![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটাই আমাদের দেশে প্রথম নয়। সেই আদিকাল থেকে তাই হেটে এসেছে বর্তমানে। ইতিহাস দিব্যি স্বাক্ষী দেয়। গুপ্ত, পাল, লোদী, মুঘল, সেন, সুলতানি, নবাবি, ইংরেজি, পাকিস্তানি, বাংলাদেশি এমন কোন আমল নেই যখন এমনটা ঘটেনি। তবে আমাদের একটাই বদ অভ্যাস আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। অবৈধ শাসক যত শক্তিধর হয়ে ক্ষমতার মসনদ দখল করুক না কেন তার পতন অবশ্যম্ভাবী। পৃথিবী ব্যাপি যে মহা পতনের ডাক শুরু হয়েছিল তা কিন্তু কারণ ছাড়া হয়নি। পতনের সুনিদিষ্ট কারণ আছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে একই কারণে পতন হয়েছে শাসক কিংবা সভ্যতার। সিন্ধু, মিসরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, হিব্রু, ফিনিশীয়, চীন, রোমান গ্রীক সভ্যতা সহ বিভিন্ন সভ্যতা আজ শুধু বইয়ের পাতায় সজ্জিত। সজ্জিত সেই সময়ের মহা নায়ক কিংবা খলনায়কের কার্যবিবরণী। পৃথিবীর বহু দেশ বিজীত শাসক যারা স্বপ্ন দেখেছিল পৃথিবী জয়ের সেই চেঙ্গিস খান, আলেকজান্ডার, হালাকু খান, হিটলার, ইংরেজ লেজ গুটিয়ে বিদায় নিয়েছে। সত্যের জয় অবশ্যম্ভব একটু পরে হলেও। ইতিহাস বিমূঢ় নয় আসুন ইতিহাস পড়ি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমান কে সঠিকভাবে পরিচালিত করি। তবে ধন্য এ জীবন।
২৯/০৪/২০১৫
জরীফ উদ্দীন
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৮
জরীফ উদ্দীন বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা চাঁদগাজী
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫০
জরীফ উদ্দীন বলেছেন: বলেছেন: ধন্যবাদ ও শুভ
কামনা চাঁদগাজী ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
ইতিহাস আপনার জন্য অপেক্ষা করছে।