নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে?

আঘাত প্রাপ্ত একজন

নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।

আঘাত প্রাপ্ত একজন › বিস্তারিত পোস্টঃ

AI

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৪

মৃত মেট্রোপলিটন বেয়ে
তরতরিয়ে উঠছে পদ্ম গোখরা
চল্লিশ বর্গমাইলের মরা শহর সে খাবেনা
দুটো নেংটি ইঁদুর পেলেও চলবে।


পোর্সেলিন টাইলস এর মেঝে
সভ্যতা চুষে খেয়ে যার চকচকে শরীর,
তার গায়ে ইঁদুর থাকবে কেন?
গোখরার মাথা গ্যাছে—অবশ্য ছিলো ই বা কবে!

টারশিয়ারি খাদক দেয়ালে ঝুলছে
চুড়ান্ত খাদক আকাশে ঝুলছে
ঈগল ও কি ক্ষুধায় অন্ধকার দ্যাখে?
সাড়ে ৫ ফুটের দুর্বল কোবরা—
অফ হোয়াইট দেয়ালে পড়ে আছে;
দেখেও না খায় ও না
নাকি খেতে চায়না!
সাড়ে চৌদ্দ তলা কন্ডোমিনিয়ামে
যে গোখরা ইঁদুরের আশায় ওঠে;
ঈগল তাকে AI ভেবেছে!

৭ আশ্বিন, ১৪৩২

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮

সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা।

শুভেচ্ছা রইলো।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

বিজন রয় বলেছেন: অন্যরকম কবিতা। অন্যরকম ভাবনা।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৯

আঘাত প্রাপ্ত একজন বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩০

আঘাত প্রাপ্ত একজন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৫

আঘাত প্রাপ্ত একজন বলেছেন: অনেকদিন বাদে আপনার দেখা পেলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.