![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিটারের টুংটাং শব্দে ভেসে আসে তোমার মায়াবী কণ্ঠ
হারমনিয়ামের সুরে শুনি তোমার করুণ কান্না
ঢোল-তবলার অবাধ আওয়াজে প্রতিধ্বনিত হয়ে
তোমার বুকের ধুকধুক শব্দ আমার বুকে আঁচড়ে পরে অবলীলায়
আমি তোমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরি তুমিও আমাকে জড়িয়ে ধর নিচিন্তে
নিরব হয়ে মুখ গোজ নিরব তোমার চাহনি ভেদ করে আমার অন্তর।
তোমার নিরবতা আমাকে ডেকে নিয়ে যায় সমুদ্রপারে
সেখানে কি কোলাহল! একটুও নিস্তব্ধ নেই
ঢেউয়ের গর্জন, মানুষের উল্লাস, পাখিদের কলকাকলি
প্রেমিকার চিৎকার, "এই একটু নেমে আসো তোমার হাত ধরে ডুব দেই সমুদ্র স্নানে।"
হঠাৎ করে তোমাকে হারিয়ে ফেলি
কিংবা আমাকে ছেড়ে যাও অজান্তে
আমি তোমাকে খুঁজি তাদের ভিরে এদিক ওদিক
তুমি কোথাও নেই খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত
আকাশে তাকিয়ে প্রতিজ্ঞা করলাম, তোমাকে না পেলে ফিরে যাবো না প্রেম কুঠিরে।
তখনই তোমার আত্মচিৎকার আমার কান ভেদ করে
মস্তিষ্ক জাগিয়ে দেয় নতুন চিন্তায়
"নেমে আসো অথৈ দরিয়ায় এই আমি হাত বাড়িয়ে রেখেছি"
আমি উম্মাদের মতো নামা শুরু করলাম সমুদ্রে তোমার কণ্ঠ আন্দাজে
পা অতঃপর হাটু, কমর, বুক, গলা এক এক করে সবাই
তলিয়ে যাচ্ছে সমুদ্রের লবনাক্ত পানিতে
তবুও তুমি নেই, তবুও তুমি নেই।
বসুধাকে শেষ বারের মতো দেখে শেষ নিশ্বাস নিয়ে
ডুব দিব তোমার খোজে না পেলে উঠবো না
তখনই দেখি তুমি অপরিচিত ছেলেটির বাহু জড়িয়ে হেটে যাচ্ছো
বেলাভূমিতে হেটে যাচ্ছো পরম আনন্দে তার সঙ্গে কথা বলতে বলতে
অবাক মনে ভূলে গেলাম অতীতের সব
প্রতি রাতের স্বপ্ন, স্বপ্ন নারী,
এমন কি ডুবতে ভুলে গেলাম তোমার প্রেম সমুদ্রে।
তোমাকে খুঁজতে।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৫
জরীফ উদ্দীন বলেছেন: হায় রে ভালোবাসা!!!!