নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় যুক্তির পক্ষে

কর্পোরেট পাপী

কর্পোরেট পাপী › বিস্তারিত পোস্টঃ

নভেরা আর নেই।

০৭ ই মে, ২০১৫ সকাল ১০:২০

এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেন নভেরা আহমেদ। ইনী হলেন সেই নভেরা যিনি তৈরী করেছিলেন পবিত্র শহীদ মিনার। কিন্তু তাঁকে কি দিয়েছে আমাদের দেশ??এখনো আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা তাঁকে চিনা তো দূরের কথা তাঁর নামটি শুনেছে কিনা সন্দেহ। তিনি শ্রদ্ধা পাননি রাষ্ট্র থেকে। তাঁর কবরে রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফুলের পাপড়ী পড়বে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

বড় রহস্য ঘেরা তাঁর জীবন, কেউ বলে তিনি মারা গিয়েছেন ১৯৯৫ সালে, কেউ বলে ২০০৩ সালে। কিন্তু এর সবই ভুল। তিনি মারা যাননি, নভেরা আহমেদরা মরে না। হয়তবা তিনি রাষ্ট্রের উঁচু ব্যাক্তিদের মতে মারা গিয়েছেন। কিন্তু তিনি বেঁচে থাকবেন লাখ লাখ বাঙালীর হৃদয়ে।

লালা সালাম নভেরা আহমেদ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সকাল ১০:২৬

আলম 1 বলেছেন: নভেরা আহমেদ' : বিশিষ্ট ভাস্কর ও চিত্রশিল্পী নভেরা আহমেদের সৃজনকর্ম নিয়ে বইটি সম্পাদনা করেছেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। তিনি একাধারে শিল্প সমালোচক, লেখক, প্রাবন্ধিক, সম্পাদক ও বিশিষ্ট কবি। তাঁর সম্পাদনায় বইটিতে উঠে এসেছে শিল্পী নভেরা আহমেদের সৃজনকর্মের বিশ্লেষণ ও তাঁর জীবনালেখ্য। বইটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড। প্রচ্ছদ করেছেন শিল্পী রফিকুন নবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.