নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন দৃঢ়তা স্বভাবের মানুষ ; সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি তাই গঠন মূলক সমােলাচনা পছন্দ করি ; নিজের গল্প নই অন্যের গল্প শুনতে ভালো লাগে ।।।

জহির ডিজিপি

আমি একজন মুক্তমনা মানুষ।।

জহির ডিজিপি › বিস্তারিত পোস্টঃ

আমার টিওসনির রথযাত্রা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০


সেই ২০০৬ সালের কথা। পড়ছিলাম তখন মাত্র দশম শ্রেণীতে। আমি দুইটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম ইংরেজি আব্দুর রহিম স্যারের কাছে ও অংক জয়নাল স্যারের কাছে। দু'জনের কাছেই আমি খুব প্রিয় ছাত্রছিলাম বলে রাখার দরকার যে ভাল ছাত্র থাকার কারনে নই ছিলাম দুষ্টুমির জন্য।
জয়নাল স্যারের অংক শেষ করেছিলাম অনেক আগে। সেজন্য স্যারের কাছে যারা নতুন পড়তে আসতো তাদেরকে পড়ানোর সুযোগ হয়েছিল। এরপর তিনি আমাকে একদিন এক জন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পড়ানোর জন্য বলে। কিন্তু আমি সাথে সাথে না জারি করেদি স্যারকে কারন হচ্ছে আমার পড়ানো পেশাটা খুব কঠিন লাগতো।
এরপর ২০০৭ এর দিকে চলে আসি চট্টলাতে উদ্দ্যেশ শুধু পড়ালেখাই করব। এর আগে চট্টলাতে আমার কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তার সমস্তবাধা পেরিয়ে চলে এলাম বার আওলিয়ার নগরিতে। ভর্তি হলাম কারাগারের ন্যায় শাহীন কলেজে। শুরুহলো আমার নগরির পথচলা। ঠিকমত যাচ্ছিল সব পরম আনন্দে ও হেসেখেলে। একটি রুমে থাকতাম আমি ও আমার বন্ধু হাবিব, মেজবা যার কথা না বললে নই তিনি হলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেল(বাড়ি কুমিল্লা)। একটু হাত খরচার একদিন সোহেল ভাই বললেন "একটা দুইটা টিওসনি কর্।।। ভাইয়ের কথা মেনেই গেলাম টিওসন গুরুর কাছে নাম তার কালাম (কালাম হুজুর নামেই তিনি টিওসন দাতা ও গ্রহিতার কাছে পরিচিত) পরিচয় করিয়ে দিলো সোহেল ভাই। কালাম হুজুরের কাছ থাকে পেলাম ২০০ টাকার বিনিময়ে পেলাম একটা টিওসনি।
এই সাথে সূচনা হলো টিওসনির পথচলা। সেই ভাবে এখনো চলছে.....................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.