নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

HomeRomanticRomantic Love Story (একটি রোমান্টিক গল্প) CUTE LOVE STORY BANGLA\nRomantic Love Story (একটি রোমান্টিক গল্প) CUTE LOVE STORY BANGLA\nAdminApril 28, 2020\nAre you looking for bangla love story you will find here many types of bangla golpo like,

Isthekar

আমি ইসতেকার আহমেদ সাকিব।আমি একজন খহুদে লেখক এবং আমি আমার সবরকমের মতামত দিতে এসেছি তাি আমার বলগ পড়থে হলে এখানে ছওখ রাকুন।

Isthekar › বিস্তারিত পোস্টঃ

বিশ্বজুড়ে বাড়ছে সংক্রমণ, সপ্তাহে ৫৫ হাজার মৃত্যু

১৪ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৩

গত এক সপ্তাহে সারা বিশ্বে প্রায় ৩০ লাখ মানুষের নতুন করে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫৫ হাজারের বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, এর আগের এক সপ্তাহের তুলনায় গত সপ্তাহে শনাক্ত প্রায় ১০ শতাংশ বেড়েছে। একই সময়ে মৃত্যুর হার বেড়েছে প্রায় ৩ শতাংশ।

গতকাল বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারিসংক্রান্ত সাপ্তাহিক বুলেটিনে বলা হয়, ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত সারা বিশ্বে ২৯ লাখ ৯৬ হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়, ওই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ হাজার ৮৩০ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১১ জুলাই পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৩৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪০ লাখ ২৭ হাজার ৮৬১ জন।

গত সপ্তাহে কোভিড-১৯ শনাক্তের দিক থেকে শীর্ষ দেশের তালিকায় যথাক্রমে রয়েছে ব্রাজিল (৩ লাখ ৩৩ হাজার ৩০ জন), ভারত (২ লাখ ৯১ হাজার ৭৮৯ জন), ইন্দোনেশিয়া (২ লাখ ৪৩ হাজার ১১৯ জন), যুক্তরাজ্য (২ লাখ ১০ হাজার ২৭৭ জন) এবং কলম্বিয়া (১ লাখ ৭৪ হাজার ৩২০ জন)। এর মধ্যে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জগুলোতে শনাক্তের হার খুবই বেশি। এখানে প্রতি ১ লাখ নাগরিকের মধ্যে ২ হাজার ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিগত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে করোনায় শনাক্ত ও মৃত্যুহার নিম্নগামী, এই সময়ে দেশটিতে শনাক্তের হার ৩ শতাংশ কমেছে। অপরদিকে পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই হার বেড়েছে ২৫ শতাংশ, ইউরোপে ২০ শতাংশ, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৬ শতাংশ সংক্রমণ বেড়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শনাক্ত বেড়েছে ১৫ শতাংশ এবং আফ্রিকায় বেড়েছে প্রায় ৫ শতাংশ।

একই সময়ে আফ্রিকায় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেড়েছে ২৬ শতাংশ। তবে আমেরিকায় মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমছে, যা শতকরা হিসাবে ১১ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুলেটিন অনুযায়ী, গত বছরের অক্টোবরে ভারতে শনাক্ত হওয়া দ্রুত সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ডেলটা ধরন বিশ্বের ১১১টি দেশে চিহ্নিত হয়েছে।

আরও পরুন .....https://isthekarvoice1908.blogspot.com/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.