নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামি চিন্তাবিদ

ইসলামি চিন্তাবিদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের মুসলিম সমাজে প্রচলিত ভুলধারনাগুলো

০৭ ই মে, ২০২০ বিকাল ৩:৩৪


পর্ব-৩
১) অনেকটা বর্তমান হুজুরদের মতনই আমাদের প্রিয় নবী সাঃ দুনিয়াদারী কম বুঝতেন অর্থাৎ অত্যান্ত সরল-সোজা গোছের এমনি মানুষ ছিলেন যে হয়ত হাটতেন খুবই আস্তে আস্তে যাতে মাটিও কষ্ট না পায়।(উপমহাদেশের মুসলমানদের কল্পনা)
২) কেয়ামত এর ছোট ছোট আলামতই দেখা গেছে শুধু, কিন্তু বড় ধরনের কোন আলামত দেখা যায় নাই বিশেষ করে দাজ্জাল,ইমাম মাহদী ও ঈসা আঃ এর আগমন শত শত বছর পর হবে এটা নিশ্চিত । (এর কোন জাল দলীলও নেই শুধুমাত্র হুজুর সম্প্রদায়ের ওহী ছারা)
৩) কেয়ামতের আগে ঠিক যখনি দাজ্জালের আত্ব্যপ্রকাশ হবে কেবল তখনই দাজ্জালের ফিতনা দেখা দিবে, এর পূর্ব পর্যন্ত সবাই দাজ্জালের ফিতনা হতে মুক্ত থাকবে।(দলীলহীন ভুল ধারনা)
৪) ইমাম মেহেদী ৪০ বছর বয়সে আত্বপ্রকাশ করার পরই কেবল মানুষকে সুপথ দেখাবে, জিহাদ করে বিজয় আনবে ইত্যাদি। এর আগে তার হতে কোনই সুফল মুসলিম জাতি পাবে না, শীয়াদের মতে গুহায় লুকিয়ে থাকবে, শুধু তাই না উনার দাদার নাম মুত্তালেব- বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা তার নাম- মুহাম্মদ যেহেতু হবে তাই বৌয়ের নামও হয়ত খাদিজা, আয়েশা হবে আর মেয়ে থাকলে ফাতেমা ছেলে হলে শিউর ইব্রাহিম আর মদীনা হতে পালিয়ে মক্কায় যেহেতু আসবেন তাই নিশ্চয় মদীনায় জন্মাবেন আর তা না হলে অবশ্যই মদীনা হতে সোজা ইয়েমেনের আরব দেশ ছারা আর কোন দেশ হতে পারে না। তবে আর যাই হোক না কেন তিনিও নবী সাঃ এর মত দুনিয়াদারী কম বুঝবেন অর্থাৎ অত্যান্ত সরল-সোজা নরম গোছের কিছু একটা হবেন।(সুন্নীদের দলীলহীন উল্টো ধারনা এবং কিছু শীয়াদের বানোয়াট বর্ননা)
৫) দাজ্জাল, দাব্বাতুল আরদ,ইয়াজুজ-মাজুজ এগুলো হল দৈত্য-দানবের মত কিছু একটা আর ঈসা আঃ দাজ্জালকে হত্যা করার পর পরই কেবল ইয়াজুজ-মাজুজ দেয়াল ভেংগে বের হয়ে ফাসাদ শুরু করে করবে এরপূর্ব পর্যন্ত তারা জুলকারনাইনের দেওয়ালের ওপারে শুধু দেওয়াল চেঁটেই যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে কেউই ইনশাহ আল্লাহ বলতে না পারায় দেয়াল ভাংগা আজও হয় নাই তাই তাদের ফাসাদও বর্তমান দুনিয়াতে নাই । ( জ্যোতিষী হুজুর কর্তৃক হাদিসের ভুল ব্যাখ্যা)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.