নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরে এলাম......

........

আহমাদ জাদীদ

আহমাদ জাদীদ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ- "হেমলক সোসাইটি"(২০১২)

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪০





ভেবেছিলাম আর মুভি রিভিউ লেখব না । একে তো আমি মুভি রিভিউ তেমন একটা ভাল লেখতে পারি না তার ওপর আবার আমার নিজের বই পড়ার প্রচুর অভিজ্ঞতা আছে বলে ই নিয়ে আলোচনা করাটাই আমার জন্য উপযুক্ত একটা কাজ । কিন্তু রিসেন্টলি যে মুভিটা দেখলাম, সেটা দেখে আমার ব পড়ার কাছাকাছি অনুভূতি হয়েছে বললে অত্যুক্তি হবে না । মুভিটা হল টালিউডের অন্য ধারার পরিচালক শ্রীজিত মুখার্জীর “হেমলক সোসাইটি” । যারা ইন্ডিয়ান যে কোন মুভি পছন্দ করেন না তারা আগেই হইচই করে উঠবেন না যেন, আমি নির্মোহভাবে মুভিটির পজিটিভ-নেগেটিভ দুই ধরণের বিষয়গুলো নিয়েই লেখাটি সাজানোর ট্রাই করলাম ।



কলকাতার বাংলা মুভির সমালোচকরা বলেন, কলকাতার আর্ট মুভি নাকি কেবলই প্রাসঙগিক- অপ্রাসঙ্গিক বেড সিন, গভীর ভাবের কিছু সংলাপ, মাখন মাখন কিছু ন্যাকা কথাবার্তার সম্মিলীত খিচুড়ী । কিন্তু আমি সেভাবে আর্ট মুভি তেমন দেখি না, তবে এই অভিযোগ যে অনেকাংশেই সত্য, এটা অবশ্য জানি । এবার আসুন দেখি, “হেমলক সোসাইটি” ও এই সমস্ত দোষে দুষ্ট কিনা ।



মুভিটা শুরু হয় একটি শ্রুতিমধুর গান দিয়ে । তবে বিখ্যাত গায়ক সিদ্ধার্থ রয়(শীলাজিত) কেন বারে বসে গান গাবেন, সেটা ঠিক স্পষ্ট হল না । আর বারের পরিবেশ এই ধরণের গানের প্রতি সুবিচার করে না বলেই জানি । যাই হোক, ছবির প্রথমেই মেঘনা(কোয়েল মল্লিক) এর সাথে ছেলেবন্ধুর বিচ্ছেদ ঘটে যেতে দেখানো হয়, ওদিকে মেঘনা আগে থেকেই মৃতা মায়ের স্মৃতি আর বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মানসিকভাবে বিপ্রযস্ত ছিল । এসব কারণে স্লিপিং পিল খেয়ে সুইসাইড করার কথা ভাবে মেঘনা, কিন্ত ওষুধের দোকান থেকে আনন্দ কর(পরম ব্রত) ফলো করে মেঘনার চেষ্টা ব্যার্থ করে দেয় ।



মেঘনা ক্ষেপে যায় । তখন আনন্দ মেঘনাকে “হেমলক সোসাইটী” নামক একটী সংস্থার কথা বলে । যারা আসলেই আত্ম হত্যা করতে চান তারা যেন সব শিখে আত্ম হত্যা করতে পারেন, এটাই এ সংস্থার মটো । আনন্দের এইসমস্ত বাড়াবাড়ী রকমের মাখনযুক্ত ডায়লগ থেকে হুশিয়ার মুভিখোরদের মুভিটির “ডার্ক কমেডী” হিসেবে বুঝে ফেলার কথা । যাই হোক, মেঘনা হেমলক সোসাইটীর ওয়ার্ক শপ আরম্ভ করে ।



মুভিটার আরো একটা বিশেষ দিক হল, অতিথি চরিত্রের আধিক্য । হাত কেটে কিভাবে মরতে হয় সেটা শিখাবেন ড ধমনী ঘোষ(সব্যসাচী চক্রবর্তী), বিভিন্ন ওষূধ খেয়ে মরতে শেখাবেন দয়াল খাসনবিশ (শ্রীজিত মুখার্জী), ফাঁসিতে ঝুলে মরতে শেখাবেন ঝুলন গুপ্ত( সাবিত্রী চ্যাটার্জী), আগুনে পুড়ে মরতে শেখাবেন শিখা গুন( সুদেশনা রায়), ব্রিজ থেকে লাফ দিয়ে মরতে শেখাবেন সেতু ভেঙ্কট্ রমণ(রাজ চক্রবর্তী), ট্রেনে কাটা পড়ে মারা যেতে শিখাবেন ট্রেনলেট বিশ্বাস...... কাজের সাথে নামের মিল,আত্ম হত্যা করতে চাওয়াদের প্রতি শিক্ষকদের কৌতুক মেশানো ডায়লগ, এবং নানা ঘটনাবলী হেমলক সোসাইটির প্রকৃত লক্ষ্য সম্পর্কে দর্শকদের দ্বিধায় ফেলে দেয় । কর্মশালার মাধ্যমে মেঘনা সবাই বুঝতে শুরু করে যেসব কারণে তারা আত্ম হত্যা করতে চেয়েছিল তার থেকে অনেক বেশি দুঃখ নিয়ে অনেক মানুষ বেঁচে আছে । আর মরার জন্য যে সাহস লাগে তা আসলে তাদের নেই । এভাবে “হেমলক সোসাইটি”র কাহিনী এগিয়ে যায় পরিণতির দিকে ।





পজেটিভ কিছু দিকঃ



১। প্লট অভিনব ।



২। গেস্ট অভিনেতারা দুর্দান্ করেছেন । আর্মি অফিসারের বেশে সৌমিত্র চ্যাটার্জীর কোয়েল মল্লিককে লক্ষ্য করে, “আহা বলই না, তুমি যখন “পটী” কর, তখন কি বয় ফ্রেন্ডকে লাগে??” ডায়লগ শুনে পুরাই হা হা প গে............



৩ । ক্লাস্রুমের সেট চমতকার । মারাত্নক এক কথায় ।



৪ । ডিটেইলের কাজ গুলো আপনার ভালো লাগবে ।



৫ । ডায়লগে জোকসের সমাহার ।





নেগেটিভ কিছু দিকঃ



১। সেই পশ্চিমবঙ্গের চিরাচরিত মাখন মাখন নেকু নেকু ডায়লগ ।



২। অল্পবিস্তর আঁতলামি আছে ।



৩। কিছু অংশ ভালো লাগবে না ।







এখন বলতে পারেন, এত মুভি থাকতে আমি এই মুভির রিভিউ কেন লেখলাম??? এর কারণ হচ্ছে মুভির মেসেজটা । আমরা আমাদের আশেপাশেই এমন অনেককেই দেখতে পাই যারা তুচ্ছাতিতুচ্ছ কারণে সুইসাইড করার কথা চিন্তা করে । বাবা মা হয়ত সাধ্যের বাইরে গিয়েও সন্তানের আকাশ কুসুম চাওয়াগুলো পূরণ করছেন, কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝে সন্তান আরো বিগড়ে যাচ্ছে, চাহিদা পূরণ না হলে সুইসাইড করারও হুমকি দিয়ে দিচ্ছে... নিজের ভাগ্যকে দোষারোপ করছে । আবার অনেকে প্রেম করতে পারছে না বলে নিজেকে “লুজার” উপাধি দিয়ে বসে আছে । যুগের সাথে তাল মেলাতে প্রেম করছে, ছ্যাক খাচ্ছে, মনমরা হয়ে থাকছে, তাদের কাছে এই মুভিটার শিক্ষণীয় আবেদন আছে ।





আমার পরামর্শঃ নেকু নেকু ডায়লগ সহ্য না হলে টেনে টেনে ক্লাস্রুমের অংশগুলো দেখতে পারেন । ওটাই মুভিটার সার অংশ ।





(আমার নেট প্যাকেজের কমতি আছে । জবাব দিতে দেরি হবে । আগেই ক্ষমা চেয়ে রাখছি । সবাই ভালো থাকবেন ।)

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৫

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: এটিএম হত্যা এইডা কি জিনিষ ভাই?

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬

আহমাদ জাদীদ বলেছেন: কই পাইলেন.........আর কয়েক দিন পর এত বাংলায় টাইপ করলাম.........কাজেই টাইপো বেশি হৈতেছে.........

২| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৬

নোমান নমি বলেছেন: লিংক চাই।

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৮

আহমাদ জাদীদ বলেছেন: ৩ নাম্বার কমেন্ট খেয়াল করেন.........

৩| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৬

ইচ্ছে বলেছেন: Click This Link)+DVDRip+XviD+AC3+ESubs+DDR.html

মুভিটার জন্য অনেকদিন ওয়েট করেছিলাম, তবে যতটা আশা করেছিলাম ততটা ভাল হয়নি, তার পরও দেখা চলে।

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫১

আহমাদ জাদীদ বলেছেন: আসলেই কিছু খুঁত আছে.........তবে মেসেজটা ভালো............

৪| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৭

ইচ্ছে বলেছেন:

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫২

আহমাদ জাদীদ বলেছেন: :) :)

৫| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৭

সবুজ পাওয়ার বলেছেন: লিংক কই

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৫

আহমাদ জাদীদ বলেছেন: ৩ নাম্বার কমেন্ট............

৬| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৩

রানা িসরাজুল বলেছেন: মুভিটা আজকে আমি দুবার দেখলাম।
হুম ম ম ম ম...............।
আমার কাছে মুভিটা ভাল লেগেছে...।

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৬

আহমাদ জাদীদ বলেছেন: আমার মোটামুটি ভালো লেগেছে.........

৭| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৩

ইকরাম উল্যাহ বলেছেন: ব্যাখ্যাঃ এটিএম হত্যা।

লেখক খুব সম্ভবত মোবাইল থেকে লিখেছেন এবং ফোনেটিক কিবোর্ডে 'আত্ন' লিখতে atmo এর স্থলে atm লিখেছেন যার ফলে বানান 'এটিএম' দেখাচ্ছে।
--------------------------------------------
ছবিটা এমন হবে ধারনা করেছিলাম, বড় ভাই নামাচ্ছেন... আজ শেষ পার্ট নামানো হলে আগামীকাল দেখব।

০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৮

আহমাদ জাদীদ বলেছেন: কম্পু থেকেই লিখেছি.........কিন্তু টাইপ করতে কেমন যেন সমস্যা হচ্ছিল.........এরই ফলাফল সেই টাইপো.........

৮| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ঐঈওঈওএজ়েঈঈ

০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৯

আহমাদ জাদীদ বলেছেন: কি কইতে চাইলেন?

৯| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:২৬

আমি তুমি আমরা বলেছেন: শুনলাম ভাল হইছে।

০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩০

আহমাদ জাদীদ বলেছেন: মোটামুটী ভালো হইছে......চিন্তা করতে সহায়ক.........

১০| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:১৩

লেখাজোকা শামীম বলেছেন: দেখেছি। আমার ভালো লেগেছে। ভিন্নরকম গল্প।

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩১

আহমাদ জাদীদ বলেছেন: আসলেই অন্যরকম/।///////

১১| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ২:১৩

সাব্বির ০০৭ বলেছেন: ভাল লেগেছে!!!

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৩

আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ.........

১২| ০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৩

অরণ্যে রোদন... বলেছেন: কাল রাতে দেখেছি। আমার কাছে ভাল লেগেছে। বিশেষ করে গানগুলি অসাধারণ। পরমব্রত ছিল অসাধারণ। একটা জায়গায় আমার আপত্তি আছে... কোয়েল মল্লিক কে মানায়নি। অভিনেত্রী হিসেবে তাকে আরও অনেক অনেক উন্নতি করতে হবে।

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৮

আহমাদ জাদীদ বলেছেন: সবচেয়ে ভালো লেগেছে সেটের সাথে ডায়লগগুলো.........আর ক্যামেরার কিছু কাজ অসাধারণ.........

১৩| ০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৯

অরণ্যে রোদন... বলেছেন: ৩ নাম্বার কমেন্টে যে লিংক দেয়া আছে সেটা ১.৫৪ গিগাবাইট। আমি একটা লিংক দিচ্ছি এটার টরেন্ট হেলথ্‌ অনেক বেশি ভাল, সাইজ মাত্র ৭১৫ মেগাবাইট এবং প্রিন্ট প্রায় ব্লুরে'র কাছাকাছি। আমি ডিভিডি তে এরচেয়ে ভাল প্রিন্ট দেখিনি কখনো।

Hemlock Society (DvD Rip) 715 MB

১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

আহমাদ জাদীদ বলেছেন: লিঙ্কের জন্য থেংকু............

১৪| ০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৪

মেহেরুন বলেছেন: রিভিউ ভালো লাগলো।

১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০০

আহমাদ জাদীদ বলেছেন: থ্যাঙ্কস............

১৫| ০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১২

chai বলেছেন: ++++

১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০১

আহমাদ জাদীদ বলেছেন: থ্যাঙ্কস.........

১৬| ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৮

তন্ময় ফেরদৌস বলেছেন: কিছু ছোটখাটো ব্যাপার শেয়ার করি। কাহিনী ও সংলাপে নতুনত্ব আছে। বেশ কিছু মেটাফোর আমাদের লাইফের সাথে যায়। সবার একসেন্ট এ ইন্ডিয়ান টান কম ছিলো, এইটাও ভালো চর্চা। আমার কাছে আর্ট ডিরেকশন ভালো লেগেছে। স্পেশালি সেট ডিজাইনে কালারের খেলা। ক্যামেরার কিছু কাজ ও ভালো লেগেছে। যেমন লং ড্রাইভে গাড়ির ফ্রন্ট ভিউ মিররে নায়কের রিফ্লেকশন আর রেয়ার ভিউ মিররে নায়িকার রিফ্লেকশন একইসাথে আবার আলাদা ভাবে, উত্তেজিত বাবা মার কথাপোকথনের সময়ে ডাচ শট, ক্যামেরার জার্ক, মেয়েটার মানসিক অবস্থা বুঝানোর জন্য ৯০ ডিগ্রিতে টপ শট ইত্যাদি নানান ছোটখাটো সীন। একটা টপশট আছে যেখানে নায়ক চারটা রুমে একাকী ঘুরে বেড়ায়, সেই চারটা চার কালারের রুম একই ফ্রেমে টপ থেকে দেখানো হয়। পরমব্রতর অভিনয় ভালো লেগছে। তবে কাহিনীটার ফিনিশিং এর আগে আরো কিছু টুইস্ট দেখালে আরো জমতো। নায়কের কিছু ডায়ালগে ভারি ভারি কিছু কথা এসেছে, যাতে করে মনে হচ্ছে, ক্যালকেশিয়ানদের জ্ঞানচর্চা বাড়ছে কিংবা দর্শোকদের শিক্ষা বেড়েছে। ওভার অল ভালোই লেগেছে। ম্যাসেজ টা খুবই মটিভেশনাল।

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪১

আহমাদ জাদীদ বলেছেন: এই পার্টিকুলার জিনিশগুলো আমারো সবচেয়ে ভালো লেগেছে............কিন্তু ইচ্ছা ক্রেই পুরো ভেঙ্গে বলিনাই...............শুধু একটু একট করে আভাষ দিয়ে দিয়েছি............

১৭| ০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার লেখা পড়ে মুভী টা দেখার ইচ্ছা জাগলো। আগ্রহ জাগানিয়া লেখা।
+

১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৬

আহমাদ জাদীদ বলেছেন: পড়ে যাওয়ার জন্য থ্যাঙ্কস.........

১৮| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০০

মুনতা বলেছেন: আচ্ছা দেখুম।রিভিউ ভাল লাগছে।
+++

১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

আহমাদ জাদীদ বলেছেন: :) :) :)

১৯| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৯

বশিষ্ঠ বলেছেন: হেমলক সোসাইটির জন্য আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম।

মুভি দেখে রিভিউ পড়ব। রিভিউ ওয়াচলিস্টে রাখলাম!
আজ একটা কলকাতার বাংলা চ্যানেলে দেখাচ্ছিল সন্ধ্যায়, ঘুমুচ্ছিলাম বলে দেখা হল না! :|

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৮

আহমাদ জাদীদ বলেছেন: হ্যাঁ আজকে কোথায় জানি দেখাইছে মনে হয়......

২০| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

আপনি অবশ্যই সিনেমা রিভিউ লিখবেন এবং নিয়মিতই লিখবেন।

আরো বেশ কদিন আগে এক বন্ধু এই সিনেমাটির কথা জিজ্ঞেস করেছিল, তখন এই পোস্টটা পেলে লিংক ধরিয়ে দিতে পারতাম।

তবে সিনেমাটা বন্ধুর জন্যেই আমাকে দেখতে হবে। আর মেসেজে দীর্ঘশ্বাস রইলো! ঠিকই বলেছেন হয়তো :|

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩

আহমাদ জাদীদ বলেছেন: হয়ত বলেছি......কিন্তু যাদের জন্য শিক্ষণীয় বলেছি তাদের বেশিরভাগ ভুল থেকে শিখতে শিখেনাই......এইটাই ট্রাজেডী......

২১| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৮

মঞ্জুর প্রযুক্তিপ্রেমী বলেছেন: আমিও একদিন আগে দেক :> :> লাম. এর ধাসটা একটু আলাদা ...

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৭

আহমাদ জাদীদ বলেছেন: হুম আসলেই আলাদা......

২২| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রথমেই বলি, এইটা আপনি ভালো করেন নাই। আমার আগে এই মুভির রিভিউ দিয়েছেন, এই কাজটা।

না না, আমার এই পর্যন্ত কোনো মুভি রিভিউ পোস্ট নাই। তবে এই মুভি নিয়ে দেওয়ার ইচ্ছা কিঞ্চিত ছিলো বৈকি। সে যাই হোক। চমৎকার ছবি। এক কথায় দুর্দান্ত। তবে আমি যে সিডিটা কিনেছি সেখানে কিছু কাট-ছাট আছে। টিভিতেও দেখালো সেদিন, দেখতে পারিনি। শেষের গানটা অদ্ভুত।
'আমার মতে তোর মতন কেউ নেই।'

১৪ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০

আহমাদ জাদীদ বলেছেন: Diye den, review.....somossa nai....:)

২৩| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

মোঃ মেহেদী হাসান মান্না বলেছেন: আমার খুব ভালো লেগেছিলো্‌।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.