুষ চিন্তা করতে
শিখেছে। মানুষ লিখবে। যেটা আপনার
কাছে অনুভূতি সেটা অন্যজনের কাছে
একটা হাস্যকর ব্যাপার যেমন-
হিন্দুদের মূর্তিপূজা কিংবা গৌতম
বুদ্ধকে নিয়ে আপনি হাসাহাসি করেন।
আপনি কোপাকুপি করে যেতে পারবেন
বড়জোর। আর এটা করে নিজের ধর্মটাকে
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বর্জ্যে
পরিণত করেছেন আপনারা।
ফ্রান্সের
"শার্লি এবদো" পত্রিকার আগে বিক্রি
ছিল ষাট হাজার। আপনারা খুন করার
পর সেই সংখ্যা হলো ছয় লাখ। এত গরু
খান। তার মধ্যে এক গরুর মগজও যদি
মাথায় থেকে থাকে তাহলে চিন্তা করে
দেখুন।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭
কর্পোরেট পাপী বলেছেন: কুত্তার বাচ্চা বলা বাকসাধীনতা না। কিন্তু কোনো কিছুতে যুক্তি দেখাবার অধিকার আমার আছে।তবে আমার যুক্তির বিপরীতে যুক্তি না দিয়ে আমাকে হত্যা করার কোনো অধিকার কি আপনার আছে??
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৩
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: যক্তি দেখান ভালো কথা কেউ তো মানা করেনি!! কিুন্তু যুক্তির নামে নবী রসূলদের আপত্তিকর কথা বলা তাদের স্ত্রীদের নামে কটুক্তি করা কি বাকস্বাধীনতা?? আপনার মা বোনকে নিয়ে আমি যদি আপত্তিকর কথা বলি সেটা কি যুক্তির মধ্যে পড়বে??
বিনা কারণে হত্যা করার অধিকার আপনার, আমার বা যারা গুম খুন করছে বা আগুনে পুড়িয়ে মারছে, কারোই নেই।
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:১১
কর্পোরেট পাপী বলেছেন: যেসব নাস্তিকদের হত্যা করা হয়েছে
তারা কেউ নবী কে কটুক্তি করে নি।
তারা নবীর অগন্য স্ত্রীর সংখ্যা নিয়ে
কথা বলেছেন।স্বাভাবিক যার স্ত্রীর
সংখ্যা অগন্য তার এই বিষয় নিয়ে কথা
হবেই
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯
শাহিন বলেছেন: ধর্মের (সকল ধর্ম) বিষয়ে কোন তর্ক/যুক্তি/ভেদাবেদ আমার পছন্দ নয় । ফলাফল সকলের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় । আমরা প্রত্যেকে মানুষ । তাই ভাবা উচিৎ মানুষের বিষয়ে, ধর্মের বিষয়ে নয় ।
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯
কর্পোরেট পাপী বলেছেন: যেসব নাস্তিকদের হত্যা করা হয়েছে
তারা কেউ নবী কে কটুক্তি করে নি।
তারা নবীর অগন্য স্ত্রীর সংখ্যা নিয়ে
কথা বলেছেন।স্বাভাবিক যার স্ত্রীর
সংখ্যা অগন্য তার এই বিষয় নিয়ে কথা
হবেই।
৫| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
আনপ্রেডিক্টেবল রিফাত বলেছেন: আমি যদি বলি আপনি বাঁদরের বাচ্ছা! তাহলে আপনি কি খুশি হবেন নাকি আমাকে পাল্টা গালি দিবেন?
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:১০
কর্পোরেট পাপী বলেছেন: গালি বিপরীতে গালি দিলে তো
হতোই।
৬| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩
আনপ্রেডিক্টেবল রিফাত বলেছেন: আমি তো আপনারে গালি দিই নাই, তাহলে আপনি আমাকে গালি দিবেন কেন? আপনি অথবা আপনার যেহেতু বিবর্তনবাদে বিশ্বাসী সেহেতু আপনার পিতা বা পূর্বপুরুষরা বানর ছিলো, সেহেতু আপনারে বানরের বাচ্চা বলা কি অযৌক্তিক?
০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮
কর্পোরেট পাপী বলেছেন: বিবর্তনবাদ সম্পর্কে আপনি কিছুই জানেন না এটা শিউর। আর এই ব্লগ তা বিবর্তনবাদ নিয়ে না তাই বিবর্তনবাদ নিয়ে কথা বলতে চাই না।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৮
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: কলমের খোচা কলম দিয়ে দিলে লাভ কি? বাকস্বাধীনতার নামে আপনাকে আমি কুত্তার বাচ্চা বললাম আপনি আমাকে শুয়োরের বাচ্চা বললেন!! শুনতে খুব খারাপ লাগছে তাই না। এতে তো কোন লাভ হলো!! বরং সমাজে বিশৃঙ্খলা তৈরি হলো তাই না। আপনার আমার সম্পর্ক খারাপ হলো।
আপনার কথা অনুযায়ী আপনার যুক্তিই এপ্লাই করলাম বুঝানোর জন্য।
প্রতিটি দেশেই মানুষের ধর্ম পালন করা সাংবিধানিক অধিকার।
আর এ অধিকারে যারা হস্তক্ষেপ করে তাদের বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।
আর সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হলে যে খুন হলো এবং যে খুন করলো উভয়ের জীবনকেই বিপন্ন করে দেয়।