![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুক্তমনা মানুষ।।
আমি এমন একজনের কথা বলছি যিনি একাধারে আমার শিক্ষাগুরু ও আমার আদর্শের মানুষ ছিলেন। যার কথায় আমি সব সময় মুগ্ধ না হয়ে পারতাম না। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তিনি আমার প্রায় সব কাজে অনুপ্রেরণা যোগাতেন। আমার পড়া লেখা করার পেছনে উনার অনেক অবদান যা নিশর্ত ভাবে স্বীকার করতে হবে।
সময়টা আমার ঠিক মনে নেই। যদি আনুমানিক ধরি তাতে বলা যায়, আমি সপ্তম শ্রেনীতে পড়ি। কোন এক সময় বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের কথা বলছিলাম সবাই। সবাই বলতে আমরা শিক্ষাগুরুর কাছে আমরা আরো কয়েক জন পড়তাম। আরেক টা কথা বলে রাখি উনাকে আমি মামা বলে সম্বোধন করতাম।
যাইহোক, আমরা বিভিন্নজন বিভিন্ন কথা বলছিলাম। মামা সে সব কথা খেয়াল করে,ও সবাইকে উদ্দেশ্য করে বললেন আজ আমি তোমাদের সঠিক ইতিহাস সম্পর্কে ধারনা দিতে চাই। এবং এমন একজন মানুষের কথা বলতে চাই যিনি না থাকলে আজ আমরা বাংলাদেশ নামক একটি দেশ খুজে পেতাম না। বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ কল্পনা করতে পারতাম না। যার নেত্রীত্বে ব্রিটিশ বিরোধী আনন্দোলন,ভাষা আনন্দোলন,৫৬, ৬২,৬৮,৬৯ এর আনন্দোলন সহ স্বাধীতা আনন্দোলন সফল ভাবে সম্পূর্ণ হয়। এই ছাড়া ও তিনি বঙ্গবন্ধুর জীবনের আরো কিছু সফলতার দিক তুলে ধরেন। রাজনৈতিক সংগঠন আলোচনা করতে গিয়ে তিনি আওয়ামীলীগের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং বিএনপি নামক দলটির কঠোর সমালোচনা করেন। অন্য দিকে জামাত শিবিরের কথা বলতে গিয়ে তিনি বলেন, জামাত হচ্ছে যুদ্ধ অপরাধী সংগঠন এবং এইটিকে এখনি যদি নিষিদ্ধ না করা হয় তাহলে তা ভবিষ্যতে বিষ ফোড়া বাংলাদেশে বিস্তার লাভ করবে।
এইগুলো ছিলো আমার শিক্ষাগুরুর কথা। কয়েক দিন আগে আমি জানতে পারলাম তিনি আমাদের ওর্য়াড বিএনপির একটি পদে স্থান দখল করে আছেন। কারন জানতে গিয়ে শুনি, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি জয়ের সম্ভাবনা দেখে তিনি বিএনপি তে যোগ দেন। আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তার কিছু জমিজমা রেজিস্ট্রি করাবে এবং লাভবান হবে।
এই কথা গুলো আমাকে এবং আমার বন্ধুদের খুবি অবাক করে।।।।।
২| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫২
জহির ডিজিপি বলেছেন: নৈতিকতা বিসর্জন!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: দুঃখজনক ।
ভালো থাকবেন ।