![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে সেখানে মুত্র ত্যাগ বন্ধের জন্য রাস্তার দেওয়ালে আরবি লিখেছে ধর্ম মন্ত্রনালয়|
১। যেই ভাষার জন্য বাঙালী রক্ত দিয়েছে সেই ভাষায় লিখা লেখার উপর মুত্র ত্যাগ করতে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যেই ভাষা আপনি বুঝেন না, যেই ভাষার একটি লাইন পড়তে আপনার দাত ভাঙার অবস্থা হয়ে যাবে সেই ভাষার লিখার উপর আপনি মুত্র ত্যাগ করবেন না!!! যেই ভাষার লোকেরা আপনাকে এবং আপনার দেশের লোককে ফকিরের মতো ভাবে সেই ভাষাকে আপনি সম্মান দেন।অথছ আপনার নিজের ভাষা, যেই ভাষার জন্য রক্ত দিয়েছে আপনার দেশের মানুষ সেই ভাষা কে আপনি সম্মান করেন না!
২। অনেকে আবার বলছে ইসলাম ধর্মকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এটি করেছে নাস্তিক(!) সরকার। এখানে ইসলামকে কিভাবে হেয় করা হলো? ইসলাম অনুযায়ি নোংরা যায়্গায় কোরানের আয়াত লিখা যাবে না। কিন্তু আরবি যে লিখা যাবে না তা তো নয়! আর ভাই যেই আরবকে আপনারা পুণ্য ভুমি বলেন সেই আরবে তো টয়লেত টিস্যু তেও আরবি লিখা থাকে। টাহলে সেটা কি ইসলাম অবমাননা না?? আর আরবের লোকেরা কি টয়্লেট টিস্যু ব্যাবহার করা বন্ধ করে দিয়েছে??
০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৭
কর্পোরেট পাপী বলেছেন: যেইসব মুসলমান এই কাজ করে এবং ইসলাম সম্বন্ধে ঠিকমতো যানে তারা কিন্তু তাদের কাজ বন্ধ রাখবে না। আর কোনো অসাম্প্রদায়িক অমুসলিম এই কাজ করবে বলে মনে হয় না। আর সরকার যদি রাস্তায় রাস্তায় গণশৌচাগার করতো এবং যেখানে সেখানে হিসু করার উপর জরিমানা আরোপ করে কড়াকড়ি ব্যাবস্থা নিতো তাহলেই এটা বন্ধ হবে
২| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
ইমরান আশফাক বলেছেন: আমরা মনে করি আরব মানই পূন্যভুমি, আরবী অক্ষর মানেই কোরআনের অক্ষর ইত্যাদি।
আরে বাবা আপনি আরবে জন্মালে বা ওখনকার বাসিন্দা হলেই জান্নাত আপনার জন্য নিশ্চিত হবে না। মূলত: ইসলামের আকিদা, নিয়মকানুন ঠিকমত মেনে চললেই তবেই জান্নাতের আশা করতে পারেন। আমাদের ভূমিতে থেকে কি নামাজ-রোজা করা যায় না? অথবা আরবের ভূমিতে কি কি কোন রকম আকাম হয় না? কোরআন আরবী অক্ষরে লিখা হয়েছিল বটে এবং এটি আরবী ভাষায় নাজিলও হয়েছে। তবে আরব ভাষাভাষীরাই কিন্তু এর বিরুদ্ধে সবচেয়ে বেশী উঠেপড়ে লেগেছিলো এবং এখনও ওখানে (মানে ঐ অন্চলে) আরবী ভাষাতে্ই এর বিরোধীতা করা হয়।
নবীজির সবচেয়ে বেশী বিরোধীতাকারী ছিলো উনার আপন চাচা আবু লাহাব, তারপর আবু জেহেলও ছিলো। আর আমরা কয়েক হাজার বছর পরে সৈয়দ বংশধারীদের নিয়ে লাফালাফি করি। আরে সৈয়দ বংশে জন্মালে জান্নাত নিশ্চত হবে না বরং ইমান আমলের উপর নির্ভর করবে জান্নাত।
৩| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাই, আপনি যেহেতু সবসময় যুক্তির পক্ষে তাই এক লাইন বেশি বুঝে ফেলেছেন । এই দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, যাদের ধর্মীয় ভাষা আরবি; যেহেতু কুরআন আরবিতে লেখা । দেয়ালে মূত্রত্যাগ ঠেকাতে ধর্ম মন্ত্রনালয় এমন একটি পদক্ষেপ নিয়েছে, কারণ, আরবি বুঝুক আর না বুঝুক কোন মুসলমান আরবির ওপর পেশাব করবেনা । এর সাথে বাংলাভাষার কোন বিরোধ নেই । আরব দেশের সম্পর্ক নেই ।
০৮ ই মে, ২০১৫ সকাল ১০:৩২
কর্পোরেট পাপী বলেছেন: ভাই এক লাইন বেশি কিন্তু আপনি বুঝেছেন। যেই অমুসলিমের ইসলামের প্রতি বিদ্বেষ রয়েছে সে কিন্তু আরো বেশি করে আরবির উপর মুত্র ত্যাগ করবে। আর যেই মুসলিম ইসলাম সম্বন্ধে ভালো করে জানে সেই কিন্তু এটি বন্ধ করবে না।
৪| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
মহাকাল333 বলেছেন: কর্পোরেট পাপী,দারুন লিখেছেন। সহমত।
০৮ ই মে, ২০১৫ সকাল ১০:৩০
কর্পোরেট পাপী বলেছেন: ধন্যবাদ
৫| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
টি এম মাজাহর বলেছেন: যেভাবেই দেখুন না কেন, অযথা এইরকম একটা চুলকানি মার্কা কাজ না করলেও হতো। সাধারণ মানুষের মন থেকে ধর্ম সংক্রান্ত সফট কর্ণারটি অত্যন্ত কুরুচিপূর্ণভাবে ব্যবহার করে আসলে সাধারণ মানুষকে কি ম্যাসেজ দিতে চাচ্ছে বোঝা দুস্কর! সাধারণ মানুষ কিন্তু আপনাদের মতো জ্ঞানী না। সিপাহী বিদ্রোহের বীজ কিন্তু এইরকম একটি ধর্মীয় সেনসেটিভনেস থেকেই তৈরী হয়েছিলো। মানুষের সেন্টিমেন্টে আঘাত দিয়ে এরপর বিভিন্ন যুক্তি দেখিয়ে কৌতুক করাটাও কাজের কথা না।
০৮ ই মে, ২০১৫ সকাল ১০:৩৩
কর্পোরেট পাপী বলেছেন: ভাই আপনার একটু ভুল হয়েছে সীপাহি বিপ্লব ধর্মের কারণে হয় নি। আর আমি মোটেও কৌতুক করি নি
৬| ০৮ ই মে, ২০১৫ সকাল ১০:৩৩
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: বাঙালী আবার মুসলমান হইল কবে আবার মুসলমান আবার বাঙালী হইল কবে?
আবার এই বাঙালী বা মুসলমান মানুষ হইল কবে যে পাপী না হইয়া সৎ হবে??
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৪
আহলান বলেছেন: মূলত সরকার এখানে জনগনের ধর্মীয় অনুভুতি বা ইসলাম ধর্মের প্রতি যে দূর্বলতা আছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে .... তবে যারা অমুসলিম, তারা অনেকেই কিন্তু ঠিকই ঐ আরবী লেখার উপর হিসু করে চরম সুখ পাবে .....