![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লাশের মিছিল দেখে
থমকে দাঁড়িয়েছি
অবাক নয়নে চেয়ে।
ওরা মিছিল দেখে
সবার মনে সাহস জুগিয়েছিল
সামনে এগিয়ে যাওযার।
সহানুভূতির সুরে বলেছিল,
"তোমাদের দুঃখে আমরাও দুঃখী। "
আশ্বাস দিয়েছিল, তোমাদের
কেউ ক্ষতি করতে পারবে না।
একটু পরেই মিছিলে
শুরু হল নগ্ন হামলা
ওরা সবাই পালাল অাড়ালে
আমি চিৎকার করে ওদের
বারবার ডাকতে লাগলাম
ওদের কোন খোজ পেলাম না।
জান ওরা কারা?
ওরাইতো মানুষের দেবতা রূপী অসুর।
যারা মানুষকে কাঁদায়
যারা মানুষের রক্ত চুষে খায়
যারা লাশের মিছিল দেখে
আড়ালে হাসে হা হা হা করে।
ওদের কথা তারপরও বিশ্বাস করে?
সরল বিশ্বাসী মিছিলকারী।
___________________________________
জরীফ উদ্দীন
২| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৯
জরীফ উদ্দীন বলেছেন: আমরা বছরের পর বছর আমরা ওদেরই পূজা করি
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫
জরীফ উদ্দীন বলেছেন: পড়ুন মন্তব্য করুন।
_জরীফ উদ্দীন